প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন স্টুয়ার্ট ল ও ওয়াসিম জাফর(সূত্র:ঢাকাপোষ্ট)। স্টুয়ার্ট ল দুই বছরের চুক্তিতে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন। একই টিমের ব্যাটিংকোচের দায়িত্ব নিতে আসছেন ওয়াসিম জাফর। উল্লেখ্য স্টুয়ার্ট ল এর আগে একসময় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ল কোচ থাকাকালীন সময়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল। ওয়াসিম জাফর এর আগে বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্টুয়ার্ট লর ক্যারিয়ার
স্টুয়ার্ট ল অষ্ট্রেলিয়ায় জন্মগ্ৰহনকারী সাবেক ক্রিকেটার। সাবেক এই অষ্ট্রেলিয়ান ক্রিকেটার কোচ হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছেন।
ক্যারিয়ার
স্টুয়ার্ট ল ১টি টেস্ট,৫৪টি ওয়ানডে ও ৩৬৭টি ফাষ্টক্লাস ম্যাচ খেলেছেন যেখানে তাঁর রানসংখ্যা যথাক্রমে ৫৪,১,২৩৭ ও ২৭,০৮০। এছাড়া সাবেক এই অষ্ট্রেলিয়ান ক্রিকেটার বল হাতে ১২টি ওয়ানডে ও ৮৩টি ফাষ্টক্লাস উইকেট নিয়েছেন।
কোচিং ক্যারিয়ার
স্টুয়ার্ট ল ২০০৯ সালে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। সাবেক এই অষ্ট্রেলিয়ান ক্রিকেটার ২০১১ সালে বাংলাদেশের হেডকোচ নিযুক্ত হন।২০১৭ সালে স্টুয়াট ল ওয়েস্ট ইন্ডিজের হেডকোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ল ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেকসের কোচের দায়িত্ব পালন করেন।
ওয়াসিম জাফরের ক্যারিয়ার
ওয়াসিম জাফর ভারতের সাবেক টপঅর্ডার ব্যাটার। এছাড়া কোচ হিসেবে তাঁর বেশ সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে।
ক্যারিয়ার
ওয়াসিম জাফর ভারতের সাবেক টেস্ট ওপেনার । তিনি ভারতের হয়ে ৩১টি টেস্ট ,২টি ওয়ানডে খেলে মোট ১,৯৫৪ রান করেন। এছাড়া এই সাবেক ওপেনার ২৬০টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে মোট ১৯,৪১০ রান সংগ্রহ করেন।এই ওপেনার বর্তমানে ভারতের রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বাধিক রানের মালিক ।
কোচিং ক্যারিয়ার
অবসরের পর ওয়াসিম জাফর কোচিংয়ের সাথে যুক্ত হন। সাবেক এই ওপেনার একসময় বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের ব্যাটিং কোচ ছিলেন। এছাড়া ওয়াসিম জাফর ভারতের উওরাখন্ড ক্রিকেট টিম ও ওড়িশা ক্রিকেট টিমের হেডকোচের দায়িত্ব পালন করেন। ওয়াসিম জাফর একসময় আইপিএল টিম কিংস ইলিভেন পাঞ্জাবের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন