ছবি: উমরান মালিক
প্রিয় ক্রিকেট ডটকমঃ আইপিএলে গতির ঝড় তোলা আলোচিত পেসার উমরান মালিক এবার ভারতের জাতীয় দলে ডাক পেলেন। কাশ্মীরে জন্ম নেয়া এই চৌকস পেসার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় টিটুয়েন্টি দলে জায়গা পেয়েছেন। এছাড়া উমরান মালিক ছাড়াও প্রথমবার ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েছেন আরেক তারকা পেসার অশ্বদীপ সিং।
উমরান মালিকের ক্যারিয়ারচিত্র
উমরান মালিক জম্মুকাশ্মীরে ফাষ্টক্লাস ক্রিকেট শুরু করেন । পরবর্তীতে ২০২১ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুযোগ পান। নিজের প্রথম আইপিএলেই গতির জন্য তিনি বেশ আলোচিত হন। এবারের আইপিএলেও এই পেসার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমৎকার বোলিং করেন।আর এরই ধারাবাহিকতায় এই পেসার এবার ভারতের টিটুয়েন্টি দলে ডাক পেলেন। উমরান মালিক ১টি লিষ্ট এ ম্যাচ খেলেছেন যেখানে তাঁর ১টি উইকেট রয়েছে। এছাড়া আইপিএলে ইতিমধ্যে ১৭ ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন এই পেসার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টিটুয়েন্টি স্কোয়াড
আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টিটুয়েন্টি সিরিজ শুরু হবে।এই সিরিজটি ভারতে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টিটুয়েন্টি স্কোয়াড দেখে নিন।
কে এল রাহুল (অধিনায়ক),রিশব পন্ত(সহঅধিনায়ক),ঋতুরাজ গায়কোয়াড়,ইষাণ কিষাণ,দিপক হুদা,শ্রেয়াস আয়ার,দিনেশ কার্তিক,হ্নাদিক পান্ডিয়া,যুজবেন্দ্র চাহাল, ভেঙ্কটেশ আয়ার,কুলদীপ যাদব,অক্ষয় প্যাটেল,রবি বিষ্ণো,ভুবনেশ্বর কুমার,হার্শাল প্যাটেল,আভিস খান,অশ্বদীপ সিং, উমরান মালিক।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন