প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী।প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে এই বিশেষ দিনে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেইসাথে এখানে কাজী নজরুল ইসলামের জীবন ও গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করছি।
জীবনী
১. কাজী নজরুল ইসলাম জন্মগ্ৰহন করেন - ২৫মে,১৮৯৯ খ্রিষ্টাব্দে।
২ . কাজী নজরুল ইসলামের পিতা-মাতা - কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুন।
৩. কাজী নজরুল ইসলামের জাতীয়তা - ব্রিটিশ ভারতীয়(১৮৯৯-১৯৪৭), ভারতীয় (১৯৪৭-১৯৭৬),বাংলাদেশী (১৯৭২-১৯৭৬)।
৪. নজরুল বাকশক্তি হারান - ৪০ বছর বয়সে।
৫. নজরুলকে বাংলাদেশ সরকার কর্তৃক নাগরিকত্ব দেয়া হয় - ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারী।
৬. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয় - ১৯৭২ সালে।
৭.নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট দেয়া হয় - ১৯৭৪ সালে।
৮. রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নজরুলকে ডিলিট দেয়া হয় - ১৯৬৯ সালে।
৯. ভারত সরকার নজরুলকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন - ১৯৬০।
১০. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নজরুলকে জগত্তারিণী পদক দেয় - ১৯৪৫ সালে।
১১. কাজী নজরুল ইসলাম একুশে পদক লাভ করেন - ১৯৭৬ সালে।
১২. বিবিসি'র বাংলা বিভাগ কর্তৃক (২০০৪) জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুল - তৃতীয়।
১৩.কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন - ২৯ আগষ্ট,১৯৭৬।
সৃষ্টিকর্ম
১. বাংলা সাহিত্যে (কাব্য) সর্বপ্রথম প্রচুর আরবি ফারসি শব্দ ব্যবহার করেন - কাজী নজরুল ইসলাম।
২. নজরুল তাঁর যে গ্ৰন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন - সঞ্চিতা।
৩. নজরুলের যে গ্ৰন্থ প্রথম বাজেয়াপ্ত হয় - বিষের বাঁশি।
৪. কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ - ২৩টি।
৫. নজরুলের সর্বশেষ কাব্যগ্ৰন্থ - নির্ঝর।
৬. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পএিকা - ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ।
৭.নজরুলের যে সঙ্গীত বাংলাদেশ পদাতিক বাহিনীর 'রণসঙ্গীত' হিসেবে স্বীকৃত - চল্ চল্ চল্।
৮. নজরুল যে চলচ্চিত্রে অভিনয় করেন - ধ্রুব।
৯. 'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর /অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর'এই কবিতাংশের রচয়িতা - কাজী নজরুল ইসলাম।
১০. নজরুলের কবিতা সর্বপ্রথম প্রকাশিত হয় - বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।
১১. বাংলা ভাষায় কে একই সাথে ভজন, ইসলামী সঙ্গীত ও গজল রচনা করেন- কাজী নজরুল ইসলাম।
১২. নজরুলের উল্লেখযোগ্য প্রবন্ধগ্ৰন্থ - দুর্দিনের যাত্রী,যুগবাণী,রুদ্রমঙ্গল।
১৩. নজরুলের উল্লেখযোগ্য কাব্যগ্ৰন্থ - অগ্নিবীণা, নির্ঝর,সিন্দুহিন্দোল,বিষের বাঁশি, ভাঙার গান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন