প্রিয় ক্রিকেট ডটকমঃ আইপিএলে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয় করল গুজরাট টাইটানস। এবারের পুরো টাটা আইপিএলজুড়ে গুজরাট টাইটানস অসাধারণ ক্রিকেট উপহার দিতে সক্ষম হয়।এরই ধারাবাহিকতায় ২০২২ টাটা আইপিএলের ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি। গুজরাট টাইটানসের সাফল্যের কারণগুলো এখানে তুলে ধরছি।
অধিনায়ক হ্নাদিক পান্ডিয়ার নেতৃত্ব
এবারের আইপিএল শুরুর পর থেকেই গুজরাট টাইটানসের সাফল্য ও তাদের অধিনায়ক হ্নাদিক পান্ডিয়ার অসাধারণ নেতৃত্ব নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এবং শেষপর্যন্ত আইপিএল শিরোপা জয় করে হ্নাদিক পান্ডিয়া নেতৃত্বের দারুণ এক স্বাক্ষর রাখতে সমর্থ হলেন।হ্নাদিক পান্ডিয়া নিজে যেমন ব্যাট ও বল হাতে দারুণ সক্রিয় ছিলেন তেমনি পুরো দলকে চমৎকারভাবে লিড দিয়েছেন ।
ফার্গুসন-শামি-রশিদ খানের দারুণ বোলিং
এবারের আইপিএলের সূচনা থেকেই গুজরাট টাইটানসের তিন মূল বোলার ফার্গুসন,শামি ও রশিদ খান অসাধারণ বোলিং করেন।বিশেষত শামির কথা বলতে হয় যিনি নতুন বলে গুজরাট টাইটানসকে দারুণ এক আইপিএল উপহার দিয়েছেন। এছাড়া ফার্গুসনও এবারের আইপিএলে পেসের সাথে ভেরিয়েশন দিয়ে চমৎকার দক্ষতার পরিচয় দিয়েছেন।আর রশিদ খান পুরো আইপিএলজুড়ে গুজরাট টাইটানসের হয়ে তাঁর দায়িত্ব সফলভাবে (রান থামানো ও ব্রেকথ্রু) সম্পন্ন করেছেন।
হ্নাদিক পান্ডিয়া-গিল-মিলারের দারুণ ফর্ম
এবারের আইপিএলে গুজরাট টাইটানসের সাফল্যের পেছনে অধিনায়ক হ্নাদিক পান্ডিয়ার চমৎকার ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।বিশেষত মিডল অর্ডারে হ্নাদিক পান্ডিয়া কিছু দারুণ ইনিংস খেলেছেন যার ফলে গুজরাট টাইটানসের টিম স্পিরিট বেড়েছে। এছাড়া টিটুয়েন্টি ক্রিকেটে একজন ইনফর্ম ওপেনারের গুরুত্ব কত বেশি সেটি গুজরাট টাইটানসের শুভমান গিল পুরো আইপিএলজুড়ে দেখিয়েছেন। সেইসাথে ডেভিড মিলারের সহজাত টনের্ডো ইনিংসগুলো গুজরাট টাইটানসের সাফল্যের পারদকে আরও বেগবান করেছে।
গুজরাট টাইটানসের চমৎকার টিমওয়ার্ক
এবারের টাটা আইপিএলে গুজরাট টাইটানসের সাফল্যের পেছনে একটি বড় কারণ ছিল তাদের অসাধারণ টিমওয়ার্ক।ওপেনিংয়ে গিল পুরো আইপিএলজুড়ে দায়িত্ব নিয়ে খেলেছে।মিডল অর্ডারে হ্নাদিক পান্ডিয়া ও ডেভিড মিলার সময়োপযোগী ও সহজাত ব্যাটিং করেছে। এছাড়া তিন মূল বোলার মোঃ শামি,লোকি ফার্গুসন ও রশিদ খান তাদের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছে। এসবকিছুর সাথে গুজরাট টাইটানসের ফিল্ডিং দুর্দান্ত ছিল।
গুজরাট টাইটানসের সেরা পারফরমার
প্রথমবার আইপিএলে এসেই চ্যাম্পিয়ন হলো গুজরাট টাইটানস। নতুন এই ফ্রাঞ্চাইজির ২০২২ টাটা আইপিএলের শিরোপা জয়ের নেপথ্য কারিগরদের( ব্যাটার ও বোলার) পরিসংখ্যান দেখে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন