WHAT'S NEW?
Loading...

এন্ডু সাইমন্ডসের ক্যারিয়ারের সেরা পাঁচ ম্যাচ

                                                        
                                           ছবি: এন্ডু সাইমন্ডস



প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি প্রয়াত হয়েছেন অষ্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার এন্ডু সাইমন্ডস।একসময় অষ্ট্রেলিয়ার  সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন সাইমন্ডস।২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার শিরোপা জয়ে সাইমন্ডসের বিশেষ অবদান ছিল। এছাড়া এই অলরাউন্ডার টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে লেট মিডল অর্ডারে দাঁড়িয়ে দারুণ ব্যাট করতেন এবং সেইসাথে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর মিডিয়াম পেসার হিসেবেও অসাধারণ সাফল্য পান সাইমন্ডস । এখানে এন্ডু সাইমন্ডসের ক্যারিয়ারের সেরা পাঁচ ম্যাচের পরিসংখ্যান তুলে ধরছি(তথ্যসূত্র: জিনিউজ)।


এন্ডু সাইমন্ডসের সেরা পাঁচ ম্যাচ 


এন্ডু সাইমন্ডস অসংখ্য ম্যাচে অষ্ট্রেলিয়ার ত্রাণকর্তা হিসেবে আর্বিভূত হয়েছেন। কখনো মারকুটে ব্যাটিং , কখনো কার্যকর মিডিয়াম পেস আবার কখনো দারুণ ফিল্ডিং দিয়ে দলকে সাফল্য এনে দিয়েছেন এই অলরাউন্ডার। আসুন এন্ডু সাইমন্ডসের ক্যারিয়ারের সেরা পাঁচ ম্যাচের পরিসংখ্যান দেখে নিই।


২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ 


২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এন্ডু সাইমন্ডসের ক্যারিয়ারের এক অনন্য অর্জন হিসেবে স্বীকৃত।সাইমন্ডস তাঁর ক্যারিয়ারের সেরা একটি ম্যাচ ২০০৩ বিশ্বকাপে খেলেন। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৮৬ রানে অষ্ট্রেলিয়ার ৪ উইকেট পড়ে যায়  তারপর সাইমন্ডস মাঠে নামেন এবং শেষপর্যন্ত তাঁর দারুণ ব্যাটিংয়ের উপর ভর করে অজিরা  ৩১০/৮ করতে সক্ষম হয়।


শ্রীলঙ্কার বিপক্ষে ভিবি সিরিজে ১৫১


লেট মিডল অর্ডারে এন্ডু সাইমন্ডসের মত সফল ফিনিশার ওয়ানডে ক্রিকেটে খুব বেশি দেখা যায় না।সাইমন্ডসের সেরা ম্যাচগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ২০০৬ সালে ভিবি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ১৫১ রান ও বল হাতে দুই উইকেট শিকার।সেইম্যাচে অষ্ট্রেলিয়া ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারপর সাইমন্ডস মাঠে নামেন এবং ১২৭ বলে ১৫১ রানের এক টর্নেডো ইনিংস খেলে দলকে শক্তিশালী টোটাল এনে দেন।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৫ এর এমসিজি টেস্ট


২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমসিজি টেস্ট সাইমন্ডসের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ হিসেবে স্বীকৃত।সেই টেষ্টে সাইমন্ডস ব্যাট হাতে ৭২ রান(২য় ইনিংসে) ও বল ৩টি মূল্যবান উইকেট নেন যা অজিদের জয়ের পথ তৈরি করে দেয়।


ভারতের বিপক্ষে ২০০৮ এর সিডনি টেস্ট 


২০০৮ সালের ভারতের বিপক্ষে সিডনি টেস্ট সাইমন্ডসের ক্যারিয়ারের এক সেরা ম্যাচ হিসেবে স্বীকৃত।সেই টেষ্টে সাইমন্ডস ১৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন যার উপর ভর করে অজিরা সেই টেষ্টে জয়লাভ করে।



২০০৬ সালের অ্যাশেজ সিরিজ 


সাইমন্ডস ২০০৬ সালের অ্যাশেজ সিরিজে এমসিজি টেষ্টে দারুণ এক সেঞ্চুরি করেন যা তাঁর অভিষেক টেস্ট সেঞ্চুরি ছিল। এছাড়া সেই ম্যাচে সাইমন্ডস ম্যাথু হেইডেনের সাথে ২৭৯ রানের অসাধারণ এক পার্টনারশিপ গড়েন ।সেই ম্যাচটি সাইমন্ডসের ক্যারিয়ারের এক সেরা ম্যাচ হিসেবে বিবেচিত।