প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের আইপিএলের প্লেঅফের চারটিম চূড়ান্ত হয়ে গেল।লিগপর্বের খেলা শেষ হওয়ার আগেই চারটি টিম (গুজরাট টাইটানস, লক্ষ্মৌ সুপার জায়ান্টস,আরসিবি, রাজস্থান রয়্যালস) প্লেঅফ নিশ্চিত করেছে।।আর এই চারটিমের যেকোন দুটি টিম এবারের (২০২২) আইপিএলের ফাইনালে অংশ নেবে। আসুন ২০২২ আইপিএলের প্লেঅফের চারটিমের সামগ্ৰিক পারফরম্যান্সচিএ দেখে নিই।
২০২২ আইপিএলের প্লেঅফের চার টিম
এবারের আইপিএলে শেষপর্যন্ত ব্যাটবলের লড়াই বেশ জমেছে।যদিও এবার নতুন দুই টিম গুজরাট টাইটানস ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস কিছুটা চমক দেখাতে সক্ষম হয়েছে। এছাড়া গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবার খুব বেশি সুবিধা করতে পারেনি।এর বাইরে ফেবারিট টিমগুলোর মধ্যে দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস শেষপর্যন্ত প্লেঅফে উঠতে ব্যর্থ হয়েছে।২০২২ আইপিএলের প্লেঅফের চার টিমের সামগ্ৰিক পারফরম্যান্স ও অন্যান্য এখানে তুলে ধরছি।
গুজরাট টাইটানস
এবারের আইপিএলের নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস নিজেদের প্রথম আসরেই চমক সৃষ্টি করেছে।পুরো আইপিএলজুড়ে চমৎকার ক্রিকেট উপহার দিতে সক্ষম হয়েছে দলটি। গুজরাট টাইটানসের সর্বশেষ পারফরম্যান্সচিএ দেখে নিন।
মোট ম্যাচ - ১৪
জয় - ১০
পরাজয় - ৪
পয়েন্ট - ২০
সেরা ব্যাটার - হ্নাদিক পান্ডিয়া (১৩ ম্যাচে ৪১৩ রান)
সেরা বোলার - রশিদ খান (১৪ ম্যাচে ১৮ উইকেট)।
রাজস্থান রয়্যালস
রাজস্থান রয়্যালস এবার দারুণ ক্রিকেট উপহার দিতে সক্ষম হয়েছে।জস বাটলার,যুজবেন্দ্র চাহালরা এবার রাজস্থান রয়্যালসকে চমৎকার সাপোর্ট দিচ্ছেন। রাজস্থান রয়্যালসের সর্বশেষ পারফরম্যান্সচিত্র দেখে নিন।
মোট ম্যাচ - ১৪ ম্যাচ
জয় - ৯
পরাজয় - ৫
পয়েন্ট - ১৮
সেরা ব্যাটার - জস বাটলার (১৪ ম্যাচে ৬২৯ রান)
সেরা বোলার - যুজবেন্দ্র চাহাল (১৪ ম্যাচে ২৬ উইকেট)।
লক্ষ্মৌ সুপার জায়ান্টস
এবারের আইপিএলের অন্যতম বড় চমক হচ্ছে নবাগত টিম লক্ষ্মৌ সুপার জায়ান্টসের প্লেঅফে উঠতে পারা।লক্ষ্মৌ সুপার জায়ান্টস এবারের আইপিএলের শুরু থেকেই চমৎকার ক্রিকেট খেলছে।লক্ষ্মৌ সুপার জায়ান্টসের সর্বশেষ পারফরম্যান্সচিত্র দেখে নিন।
মোট ম্যাচ - ১৪
জয় - ৯
পরাজয় - ৫
পয়েন্ট - ১৮
সেরা ব্যাটার - কে এল রাহুল (১৪ ম্যাচে ৫৩৭ রান)
সেরা বোলার - আভিস খান (১২ ম্যাচে ১৭ উইকেট)।
আরসিবি
আরসিবি (রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)এবারের আইপিএলে যথারীতি চমৎকার ক্রিকেট উপহার দিতে সক্ষম হয়েছে।ডু প্লেসিস,বিরাট কোহলি,ওয়ানিন্দু হাসারাঙ্গাদের দারুণ পারফরম্যান্স এই দলটিকে প্লেঅফে উঠতে সহায়তা করেছে।আরসিবির সর্বশেষ পারফরম্যান্সচিত্র দেখে নিন।
মোট ম্যাচ - ১৪
জয় -৮
পরাজয় - ৬
পয়েন্ট -১৬
সেরা ব্যাটার - ফাফ ডু প্লেসিস (১৪ ম্যাচে ৪৪৩ রান)
সেরা বোলার - ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৪ ম্যাচে ২৪ উইকেট)।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন