প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে টিটুয়েন্টি সিরিজ জিতেছে নামিবিয়া। তুলনামূলকভাবে দুর্বল ক্রিকেটশক্তি নামিবিয়ার জন্য নিঃসন্দেহে এটি বড় এক রেকর্ড।এটিই কোন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নামিবিয়ার প্রথম সিরিজ জয়ের রেকর্ড। জিম্বাবুয়ে সফররত নামিবিয়া জাতীয় দল স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয়লাভ করে। আসুন নামিবিয়ার টিটুয়েন্টি রেকর্ড ও শীর্ষ টিটুয়েন্টি পারফরমারদের পরিসংখ্যান দেখে নিই।
নামিবিয়ার টিটুয়েন্টি পরিসংখ্যান
নামিবিয়া ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদস্য হয়।এরপর ২০১৯ সালে নামিবিয়া প্রথম আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে। ইতিমধ্যে নামিবিয়া ৩৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৬টিতে জয় পেয়েছে ও ১২টি ম্যাচে পরাজিত হয়েছে। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে জেরার্ড ইরাসমাস নামিবিয়ার হয়ে সবচেয়ে বেশি রান(৯২৭রান) করেছেন। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে নামিবিয়ার সর্বোচ্চ উইকেট শিকারি জেন ফ্রাঙ্কলিন (৫১ উইকেট)।
নামিবিয়ার শীর্ষ টিটুয়েন্টি পারফরমার
ক্রিকেটের নবীন সদস্য হলেও নামিবিয়ার হয়ে বেশকজন সেরা ব্যাটার চমৎকার টিটুয়েন্টি পারফরম্যান্স করছেন। নামিবিয়ার শীর্ষ পাঁচ টিটুয়েন্টি ব্যাটার ও বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন