WHAT'S NEW?
Loading...

বাংলাদেশের শীর্ষ টেস্ট পার্টনারশিপ

                                                               


প্রিয় ক্রিকেট ডটকমঃ টেস্ট ক্রিকেটকে বলা হয় পার্টনারশিপের খেলা। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে দারুণ এক পার্টনারশিপ গড়েন বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।এরফলে শুরুর ব্যাটিং বিপর্যয় এড়াতে সক্ষম হয় বাংলাদেশ। উল্লেখ্য টেস্ট ক্রিকেটের এযাবতকালের ইতিহাসে সবচেয়ে বড় পার্টনারশিপ গড়েন শ্রীলঙ্কার সাবেক দুই গ্ৰেট কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে (৬২৪রান, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা)। আসুন বাংলাদেশের শীর্ষ টেস্ট পার্টনারশিপগুলো দেখে নিই।


বাংলাদেশের শীর্ষ  টেস্ট পার্টনারশিপ 


টেস্ট ক্রিকেটে পার্টনারশিপ খুবই ভাইটাল একটি বিষয়। এখানে পার্টনারশিপ ছাড়া পাঁচদিন খেলায় টিকে থাকা কঠিন। আসুন বাংলাদেশের শীর্ষ টেস্ট পার্টনারশিপগুলো  দেখে নিই।


সাকিব - মুশফিক  ৩৫৯


বাংলাদেশের সবচেয়ে বড় টেষ্ট পার্টনারশিপ (৩৫৯রান) গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম (২০১৭),প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

তামিম - ইমরুল কায়েস ৩১২ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপ গড়েন (৩১২রান)তামিম ইকবাল ও ইমরুল কায়েস (২০১৫), প্রতিপক্ষ পাকিস্তান।


মুশফিক - লিটন ২৭২ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপ গড়েন(২৭২ রান) মুশফিকুর রহিম ও লিটন দাস(২০২২), প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


আশরাফুল-মুশফিক ২৬৭ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপ গড়েন (২৬৭রান)মোঃ আশরাফুল ও মুশফিকুর রহিম (২০১৩), প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


মুমিনুল-মুশফিক ২৬৬


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপ গড়েন (২৬৬রান) মুমিনুল হক ও মুশফিকুর রহিম(২০১৮), প্রতিপক্ষ জিম্বাবুয়ে।


মুমিনুল-শান্ত ২৪২ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপের রূপকার(২৪২রান) মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত (২০২১), প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

মুমিনুল-মুশফিক ২৩৬ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপের রূপকার (২৩৬রান) মুমিনুল হক ও মুশফিকুর রহিম (২০১৮), প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

সৌম্য - মাহমুদুল্লাহ ২৩৫ 


বাংলাদেশের অন্যতম সেরা একটি টেস্ট পার্টনারশিপের রূপকার (২৩৫ রান)সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ (২০১৯), প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

নামিবিয়ার প্রথম টিটুয়েন্টি সিরিজ জয়

                                                              প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে টিটুয়েন্টি সিরিজ জিতেছে নামিবিয়া। তুলনামূলকভাবে দুর্বল ক্রিকেটশক্তি নামিবিয়ার জন্য নিঃসন্দেহে এটি বড় এক রেকর্ড।এটিই কোন শক্তিশালী  প্রতিপক্ষের বিপক্ষে নামিবিয়ার প্রথম সিরিজ জয়ের রেকর্ড। জিম্বাবুয়ে সফররত নামিবিয়া জাতীয় দল স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয়লাভ করে। আসুন  নামিবিয়ার টিটুয়েন্টি রেকর্ড ও শীর্ষ টিটুয়েন্টি পারফরমারদের পরিসংখ্যান দেখে নিই।


নামিবিয়ার  টিটুয়েন্টি পরিসংখ্যান 

নামিবিয়া ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)  সদস্য হয়।এরপর ২০১৯ সালে নামিবিয়া প্রথম আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে। ইতিমধ্যে নামিবিয়া ৩৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৬টিতে জয় পেয়েছে ও ১২টি ম্যাচে পরাজিত হয়েছে। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে জেরার্ড ইরাসমাস নামিবিয়ার হয়ে সবচেয়ে বেশি রান(৯২৭রান) করেছেন। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে নামিবিয়ার সর্বোচ্চ উইকেট শিকারি জেন ফ্রাঙ্কলিন (৫১ উইকেট)।


নামিবিয়ার শীর্ষ টিটুয়েন্টি পারফরমার 


ক্রিকেটের নবীন সদস্য হলেও নামিবিয়ার হয়ে বেশকজন সেরা ব্যাটার চমৎকার টিটুয়েন্টি পারফরম্যান্স করছেন। নামিবিয়ার শীর্ষ পাঁচ টিটুয়েন্টি ব্যাটার ও বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।

শীর্ষ ব্যাটার 

১. জেরার্ড ইরাসমাস - ৩৮ ম্যাচে ৯২৭ রান।

২.ক্রেইগ উইলিয়ামস - ৩৫ ম্যাচে ৮০৫ রান।

৩.স্টিফেন বার্ড - ২৫ ম্যাচে ৬৬৫ রান।

৪. জেজে স্মিথ - ২৯ ম্যাচে ৫২৫ রান।

৫. জেপি কর্টজে - ১৮ ম্যাচে ৩৭৭ রান।শীর্ষ বোলার 

১.জেন ফ্রাঙ্কলিন -৩৫ ম্যাচে ৫১ উইকেট ।

২. বার্নাড স্কলজ - ৩৫ ম্যাচে ৩৯ উইকেট।

৩. জেজে স্মিথ -২৯ ম্যাচে  ৩১ উইকেট।

৪. ক্রিষ্টি ভিলজয়েন-১২ ম্যাচে ২০ উইকেট।

৫. জেরার্ড ইরাসমাস - ৩৮ ম্যাচে ১৯ উইকেট।আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

                                                         


প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী।প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে এই বিশেষ দিনে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেইসাথে এখানে কাজী নজরুল ইসলামের জীবন ও গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করছি।


জীবনী


১. কাজী নজরুল ইসলাম জন্মগ্ৰহন করেন - ২৫মে,১৮৯৯ খ্রিষ্টাব্দে।

২ ‌‌‌. কাজী নজরুল ইসলামের পিতা-মাতা - কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুন।

৩. কাজী নজরুল ইসলামের জাতীয়তা - ব্রিটিশ ভারতীয়(১৮৯৯-১৯৪৭), ভারতীয় (১৯৪৭-১৯৭৬),বাংলাদেশী (১৯৭২-১৯৭৬)।

৪. নজরুল বাকশক্তি হারান - ৪০ বছর বয়সে।

৫. নজরুলকে বাংলাদেশ সরকার কর্তৃক নাগরিকত্ব দেয়া হয় - ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারী।

৬. কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয় - ১৯৭২ সালে।

৭.নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট দেয়া হয় - ১৯৭৪ সালে।

৮. রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নজরুলকে ডিলিট দেয়া হয় - ১৯৬৯ সালে।

৯. ভারত সরকার নজরুলকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন - ১৯৬০।

১০. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নজরুলকে জগত্তারিণী পদক দেয় - ১৯৪৫ সালে।

১১. কাজী নজরুল ইসলাম একুশে পদক লাভ করেন - ১৯৭৬ সালে।

১২. বিবিসি'র বাংলা বিভাগ কর্তৃক (২০০৪) জরিপকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুল - তৃতীয়।

১৩.কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন - ২৯ আগষ্ট,১৯৭৬।


সৃষ্টিকর্ম 


১. বাংলা সাহিত্যে (কাব্য) সর্বপ্রথম প্রচুর আরবি ফারসি শব্দ ব্যবহার করেন - কাজী নজরুল ইসলাম।

২. নজরুল তাঁর যে গ্ৰন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন - সঞ্চিতা।

৩. নজরুলের যে গ্ৰন্থ প্রথম বাজেয়াপ্ত হয় - বিষের বাঁশি।

৪. কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ - ২৩টি।

৫. নজরুলের সর্বশেষ কাব্যগ্ৰন্থ - নির্ঝর।

৬. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পএিকা - ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ।

৭.নজরুলের যে সঙ্গীত বাংলাদেশ পদাতিক বাহিনীর 'রণসঙ্গীত' হিসেবে স্বীকৃত - চল্ চল্ চল্।

৮. নজরুল যে চলচ্চিত্রে অভিনয় করেন - ধ্রুব।

৯. 'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি  চিরকল্যাণকর /অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর'এই কবিতাংশের রচয়িতা - কাজী নজরুল ইসলাম।

১০. নজরুলের কবিতা সর্বপ্রথম প্রকাশিত হয় - বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।

১১. বাংলা ভাষায় কে একই সাথে ভজন, ইসলামী সঙ্গীত ও গজল রচনা করেন- কাজী নজরুল ইসলাম।

১২. নজরুলের উল্লেখযোগ্য প্রবন্ধগ্ৰন্থ - দুর্দিনের যাত্রী,যুগবাণী,রুদ্রমঙ্গল।

১৩. নজরুলের উল্লেখযোগ্য কাব্যগ্ৰন্থ - অগ্নিবীণা, নির্ঝর,সিন্দুহিন্দোল,বিষের বাঁশি, ভাঙার গান।

আইপিএলের পর জাতীয় দলে উমরান মালিক

                                                                
                                           ছবি: উমরান মালিকপ্রিয় ক্রিকেট ডটকমঃ আইপিএলে গতির ঝড় তোলা আলোচিত পেসার উমরান মালিক এবার ভারতের জাতীয় দলে ডাক পেলেন। কাশ্মীরে জন্ম নেয়া এই চৌকস  পেসার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় টিটুয়েন্টি দলে জায়গা পেয়েছেন। এছাড়া উমরান মালিক ছাড়াও প্রথমবার ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েছেন আরেক তারকা পেসার অশ্বদীপ সিং।


উমরান মালিকের ক্যারিয়ারচিত্র 


উমরান মালিক জম্মুকাশ্মীরে ফাষ্টক্লাস ক্রিকেট শুরু করেন । পরবর্তীতে ২০২১ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুযোগ পান। নিজের প্রথম আইপিএলেই গতির জন্য তিনি বেশ আলোচিত হন। এবারের আইপিএলেও এই পেসার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমৎকার বোলিং করেন।আর এরই ধারাবাহিকতায় এই পেসার এবার ভারতের টিটুয়েন্টি দলে ডাক পেলেন। উমরান মালিক ১টি লিষ্ট এ ম্যাচ খেলেছেন যেখানে তাঁর ১টি উইকেট রয়েছে। এছাড়া আইপিএলে ইতিমধ্যে ১৭ ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন এই পেসার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টিটুয়েন্টি স্কোয়াড 


আগামী ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টিটুয়েন্টি সিরিজ শুরু হবে।এই সিরিজটি ভারতে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টিটুয়েন্টি স্কোয়াড দেখে নিন।

কে এল রাহুল (অধিনায়ক),রিশব পন্ত(সহঅধিনায়ক),ঋতুরাজ গায়কোয়াড়,ইষাণ কিষাণ,দিপক হুদা,শ্রেয়াস আয়ার,দিনেশ কার্তিক,হ্নাদিক পান্ডিয়া,যুজবেন্দ্র চাহাল, ভেঙ্কটেশ আয়ার,কুলদীপ যাদব,অক্ষয় প্যাটেল,রবি বিষ্ণো,ভুবনেশ্বর কুমার,হার্শাল প্যাটেল,আভিস খান,অশ্বদীপ সিং, উমরান মালিক।

 

যেসব সেরা প্লেয়ারকে আইপিএল প্লেঅফে দেখা যাবে না

                                                     
                                        ছবি:শিকর ধাওয়ানপ্রিয় ক্রিকেট ডটকমঃ নিজের দল প্লেঅফে উঠতে ব্যর্থ হয়েছে তাই সেরা পারফরম্যান্স করেও অনেক সেরা প্লেয়ারকে এবারের আইপিএল প্লেঅফে দেখা যাবে না।এক্ষেত্রে ডেভিড ওয়ার্নার,কাগিছো রাবাদা,আন্দ্রে রাসেল,শিকর ধাওয়ানের নাম বিশেষভাবে বলতে হয়। যদিও এমনটি প্রতি আইপিএলেই ঘটে থাকে। উল্লেখ্য এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ার আজ (২৪মে)অনুষ্ঠিত হবে এবং ২৭মে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত  হবে । ২৯মে এবারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।আসুন দেখে নিই এবারের আইপিএলে সেরা পারফরম্যান্স করেও কোন সেরা প্লেয়ারদের প্লেঅফে দেখা যাবে না।


যেসব সেরা ব্যাটার  এবার প্লেঅফে নেই


যেসব সেরা ব্যাটারকে (শীর্ষ পাঁচ)এবারের আইপিএল প্লেঅফে দেখা যাবে না তাদের পরিসংখ্যান দেখে নিন।


শিকর ধাওয়ান 


শিকর ধাওয়ান এবার পাঞ্জাব কিংসের হয়ে ১৪ ম্যাচে ৪৬০ রান করেছেন।তাকেও এবারের আইপিএল প্লেঅফে দেখা যাবে না।

লিয়াম লিভিংস্টোন 


এবারের আইপিএলের প্রথম পর্বে দারুণ খেললেও পাঞ্জাবের ব্যাটার লিয়াম লিভিংস্টোনকে প্লেঅফে দেখা যাবে না ।লিয়াম লিভিংস্টোন এবার ১৪ ম্যাচ খেলে ৪৩৭ রান করেন।

