প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২২ সালের টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টির বার্ষিক টিমরেঙ্কিং প্রকাশ করেছে।২০২২ সালের আইসিসি বার্ষিক টিমরেঙ্কিংয়ে টেষ্টের শীর্ষ অবস্থানে রয়েছে অষ্ট্রেলিয়া, ওয়ানডের শীর্ষ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও টিটুয়েন্টির শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। আসুন ২০২২ এ আইসিসির বার্ষিক টিম রেঙ্কিংয়ে কে কোথায় ও কোন দেশ কত রেটিং পেয়েছে সেটি দেখে নিই। উল্লেখ্য আইসিসি রেঙ্কিং নির্ধারণ পয়েন্ট অনুযায়ী হয়ে থাকে এবং রেটিং নির্ধারণ হয় পারফরম্যান্স বিবেচনায়।
আইসিসি ২০২২ টেস্ট টিমরেঙ্কিং
আইসিসির ২০২২ সালের বার্ষিক টেস্ট টিমরেঙ্কিং দেখে নিন।
১. অষ্ট্রেলিয়া - রেটিং ১২৮।
২. ভারত - রেটিং ১১৯।
৩. নিউজিল্যান্ড - রেটিং ১১১।
৪. দক্ষিণ আফ্রিকা - রেটিং ১১০।
৫. পাকিস্তান - রেটিং ৯৩।
৬. ইংল্যান্ড - রেটিং ৮৮।
৭. শ্রীলঙ্কা - রেটিং ৮১।
৮. ওয়েস্ট ইন্ডিজ - রেটিং ৭৭।
৯. বাংলাদেশ - রেটিং ৫১।
১০. জিম্বাবুয়ে - রেটিং ২৫।
আইসিসি ২০২২ ওয়ানডে টিমরেঙ্কিং
আইসিসির ২০২২ সালের বার্ষিক ওয়ানডে টিমরেঙ্কিং (শীর্ষ ১০)দেখে নিন।
১. নিউজিল্যান্ড - রেটিং ১২৫।
২. ইংল্যান্ড। - রেটিং ১২৪।
৩. অষ্ট্রেলিয়া - রেটিং ১০৭।
৪. ভারত - রেটিং ১০৫।
৫. পাকিস্তান - রেটিং ১০২।
৬. দক্ষিণ আফ্রিকা - রেটিং ৯৯।
৭. বাংলাদেশ - রেটিং ৯৫।
৮. শ্রীলঙ্কা - রেটিং ৮৭।
৯. ওয়েস্ট ইন্ডিজ - রেটিং ৭৩।
১০. আফগানিস্তান - রেটিং ৬৬।
আইসিসি ২০২২ টিটুয়েন্টি টিমরেঙ্কিং
আইসিসির ২০২২ সালের টিটুয়েন্টি টিমরেঙ্কিং (শীর্ষ ১০)দেখে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন