ছবি: মুশফিকুর রহিম
প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ ২০০০ সালে টেস্ট আঙিনায় প্রবেশের পর ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে দলীয় সাফল্য অর্জনে পিছিয়ে থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় বেশ ভালো অবস্থানে রয়েছে। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, হাবিবুল বাশার সুমন,মুমিনুল হক,মোঃ আশরাফুল,লিটন দাস, ইমরুল কায়েস,নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়রা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা আবিষ্কার।এরই ধারাবাহিকতায় মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে চলমান চট্টগ্ৰাম টেষ্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। আসুন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক রানকারী শীর্ষ ব্যাটারদের পরিসংখ্যান দেখে নিই।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানকারী
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফল ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম, তামিম ইকবাল,সাকিব আল হাসান, মুমিনুল হকের নাম বিশেষভাবে উচ্চারিত হয়। এবং এদের প্রত্যেককে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জীবন্ত লিজেন্ড বলা যায়।টেষ্টে বাংলাদেশের সর্বাধিক রানকারী ব্যাটারদের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
মুশফিকুর রহিম
টেকনিক, টাইমিং ও সবধরনের শট খেলার সামর্থ্য বিবেচনায় মুশফিকুর রহিমকে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার হিসেবে স্বীকৃতি দেয়া হয়। মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ৫ হাজার রানকারী ব্যাটার। এছাড়া এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। উল্লেখ্য মুশফিকুর রহিম ইতিমধ্যে ৮১টি টেস্ট খেলে ৫০৩৭ রান করেছেন।
তামিম ইকবাল
দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেস্ট ওপেনিংয়ের এক আস্থার নাম তামিম ইকবাল।বলা হয় টেষ্টে একজন ধারাবাহিক ওপেনার যেকোন টিমের জন্য এক বড় পাওয়া। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য তামিম ইকবাল এমনই এক সফল আবিস্কার। উল্লেখ্য তামিম ইকবাল টেষ্টে বাংলাদেশের শীর্ষ রানকারী ব্যাটারদের মধ্যেও অন্যতম। তামিম ইকবাল ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে ৬৬ ম্যাচ খেলে ৪৯৮১ রান করেছেন।
সাকিব আল হাসান
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ ব্যাটারদের তালিকায় রয়েছেন। সাকিব দীর্ঘদিন ধরে টেষ্টে বাংলাদেশের টপঅর্ডারের এক আস্থার প্রতীক হয়ে আছেন। সাকিব আল হাসান ইতিমধ্যে ৬০টি টেস্ট ম্যাচ খেলে ৪০৫৫ রান করেছেন।
মুমিনুল হক
বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেষ্টের মিডলঅর্ডারে সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন।এই ব্যাটার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ (রান সংগ্রাহক) ব্যাটারদের তালিকায় রয়েছেন। উল্লেখ্য মুমিনুল হক ইতিমধ্যে বাংলাদেশের হয়ে ৫২টি টেস্ট খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ৩৫১৬।
হাবিবুল বাশার সুমন
বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের তালিকায় হাবিবুল বাশার সুমনের নামটিও উচ্চারিত হয়। সাবেক এই মিডলঅর্ডার ব্যাটার দীর্ঘদিন যাবত বাংলাদেশের টেস্টের মিডলঅর্ডারে আস্থার প্রতীক হয়ে ছিলেন।সুমন ৫০টি টেস্ট খেলে মোট ৩০২৬ রান সংগ্রহ করেন।
মাহমুদুল্লাহ রিয়াদ
টেস্ট ক্রিকেট থেকে অবসরের আগে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের টেষ্টের মিডলঅর্ডারে সফলতার স্বাক্ষর রেখেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলে মোট ২৯১৪ রান সংগ্রহ করেন।
মোঃ আশরাফুল
একসময় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও টপক্লাস টেকনিকের ব্যাটার ছিলেন মোঃ আশরাফুল।তিনিও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দারুণ কিছু ইনিংস খেলেছেন। মোঃ আশরাফুল ৬১টি টেস্ট খেলে মোট ২৭৩৭ রান করেন।
লিটন দাস
বাংলাদেশের বর্তমান টেস্ট দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটার লিটন দাস।কুল ও ক্যালকুলেটেড ব্যাটিংয়ের জন্য লিটন দাস ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। উল্লেখ্য লিটন দাস ইতিমধ্যে ৩২টি টেস্ট ম্যাচ খেলে ১৮১৮ রান সংগ্রহ করেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন