ছবি:শিকর ধাওয়ান
প্রিয় ক্রিকেট ডটকমঃ নিজের দল প্লেঅফে উঠতে ব্যর্থ হয়েছে তাই সেরা পারফরম্যান্স করেও অনেক সেরা প্লেয়ারকে এবারের আইপিএল প্লেঅফে দেখা যাবে না।এক্ষেত্রে ডেভিড ওয়ার্নার,কাগিছো রাবাদা,আন্দ্রে রাসেল,শিকর ধাওয়ানের নাম বিশেষভাবে বলতে হয়। যদিও এমনটি প্রতি আইপিএলেই ঘটে থাকে। উল্লেখ্য এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ার আজ (২৪মে)অনুষ্ঠিত হবে এবং ২৭মে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে । ২৯মে এবারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।আসুন দেখে নিই এবারের আইপিএলে সেরা পারফরম্যান্স করেও কোন সেরা প্লেয়ারদের প্লেঅফে দেখা যাবে না।
যেসব সেরা ব্যাটার এবার প্লেঅফে নেই
যেসব সেরা ব্যাটারকে (শীর্ষ পাঁচ)এবারের আইপিএল প্লেঅফে দেখা যাবে না তাদের পরিসংখ্যান দেখে নিন।
শিকর ধাওয়ান
শিকর ধাওয়ান এবার পাঞ্জাব কিংসের হয়ে ১৪ ম্যাচে ৪৬০ রান করেছেন।তাকেও এবারের আইপিএল প্লেঅফে দেখা যাবে না।
লিয়াম লিভিংস্টোন
এবারের আইপিএলের প্রথম পর্বে দারুণ খেললেও পাঞ্জাবের ব্যাটার লিয়াম লিভিংস্টোনকে প্লেঅফে দেখা যাবে না ।লিয়াম লিভিংস্টোন এবার ১৪ ম্যাচ খেলে ৪৩৭ রান করেন।
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারও দারুণ ব্যাট করেছেন ।তবে দল প্লেঅফে উঠতে ব্যর্থ হওয়ায় তাকে প্লেঅফে দেখা যাবে না। উল্লেখ্য ওয়ার্নার এবারের আইপিএলে ১২ ম্যাচ খেলে ৪৩২ রান করেন।
ইশান কিষাণ
এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স খুব বাজে পারফরম্যান্স করেছে যদিও তাদের ওপেনার ইষাণ কিষাণ ব্যাট হাতে সফল ছিলেন।ইষাণ কিষাণ এবার ১৪ ম্যাচ খেলে ৪১৮ রান করেছেন।
শ্রেয়াস আয়ার
কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকেও এবার আইপিএলের প্লেঅফে দেখা যাবে না।আয়ার এবার আইপিএলে ১৪ ম্যাচ খেলে মোট ৪০১ রান করেন।
যেসব সেরা বোলার এবার প্লেঅফে নেই
দল প্লেঅফে উঠতে পারেনি তাই এবারের আইপিএলে বেশকজন সেরা বোলারকে প্লেঅফে দেখা যাবে না।যেসব সেরা বোলারকে (শীর্ষ পাঁচ) এবার আইপিএল প্লেঅফে দেখা যাবে না তাদের পরিসংখ্যান দেখে নিন।
কাগিছো রাবাদা
কাগিছো রাবাদা এবার পাঞ্জাব কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স করেন।তবে এই পেসার কেও প্লেঅফে দেখা যাবে না।রাবাদা এবার ১৩ ম্যাচ খেলে ২৩টি উইকেট নেন।
উমরান মালিক
তরুণ পেসার উমরান মালিক এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমৎকার বোলিং করেন।তবে তাকেও এবারের আইপিএল প্লেঅফে দেখা যাবে না। উমরান মালিক ১৪ ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছেন।
কুলদীপ যাদব
কুলদীপ যাদব এবারের আইপিএলের অন্যতম সেরা বোলার। তবে তাকেও প্লেঅফে দেখা যাবে না।কুলদীপ যাদব ১৪ ম্যাচ খেলে ২১টি উইকেট শিকার করেন।
আন্দ্রে রাসেল
আন্দ্রে রাসেল কেকেআরের হয়ে যথারীতি এবারও চমৎকার বোলিং করেন।তবে তাকেও প্লেঅফে দেখা যাবে না। রাসেল এবারের আইপিএলে ১৪ ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন।
ডোয়াইন ব্রাভো
চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলের প্লেঅফে উঠতে পারেনি তাই চেন্নাইয়ের বোলার ডোয়াইন ব্রাভোকে এবার আইপিএল প্লেঅফে দেখা যাবে না। উল্লেখ্য ব্রাভো এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন