ছবি : ম্যাথু মট
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ম্যাথু মট ইংল্যান্ডের ওয়ানডে ও টিটুয়েন্টির প্রধান কোচ নিযুক্ত হয়েছেন।এর আগে মট অষ্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।ম্যাথু মটের অধীনে অষ্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল দুটি টিটুয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এছাড়া এই অষ্ট্রেলিয়ান কোচের অধীনে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল এবারের নারী ওয়ানডে বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে।
ম্যাথু মটের ক্যারিয়ার ও অন্যান্য
ম্যাথু মট আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তবে ফাষ্টক্লাস ক্রিকেটে তাঁর বেশ সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে।খেলোয়াড়ী জীবনে মট ভিক্টোরিয়ান বোশরেঞ্জার্স, কুইন্সল্যান্ড বুলসের হয়ে খেলেছেন।ম্যাথু মট মূলত ব্যাটার ছিলেন তবে মিডিয়াম পেসও করতেন।
ফাষ্টক্লাস ক্যারিয়ার
ম্যাথু মট ৬৬টি ফাষ্টক্লাস ম্যাচ ও ২৪টি লিষ্ট'এ' ম্যাচ খেলেছেন। ফাস্টক্লাস ক্রিকেটে মট ব্যাট হাতে ৩৭২৩ রান ও লিষ্ট'এ' ক্রিকেটে ৪৫২ রান সংগ্রহ করেন।
কোচিং ক্যারিয়ার
ম্যাথু মট আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর অধীনে অষ্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল দুটি টিটুয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে।এর ফলেই মূলত তাকে ইংল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্ব দেয়া হয়েছে।ম্যাথু মটের কোচিং ক্যারিয়ারের বিস্তারিত দেখে নিন।
নিউ সাউথ ওয়েলসের এসিস্ট্যান্ট কোচ - ২০০৭-০৮।
তাঁর কোচিংয়ে নিউ সাউথ ওয়েলস পোরা কাপ জয় করে।
গ্লামারগন কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ - ২০১১-১৩।
অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের কোচ - ২০১৫-২০২২।
তাঁর অধীনে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল দুটি টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা ও একটি ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতে।
সর্বশেষ ইংল্যান্ডের ওয়ানডে ও টিটুয়েন্টি প্রধান কোচ -২০২২।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন