WHAT'S NEW?
Loading...

বাংলাদেশের শীর্ষ টেস্ট পার্টনারশিপ

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ টেস্ট ক্রিকেটকে বলা হয় পার্টনারশিপের খেলা। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে দারুণ এক পার্টনারশিপ গড়েন বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।এরফলে শুরুর ব্যাটিং বিপর্যয় এড়াতে সক্ষম হয় বাংলাদেশ। উল্লেখ্য টেস্ট ক্রিকেটের এযাবতকালের ইতিহাসে সবচেয়ে বড় পার্টনারশিপ গড়েন শ্রীলঙ্কার সাবেক দুই গ্ৰেট কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে (৬২৪রান, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা)। আসুন বাংলাদেশের শীর্ষ টেস্ট পার্টনারশিপগুলো দেখে নিই।


বাংলাদেশের শীর্ষ  টেস্ট পার্টনারশিপ 


টেস্ট ক্রিকেটে পার্টনারশিপ খুবই ভাইটাল একটি বিষয়। এখানে পার্টনারশিপ ছাড়া পাঁচদিন খেলায় টিকে থাকা কঠিন। আসুন বাংলাদেশের শীর্ষ টেস্ট পার্টনারশিপগুলো  দেখে নিই।


সাকিব - মুশফিক  ৩৫৯


বাংলাদেশের সবচেয়ে বড় টেষ্ট পার্টনারশিপ (৩৫৯রান) গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম (২০১৭),প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

তামিম - ইমরুল কায়েস ৩১২ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপ গড়েন (৩১২রান)তামিম ইকবাল ও ইমরুল কায়েস (২০১৫), প্রতিপক্ষ পাকিস্তান।


মুশফিক - লিটন ২৭২ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপ গড়েন(২৭২ রান) মুশফিকুর রহিম ও লিটন দাস(২০২২), প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


আশরাফুল-মুশফিক ২৬৭ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপ গড়েন (২৬৭রান)মোঃ আশরাফুল ও মুশফিকুর রহিম (২০১৩), প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


মুমিনুল-মুশফিক ২৬৬


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপ গড়েন (২৬৬রান) মুমিনুল হক ও মুশফিকুর রহিম(২০১৮), প্রতিপক্ষ জিম্বাবুয়ে।


মুমিনুল-শান্ত ২৪২ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপের রূপকার(২৪২রান) মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত (২০২১), প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

মুমিনুল-মুশফিক ২৩৬ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপের রূপকার (২৩৬রান) মুমিনুল হক ও মুশফিকুর রহিম (২০১৮), প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

সৌম্য - মাহমুদুল্লাহ ২৩৫ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপের রূপকার (২৩৫ রান)সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ (২০১৯), প্রতিপক্ষ নিউজিল্যান্ড।