ছবি:জস বাটলার
প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের টাটা আইপিএলের শিরোপা জিতেছে নবাগত ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস। ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। এবারের টাটা আইপিএলের সেরা পারফরমারদের (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এবং কে কোন পুরস্কার পেলেন সেসব এখানে তুলে ধরছি। উল্লেখ্য ২০২২ টাটা আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক হলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার এবং সর্বোচ্চ উইকেট শিকারি রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল।
সেরা ব্যাটার
১. জস বাটলার(রাজস্থান রয়্যালস) - ১৭ ম্যাচে ৮৬৩ রান।
২. কে এল রাহুল (লক্ষ্মৌ সুপার জায়ান্টস) - ১৫ ম্যাচে ৬১৬ রান।
৩. কুইন্টন ডি কক ( লক্ষ্মৌ সুপার জায়ান্টস) - ১৫ ম্যাচে ৫০৮ রান।
৪. হ্নাদিক পান্ডিয়া ( গুজরাট টাইটানস ) - ১৫ ম্যাচে ৪৮৭ রান।
৫. শুভমান গিল ( গুজরাট টাইটানস ) - ১৬ ম্যাচে ৪৮৩ রান।
সেরা বোলার
১. যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালস ) - ১৭ ম্যাচে ২৭ উইকেট।
২. ওয়ানান্দু হাসারাঙ্গা ( আরসিবি) - ১৬ ম্যাচে ২৬ উইকেট।
৩. কাগিছো রাবাদা ( পাঞ্জাব কিংস) - ১৩ ম্যাচে ২৩ উইকেট।
৪. উমরান মালিক ( সানরাইজার্স হায়দরাবাদ) - ১৪ ম্যাচে ২২ উইকেট।
৫. কুলদীপ যাদব ( দিল্লি ক্যাপিটালস) - ১৪ ম্যাচে ২১ উইকেট।
কে কোন পুরস্কার পেলেন
এবারের টাটা আইপিএলে পুরস্কারের ছড়াছড়ি ছিল। দল রানার্সআপ হলেও ব্যক্তিগত সাফল্য বিবেচনায় সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন রাজস্থান রয়্যালসের ব্যাটার জস বাটলার। আসুন এবারের টাটা আইপিএলে কে কোন পুরস্কার পেলেন সেটি দেখে নিই।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন