WHAT'S NEW?
Loading...

অষ্ট্রেলিয়ার নতুন সহকারী কোচ ভেট্টোরি

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি সাবেক কিউই অলরাউন্ডার ডেনিয়েল ভেট্টোরিকে অষ্ট্রেলিয়ার সহকারী কোচ নিযুক্ত করা হয়েছে।ডেনিয়েল ভেট্টোরি বাংলাদেশ জাতীয় দল, আইপিএল, সিপিএলে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। সাবেক এই কিউই অলরাউন্ডার সফল খেলোয়াড়ী জীবন শেষে কোচ হিসেবেও বেশ সুনাম অর্জন করেছেন।


ডেনিয়েল ভেট্টোরির ক্যারিয়ারচিত্র 


নিউজিল্যান্ডের হয়ে সফল খেলোয়াড়ী জীবন শেষে কোচ হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ভেট্টোরি। সাবেক এই কিউই গ্ৰেট বাংলাদেশ জাতীয় দল, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,বার্বাডোজ রয়ালস, ব্রিসবেন হিটস প্রভৃতি দলের হয়ে কাজ করেছেন।


টেস্ট ক্যারিয়ার 


ডেনিয়েল ভেট্টোরিকে নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ধরা হয়।খেলোয়াড়ী জীবনে অত্যন্ত চৌকস স্পিনার ও অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন ভেট্টোরি। উল্লেখ্য সাবেক এই কিউই গ্ৰেট ১১৩টি টেস্ট খেলে ব্যাট হাতে ৪,৫৩১ রান ও বল হাতে ৩৬২ উইকেট শিকার করেন। তিনি টেস্ট ক্রিকেটে ২০বার ম্যাচে ৫ উইকেট ও  ৩বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।


ওয়ানডে ক্যারিয়ার 


ভেট্টোরি নিউজিল্যান্ডের হয়ে ২৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে ব্যাট হাতে ২,২৫৩ রান ও বল হাতে ৩০৫টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ভেট্টোরি ২বার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।


টিটুয়েন্টি ক্যারিয়ার 


ডেনিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই সফলতা দেখিয়েছেন। ভেট্টোরি  ৩৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ২০৫ ও উইকেটসংখ্যা ৩৮।


ফাষ্টক্লাস ক্যারিয়ার 


ডেনিয়েল ভেট্টোরির ফাষ্টক্লাস ক্যারিয়ারও অত্যন্ত সমৃদ্ধ। সাবেক এই কিউই অলরাউন্ডার নর্দান ডিষ্টিক, নটিংহ্যাম্পশায়ার, ওয়ারউইকশায়ার, কুইন্সল্যান্ড, ব্রিসবেন হিট, দিল্লি ডেয়ারডেবিলস,জামাইকা তালাওয়াশ প্রভৃতি টিমের হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।ভেট্টোরি ১৭৪টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে ব্যাট হাতে ৬,৬৯৫ রানের পাশাপাশি বল হাতে ৫৬৫টগ উইকেট নেন।



কোচিং ক্যারিয়ার 


ডেনিয়েল ভেট্টোরি সফল খেলোয়াড়ী জীবন শেষে কোচ হিসেবেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সাবেক এই কিউই অলরাউন্ডার বাংলাদেশ জাতীয় দল, আইপিএল, সিপিএল,বিগব্যাশে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।ডেনিয়েল ভেট্টোরি সর্বশেষ অষ্ট্রেলিয়ার সহকারী কোচ নিযুক্ত হলেন।