প্রিয় ক্রিকেট ডটকমঃপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার(২০২২) দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২০মে অনুষ্ঠিত হবে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে এখানে একটি সম্ভাব্য সাজেশন তুলে ধরছি।
বাংলা
১.' অসীমের স্থান সর্বশীর্ষে ' এ বাক্যে 'সর্বশীর্ষে' শব্দটি যে কারণে অশুদ্ধ- বাহুল্যজনিত।
২. অপেক্ষমান, উল্লেখিত শব্দদুটির শুদ্ধ বানান - অপেক্ষমাণ, উল্লিখিত।
৩. 'তিনি আরোগ্য হলেন 'এই বাক্যটির শুদ্ধরূপ - তিনি আরোগ্য লাভ করলেন।
৪. শুদ্ধ বানান - পরাঙ্মুখ,ন্যূনাধিক,দুর্নিরীক্ষ, প্রতিযোগিতা, মুমূর্ষু,প্রতিদ্বন্দ্বী।
৫. পরিভাষা : Auction - নিলাম,Deed - দলিল,Manifesto- ইশতেহার।
৬. কোকিল এর সমার্থক শব্দ - অনপুষ্ট,পরভৃত,পিক,কলকন্ঠ,বসন্তদূত,মধুসখ।
৭. মেঘ এর সমার্থক শব্দ - ঘন,বারিদ,জলদ,নীরদ,জলধর,তোয়দ।
৮. সর্প এর সমার্থক শব্দ - অহি,নাগ,ফণী,আশীবিষ,পন্নগ,উরগ,ভুজঙ্গম।
৯.বাংলা উষ্মধ্বনি - শ,ষ,স,হ।
১০. কোনটি পাশ্বিকধ্বনি - ল।
১১. বাংলা অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো - বর্গের ১ম, ৩য় ও ৫ম ধ্বনি।
১২.ধ্বনি বিপর্যয়ের উদাহরণ - লাফ>ফাল।
১৩. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি - ৭টি।
১৪. ফলাযুক্ত বর্ণ - ৬টি।
১৫. স্বরবর্ণে অর্ধমাত্রার একমাত্র বর্ণ - ঋ।
১৬. বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে - সংস্কৃত ভাষা থেকে।
১৭. চীনা শব্দ - চা,চিনি,লিচু,এলাচি।
১৮. পর্তুগিজ শব্দ - আনারস,আলপিন,চাবি,কফি,বালতি,সাবান,জানালা।
১৯. সার্থক বাক্যের গুণ - তিনটি।
২০. গঠন অনুসারে বাক্য - ৩ প্রকার।
২১. সঠিক সন্ধি বিচ্ছেদ : ইত্যাদি - ইতি+আদি,জনৈক- জন+এক,মরূদ্যান- মরু+উদ্যান,কৃষ্টি- কৃষ+তি,তন্ময়- তখন+ময়।
২২. দ্বন্দ্ব সমাসের উদাহরণ - হাট-বাজার,সাদা-কালো,আমরা,অহিনকুল।
২৩. তৎপুরুষ সমাসের উদাহরণ - বইপড়া,জলদ,অনাদর, প্রাগৈতিহাসিক।
২৪. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ - ৬০০-১২০০ খ্রিষ্টাব্দ।
২৫. বাংলা সাহিত্যের আদি নিদর্শন - চর্যাপদ।
২৬. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি - চন্দ্রাবতী।
২৭. অন্নদামঙ্গল কাব্য রচনা করেন - ভারতচন্দ্র রায়গুণাকর।
২৮.ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল - 'শিখা' পত্রিকা।
২৯. কপালকুণ্ডলা কার লেখা উপন্যাস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩০. শেষের কবিতা কার লেখা উপন্যাস - রবীন্দ্রনাথ ঠাকুর।
৩১. সংশপ্তক' এর রচয়িতা - শহীদুল্লা কায়সার।
৩২. নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার কার লেখা উপন্যাস - হুমায়ূন আহমেদ।
৩৩. শর্মিষ্টা নাটকের রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
৩৪. শাশ্বত বঙ্গ কার লেখা গ্ৰন্থ - কাজী আবদুল ওদুদ।
৩৫. বীরবলের হালখাতা কার লেখা গ্ৰন্থ - প্রমথ চৌধুরী।
৩৬. নজরুলের কাব্যসংকলন - সঞ্চিতা।
৩৭. বনলতা সেন কার বিখ্যাত কবিতা - জীবনানন্দ দাশ।
৩৮. নীলদর্পণ নাটকের রচয়িতা - দীনবন্ধু মিত্র।
৩৯. রাখালী কাব্যগ্ৰন্থের লেখক - জসীমউদ্দীন।
৪০. সোনালী কাবিন কাব্যগ্ৰন্থের রচয়িতা - আল মাহমুদ।
৪১. বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক - মাইকেল মধুসূদন দত্ত।
৪২. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক - কবর।
৪৩. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত 'এ উক্তিটি - প্রমথ চৌধুরীর।
৪৪. আপনারে লয়ে বিব্রত রহিতে ,আসে নাই কেহ অবনী পরে' চরণদুটির লেখক - কামিনী রায়।
৪৫. বাংলা সাহিত্যের পল্লীকবি - জসীমউদ্দীন।
৪৬. আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি' কার লেখা গান - আব্দুল গাফফার চৌধুরী।
৪৭.বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি - ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৪৮.রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিনিবাস - খুলনা জেলার রূপসা উপজেলায়।
৪৯. হুলিয়া কার লেখা কবিতা - নির্মলেন্দু গুণ।
৫০. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - কৃষ্ণকুমারী।
ইংরেজি
১. The word'beautiful' is - an adjective.
২. Please look above.Here 'above' is - Adverb.
৩. Oil your own machine.Here 'oil' is - verb.
৪. This is the fashion of the day.Here'fashion' is - a noun.
৫. Which of the following is an uncountable noun - food.
৬. I am going to buy _ bread and butter.(some)
৭. The masculine gender of 'lady' is - lord.
৮. Give me_ one taka note.(a)
৯. _ honesty of Suma is enviable.(The)
১০. _ should pay more taxes.(The rich)
১১. Choose the correct sentence - My pen is costly than yours.
১২. What is the superlative degree of 'Bad' - worst.
১৩. I _ a picture .Do you like it? (have just drawn)
১৪. Smoke fills the room.Which is the passive form of this sentence- The room is filled with smoke.
১৫. Which one is an imperative sentence- Open the door.
১৬. Who wrote the play 'Caesar and Cleopatra'- G.B.Shaw.
১৭. Who wrote the play 'Tempest' - William Shakespeare.
১৮. I know her birth place.Make it complex- I know where she was born.
১৯. Who wrote 'Gulliver's Travels' - Jonathan Swift.
২০. Synonym: Antonym - Nebulous:Clear; Minimize:Expand;Oppose: Support.
২১. Right spelling - Campaign, catalogue, colleague, diarrhea, lieutenant.
২২. I count _ your help.(upon)
২৩. Government has been entrusted_ elected politicians.(to)
২৪.He advised us to desist_ that attempt.(from)
২৫. The customer gets what he pays _ .(for)
২৬. Students learn better in an environment which is _ pressure.(free from)
২৭. While going to the class ___ . (I was bitten by a dog)
২৮. It is high time we __ our attitude.(changed)
২৯. Though he tried hard ,he failed.(compound) - He tried hard but failed.
৩০. Which is the correct sentence - The ship sunk in the Ocean.
৩১. The sentence'Actions speak louder than words' means - It is what we do that matters and not just what we say.
৩২. 'অন্যের দোষ ধরা সহজ' এর ইংরেজি - It is easy to find fault with others.
৩৩. Synonym: synonym, Degradation: Dishonour,Embellish:Adorn.
৩৪. Peace meaning - harmony.
৩৫. Mouth watering means - delicious.
৩৬. The antonym of 'chaos' is - order.
৩৭. The antonym of 'popular' is - classical.
৩৮. What is the adjective of the word'village' - rural.
৩৯. Paradise lost is an - epic poem.
৪০. Which one is in sigular number- index.
৪১. 'A tale of two cities' is written by - Charles Dickens.
৪২. 'Odds and ends' means - small things.
৪৩. Verb of number is - number.
৪৪. Plethora means - a large or excessive of something.
৪৫. 'A bolt from the blue' means - an unexpected calamity.
৪৬. Verb of the word'ability' is - enable.
৪৭. Which is a common noun - Infant.
৪৮. What is the noun form of the word'retard' - retardation.
৪৯. I know you .(complex).- I know who you are.
৫০. The verb of the word'poor' is - impoverish.
সাধারণ জ্ঞান
১. ২০২২ সালে দুটি দেশ নিজেদের দেউলিয়া ঘোষণা করে - শ্রীলঙ্কা ও লেবানন।
২. ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের মাসকট - লায়েব।
৩. বাংলাদেশের প্রথম করোনা টিকা - কোভিশিল্ড।
৪. জাতীয় পাট দিবস - ৬ মার্চ।
৫. বঙ্গবন্ধুর দ্বিতীয় বই - কারাগারের রোজনামচা।
৬. ৩জি প্রথম চালু হয় - ২০০১ খ্রিষ্টাব্দে।
৭. মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা - ৩টি।
৮. বাংলাদেশের উপকূলীয় জেলা - ১৯টি।
৯. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা - বিশ্বব্যাংক।
১০.তাহরির স্কয়ার অবস্থিত - কায়রোতে।
১১. অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়েছে - ১৩টি (সর্বশেষ কোরিয়ান)।
১২. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ - ভ্যাটিক্যান সিটি।
১৩. ২০২২ সালে একুশে পদক লাভ করেন - ২৪ জন।
১৪.বাংলাদেশের জাতীয় স্লোগান - জয় বাংলা।
১৫. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় - ২৫৯১ মা:ড:।
১৬. বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্র - ২৮টি।
১৭. বর্তমানে দেশে উপজেলা - ৪৯৫টি।
১৮. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা - ১৬.৮২কোটি।
১৯. দেশে বর্তমানে স্বাক্ষরতার হার - ৭৫.২%।
২০. স্বাক্ষরতার হারে দেশের শীর্ষ জেলা - পিরোজপুর।
২১. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম।
২২. বর্তমানে দেশে করমুক্ত আয়সীমা - ৩ লক্ষ টাকা।
২৩. এশিয়ার ক্ষুদ্রতম দেশ - মালদ্বীপ।
২৪. জাতীয় গণহত্যা দিবস - ২৫ মার্চ।
২৫. বাংলাদেশ শততম টেস্ট খেলে - শ্রীলঙ্কার বিপক্ষে।
২৬. সোয়াচ অব নোগ্ৰাউন্ড অবস্থিত - বঙ্গোপসাগরে।
২৭. অলিভ টারটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় - সেন্টমার্টিন।
২৮. ভারতীয় উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু করেন - লর্ড ক্যানিং।
২৯. ভবদহ বিল যে জেলায় অবস্থিত - যশোর।
৩০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩১. ডমিনো তত্ত্ব যে অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল - দক্ষিণ-পূর্ব এশিয়া।
৩২. কোন দেশের সংবিধানকে 'শান্তি সংবিধান' বলা হয় - জাপান।
৩৩. বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় - প্রাক মৌসুমী বায়ু ঋতুতে।
৩৪. বিশ্ব প্রাণীদিবস - ৪ অক্টোবর।
৩৫. বাংলার সর্বপ্রাচীন জনপদ - পুন্ড্র।
৩৬. ছয়দফা দাবি উত্থাপন করা হয় - ১৯৬৬ সালে।
৩৭. এমডিজির অন্যতম লক্ষ্য - ক্ষুধা ও দারিদ্র্য দূর করা।
৩৮. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় - সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে।
৩৯. বাংলাদেশের জাতীয় সংসদ - এক কক্ষ বিশিষ্ট।
৪০. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় - ১৯৭৪ সালে।
৪১. বাংলাদেশের উষ্ণতম স্থান - নাটোরের লালপুর।
৪২. বর্তমানে ন্যামের সদস্যসংখ্যা - ১২০।
৪৩. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য - ৫টি।
৪৪. সার্ক প্রতিষ্ঠিত হয় - ১৯৮৫ সালে।
৪৫. জাতিসংঘ প্রতিষ্ঠা - ১৯৪৫ সালে।
৪৬. পদ্মা সেতুর দৈর্ঘ্য - ৬.১৫ কিমি।
৪৭. পদ্মাসেতু প্রকল্পে মোট জনবল - প্রায় ৪ হাজার।
৪৮. পদ্মাসেতু প্রকল্পে চুক্তিবদ্ধ চায়নিজ প্রতিষ্ঠান - চায়না রেলওয়ে গ্ৰুপ লিমিটেড।
৪৯. নিশীথ সূর্যের দেশ - নরওয়ে।
৫০. পৃথিবীর দীর্ঘতম নদী - নীলনদ।
৫১. পৃথিবীতে প্রথম ইন্টারনেট চালু হয় - ১৯৬৯ সালে।
৫২. শূন্য মাধ্যমে শব্দের বেগ - ০।
৫৩. চাপাতায় থাকে - ভিটামিন বি-কমপ্লেক্স।
৫৪. প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে - ৮০-৯০%।
৫৫. গ্ৰীণহাউস হচ্ছে - কাঁচের তৈরি ঘর।
৫৬. কোনটি বিদ্যুৎ অপরিবাহী - রাবার।
৫৭. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ - স্নায়ুতন্ত্র।
৫৮. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলে - প্যাথজেনিক।
৫৯. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় - ডায়নামো।
৬০. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি - গামা রশ্মি।
৬১. সুনামীর কারণ - সমুদ্র তলদেশের ভূমিকম্প।
৬২. বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে - ৯৯.৯৭%।
৬৩. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ - আমিষ।
৬৪. pH হলো - এসিড,ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক।
৬৫. কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র - তড়িৎবীক্ষণ যন্ত্র।
৬৬. যে গ্ৰহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক - শুক্র।
৬৭. কম্পিউটারের স্ক্যানার কোন ধরনের ডিভাইস - ইনপুট।
৬৮. ফেসবুকের জনক - মার্ক জুকারবার্গ।
৬৯. টুইটার চালু হয় কখন ও উদ্ভাবক কে - ২০০৬ সালে,উদ্ভাবক জ্যাক ডর্সি।
৭০. সুষম খাদ্যের উপাদান - ৬টি।
৭১. যে খাদ্যে প্রোটিন বেশি - মসুর ডাল।
৭২. জন্ডিসে আক্রান্ত হয় - যকৃত।
৭৩. মনিটর কোন ধরনের ডিভাইস - আউটপুট ডিভাইস।
৭৪. ব্যাংকিং শিল্পে কোন ধরনের ডিভাইস ব্যবহ্নত হয় - এমআইসিআর।
৭৫. এমএস এক্সেল কোন ধরনের প্রোগ্ৰাম - ডাটাবেস প্রোগ্ৰাম।
৭৬. বিখ্যাত ই-কমার্স সাইট - দারাজ ডটকম,আমাজন ডটকম।
গণিত
গণিতের নিম্নোক্ত ধরনগুলো প্র্যাকটিস করতে পারেন। এছাড়া এই প্রকারের গণিতগুলো দেখতে পারেন - উৎপাদকে বিশ্লেষণ,সূচক,সেট,বীজ গণিতের সূত্র, অনুপাত-সমানুপাত,মিশ্রন,শতকরা, লাভক্ষতি,ঐকিক নিয়ম,পরিমিতি,ক্রিকোণোমিতি।
১. একটি পঞ্চভুজের সমষ্টি - ৬ সমকোণ।
২. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচগুণ ;সংখ্যা তিনটির গড় - ৪।
৩. A={1,2,3} , B=∅ হলে AUB = কত ? - {1,2,3}
৪. ৫জন শ্রমিক ৫দিনে ৫টি কাপড় বুনতে পারে।একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭জন শ্রমিকের কতদিন লাগবে - ৫দিন।
৫. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি ।সংখ্যাটি কত - ৭০।
৬. যদি a+b =2 ,ab= 1 হয় তবে aওb এর মান হবে - 1,1।
৭. a-1/a=3 হলে a³+1/a³= কত ? ১৮।
৮. f(x) =x³+kx³-6x+9; k এর মান কত হলে f(3) =0 হবে- (-2)।
৯. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গ মিটার হলে এর দৈর্ঘ্য কত ? ৫০।
১০. পিতা ,মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর।মাতার বয়স কত ? ৪১ বছর।
১১. একটি মিনারের পাদদেশে থেকে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৩০° হলে মিনারটির উচ্চতা কত - ২০/✓৩ মিটার।
১২. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল ।ক্ষতির শতকরা হার কত - ৫%।
১৩. ৫+৮+১১+১৪+....ধারাটির কোন পদ ৩০২ হবে - ১০০তম পদ।
১৪. ২০টি পুরস্কার মোট প্রতিযোগীর ৫%কে দেয়া হয় ও কেউই একটির বেশি পুরস্কার পায়নি ।প্রতিযোগী কত জন - ৪০০জন।
১৫. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ,ক্ষেএফল হবে - ✓3/4 a²।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন