WHAT'S NEW?
Loading...

ব্রায়ান লারা আমার প্রিয় ক্রিকেটার : ক্রিস জর্ডান

                                                             
                                            ছবি : ক্রিস জর্ডান
                                                        


প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় মুখ ক্রিস জর্ডান। বার্বাডোজে জন্মগ্ৰহনকারী এই পেসার ইংল্যান্ড  জাতীয় দলের পাশাপাশি বিশ্বের সব বড় ফ্রাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ ।অত্যন্ত চৌকস ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ের জন্য ক্রিস জর্ডান টিটুয়েন্টি ক্রিকেটে বেশ জনপ্রিয়।ক্রিকট্যাকার থেকে ক্রিস জর্ডানের (২০২১ সালের ৬ জুলাই নেয়া) একটি সাক্ষাৎকার এখানে তুলে ধরছি। ভাষান্তর : প্রভাকর চৌধুরী।


ক্রিকট্যাকার : ২০২১ সালের আইপিএলে আপনার প্রিয় স্মৃতি ?


ক্রিস জর্ডান : রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে (আহমেদাবাদে) ৩৪ রানে জয়লাভ করার অনুভূতি অন্যরকম ছিল।সেই ম্যাচে আমাদের টিমের পারফরম্যান্স দুর্দান্ত ছিল।


ক্রিকট্যাকার : আপনার প্রিয় ক্রিকেটার কে ?


ক্রিস জর্ডান : ব্রায়ান লারা আমার প্রিয় ক্রিকেটার।আমি ক্যারিবিয়ানে শৈশব থেকেই লারার খেলার অনুরাগী ছিলাম।সে এক নিখুঁত ব্যাটসম্যান।পেস ও স্পিনের বিপক্ষে তাঁর  সাবলিল ব্যাটিং আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি।


ক্রিকট্যাকার : ক্রিকেটের আঙ্গিনায় আপনার প্রিয় বন্ধু কে ? 


ক্রিস জর্ডান : আমি অনেককেই বন্ধু হিসেবে পেয়েছি তবে জোফরা আর্চার ও মঈন আলী বন্ধু হিসেবে দারুণ। এছাড়া যখন ওয়েস্ট ইন্ডিজে খেলেছি তখন ক্রিক এডওয়ার্ডস আমার ভালো বন্ধু ছিল।


 

ক্রিকট্যাকার : ২০২১ সালের আইপিএলে কোন প্লেয়ারের খেলা আপনার নজর কেড়েছে ?


ক্রিস জর্ডান : আমি আমার টিমে খেলা শাহরুখ খানের কথা বলব।সে তাঁর প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।



ক্রিকট্যাকার : টিটুয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ড ও ওয়েষ্ট ইন্ডিজের মধ্যে কোন টিমকে এগিয়ে রাখবেন ?


ক্রিস জর্ডান : ইংল্যান্ড।



ক্রিস জর্ডান : বিশেষ কোন ক্রিকেটারের বিশেষ একটি গুণ যদি নিজের মধ্যে দেখতে চান তবে কার কথা বলবেন ?


ক্রিস জর্ডান : জোফরা আর্চারের নিখুঁত পেস ও কিয়েরন পোলার্ডের বাউন্ডারী হাঁকানোর দক্ষতা।


ক্রিকট্যাকার : নিজের বড় একটি দুর্বলতার কথা বললে কোনটির কথা বলবেন ?


ক্রিস জর্ডান : আমি কোথাও আবদ্ধ থাকতে পারিনা।কেন জানি এটি আমার পছন্দ নয়।



ক্রিকট্যাকার : আপনার টিমের কোচ (পাঞ্জাব কিংস) অনিল কুম্বলে সম্পর্কে তিন শব্দে কিছু বলুন ।


ক্রিস জর্ডান : উদ্যমী, শান্ত ও বিচক্ষণ।



ক্রিকট্যাকার : স্টুয়ার্ট ব্রড ও জোফরা আর্চারের মধ্যথেকে একজনকে বেছে নিতে বললে কাকে নেবেন?


ক্রিস জর্ডান : দুজনকেই নেবো তবে ব্রডকে লাল বলের জন্য এবং  আর্চারকে সাদা বলের জন্য ।



ক্রিকট্যাকার : ক্যারিয়ারের সেরা একটি অনুভূতি ?


ক্রিস জর্ডান : ২০১৪ সালে যেদিন ইংল্যান্ডের হয়ে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজে মাঠে নামি এবং আমার পরিবারের সদস্যদের সামনে ব্যাট ও বলে দারুণ পারফরম্যান্স করি সেদিনের অনুভূতি সত্যিই অন্যরকম ছিল।



ক্রিকট্যাকার : ভারতের যে বিষয়টি আপনার খুব পছন্দ ?


ক্রিস জর্ডান : ভারতের ক্রিকেটপাগল দর্শক আমার খুব প্রিয়। এছাড়া এখানে ক্রিকেট সম্পর্কে দর্শকদের ব্যাপক জ্ঞান রয়েছে যা আমার ভালো লাগে।



ক্রিকট্যাকার : ক্যাপ্টেন হিসেবে মরগান ও রুটের মধ্যে কাকে এগিয়ে রাখবেন?


ক্রিস জর্ডান : আমি মরগানের অধীনে বেশি খেলেছি তাই তাকেই এগিয়ে রাখবো।



ক্রিস জর্ডান : ক্রিকেটের বাইরে আর যা হতে চান ?


ক্রিকট্যাকার : স্কাইডাইভ আমার প্রিয় একটি প্যাশন।



ক্রিকট্যাকার : কখন খুব বিরক্ত হন ?


ক্রিস জর্ডান : যখন কোন একটি বিষয় প্রচুর অনুশীলন করেও সহজে আয়ত্ত্ব করতে পারিনা তখন খুব বিরক্ত হই।



ক্রিকট্যাকার : আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা ?


ক্রিস জর্ডান : আমার বাবা।



ক্রিকট্যাকার : আপনার টিমের ক্যাপ্টেন(পাঞ্জাব কিংস) কে এল রাহুল সম্পর্কে কিছু বলুন ?


ক্রিস জর্ডান : সে এক জিনিয়াস ।



ক্রিকট্যাকার : ক্রিস গেইল এবং জনি বেয়ারস্টোর মধ্যে কে বেশি পাওয়ারফুল হিটার ?



ক্রিস জর্ডান : গেইল।



ক্রিকট্যাকার : আপনাকে রান্না অথবা নৃত্য করতে বললে কোনটি বেছে নেবেন ?


ক্রিস জর্ডান : রান্না।



ক্রিকট্যাকার : নিজের সম্পর্কে এককথায় কিছু বলতে বললে  যা বলবেন ?


ক্রিস জর্ডান : শান্তিপ্রিয় ।