WHAT'S NEW?
Loading...

আফগানিস্তানের নতুন বোলিং কোচ উমর গুল

                                                              


প্রিয় ক্রিকেট ডটকমঃ পাকিস্তানের সাবেক পেসার উমর গুলকে আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।এর আগে সাবেক এই পেসার আফগানিস্তানের বোলিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। উল্লেখ্য উমর গুল এর আগে আর কোন আন্তর্জাতিক দলের কোচের দায়িত্ব পালন করেননি।তবে গুল পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে কিছুদিন কাজ করেছেন।


উমর গুলের ক্যারিয়ারচিত্র 


পাকিস্তানের সাবেক পেসার উমর গুল একসময় বেশ সফল বোলার হিসেবে পরিচিত ছিলেন।গতির সাথে নিখুঁত লাইন লেংথের জন্য গুল একসময় পাকিস্তানের পেস আক্রমণের মূল ভিত্তি ছিলেন। এছাড়া ক্রিকেটের তিন ফরম্যাটেই এই পেসারের সফলতার নজির রয়েছে।উমর গুলের ক্যারিয়ারচিত্র এখানে তুলে ধরছি।


টেস্ট ক্যারিয়ার 


উমর গুল পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট খেলে ১৬৩টি উইকেট নেন। টেস্ট ক্রিকেটে গুল ৪ বার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।


ওয়ানডে ক্যারিয়ার 


উমর গুল পাকিস্তানের হয়ে ১১৬টি ওয়ানডে খেলে মোট ১৬১টি উইকেট নেন।এই পেসার ওয়ানডে ক্রিকেটে ২বার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


উমর গুল পাকিস্তানের সফল টিটুয়েন্টি বোলারদের মধ্যে অন্যতম।গুল পাকিস্তানের হয়ে ৫২টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৭৪টি উইকেট নিয়েছেন।

ফাষ্টক্লাস ক্যারিয়ার 


উমর গুল পেশোয়ার,ওয়েষ্টার্ন অষ্ট্রেলিয়া প্রভৃতি টিমের হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।উমর গুল ৮৪টি ফাষ্টক্লাস ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট উইকেট সংখ্যা ৩২৭।ফাষ্টক্লাস ক্রিকেটে এই পেসার ১৬বার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।


কোচিং ক্যারিয়ার 


উমর গুল খেলোয়াড়ী জীবন শেষে আফগানিস্তানের বোলিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।