WHAT'S NEW?
Loading...

সাম্প্রতিক চাকরির খবর

                                                          



প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারে বেশকিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সাম্প্রতিক চাকরির বাজারের কিছু নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরছি।


বাংলাদেশ ব্যাংকে নিয়োগ 


বাংলাদেশ ব্যাংকে' সহকারী পরিচালক' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ : সহকারী পরিচালক 


পদসংখ্যা : ২২৫ 


যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্মাতকোত্তর ডিগ্ৰি অথবা ৪ বছর মেয়াদি স্মাতক ডিগ্রি।



বেতনস্কেল : নবম গ্ৰেড।


বয়স : ১৮ থেকে ৩০ বছর । তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট erecruitment.bb.org.bd)।


আবেদন ফি : আবেদন ফি প্রযোজ্য নয়।


আবেদনের শেষ তারিখ : ১৫/০৬/২০২২ ।


সূত্র : প্রথমআলো অনলাইন।



গাক(গ্ৰাম উন্নয়ন কেন্দ্র) এ নিয়োগ বিজ্ঞপ্তি 


বাংলাদেশের সুপরিচিত বেসরকারি উন্নয়ন সংস্থা গাক(গ্ৰাম উন্নয়ন কেন্দ্র) -এ ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ: ম্যানেজমেন্ট ট্রেইনি


পদসংখ্যা: অনির্দিষ্ট


যোগ্যতা : যেকোন বিষয়ে স্মাতকোওর ডিগ্ৰি।


বয়স : উল্লেখ করা হয়নি।


চাকরির ধরন : ফুলটাইম


বেতন : ৩৫হাজার টাকা।


কর্মস্থল : বগুড়া ও গাক-এর আঞ্চলিক কার্যালয়ে।



আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট www.bdjobs.com)


আবেদনের শেষ তারিখ : ৩১/০৫/২০২২।


সূত্র : বিডিজবস ডটকম