ডেভিড ওয়ার্নার 


ডেভিড ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারও দারুণ ব্যাট করেছেন ।তবে দল প্লেঅফে উঠতে ব্যর্থ হওয়ায় তাকে প্লেঅফে দেখা যাবে না। উল্লেখ্য ওয়ার্নার এবারের আইপিএলে ১২ ম্যাচ খেলে ৪৩২ রান করেন।

ইশান কিষাণ 


এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স খুব বাজে পারফরম্যান্স করেছে যদিও তাদের ওপেনার ইষাণ কিষাণ ব্যাট হাতে সফল ছিলেন।ইষাণ কিষাণ এবার ১৪ ম্যাচ খেলে ৪১৮ রান করেছেন।

শ্রেয়াস আয়ার 


কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকেও এবার আইপিএলের প্লেঅফে দেখা যাবে না।আয়ার এবার আইপিএলে ১৪ ম্যাচ খেলে মোট ৪০১ রান করেন।

যেসব সেরা বোলার  এবার প্লেঅফে নেই 


দল প্লেঅফে উঠতে পারেনি তাই এবারের আইপিএলে বেশকজন সেরা বোলারকে প্লেঅফে দেখা যাবে না।যেসব সেরা বোলারকে (শীর্ষ পাঁচ) এবার আইপিএল প্লেঅফে দেখা যাবে না তাদের পরিসংখ্যান দেখে নিন।

কাগিছো রাবাদা 


কাগিছো রাবাদা এবার পাঞ্জাব কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স করেন।তবে এই পেসার কেও প্লেঅফে দেখা যাবে না।রাবাদা এবার ১৩ ম্যাচ খেলে ২৩টি উইকেট নেন।


উমরান মালিক 


তরুণ পেসার উমরান মালিক এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমৎকার বোলিং করেন।তবে তাকেও এবারের আইপিএল প্লেঅফে দেখা যাবে না। উমরান মালিক ১৪ ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছেন।


কুলদীপ যাদব 


কুলদীপ যাদব এবারের আইপিএলের অন্যতম সেরা বোলার। তবে তাকেও প্লেঅফে দেখা যাবে না।কুলদীপ যাদব ১৪ ম্যাচ খেলে ২১টি উইকেট শিকার করেন।আন্দ্রে রাসেল 


আন্দ্রে রাসেল কেকেআরের হয়ে যথারীতি এবারও চমৎকার বোলিং করেন।তবে তাকেও প্লেঅফে দেখা যাবে না। রাসেল এবারের আইপিএলে ১৪ ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন।

ডোয়াইন ব্রাভো 


চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলের প্লেঅফে উঠতে পারেনি তাই চেন্নাইয়ের বোলার  ডোয়াইন ব্রাভোকে এবার আইপিএল প্লেঅফে দেখা যাবে না। উল্লেখ্য ব্রাভো এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন।


ওয়েস্ট ইন্ডিজ সফরের টাইগার টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি স্কোয়াড

                                                               
                                       ছবি: এনামুল হক বিজয়


প্রিয় ক্রিকেট ডটকমঃ আসন্ন ওয়েষ্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের টেষ্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। টেস্ট দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।তবে হজ পালনের জন্য মুশফিকুর রহিম এই সফরে নেই। এছাড়া ওয়ানডে ও টিটুয়েন্টি দলে ফিরেছেন এনামুল হক বিজয় ও মোঃ সাইফুদ্দিন। ডিপিএলে চমৎকার পারফরম্যান্স করায় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় প্রায় তিনবছর পর জাতীয় দলে ফিরলেন। উল্লেখ্য আগামী ৫জুন ২টেষ্ট,৩ ওয়ানডে ও ৩ টিটুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল ওয়েষ্ট ইন্ডিজ সফরে যাবে।


ওয়েস্ট ইন্ডিজ সফরের টাইগার টেস্ট স্কোয়াড 


আসন্ন ওয়েষ্ট ইন্ডিজ সফরের জন্য টাইগার টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। পেসার মুস্তাফিজুর রহমান টাইগার টেষ্ট স্কোয়াডে ফিরেছেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ওয়েষ্ট ইন্ডিজ সফরের টেস্ট দলেও রয়েছেন ।এই সফরের টাইগার টেস্ট স্কোয়াডে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুমিনুল হক,লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। এছাড়া  বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রয়েছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।বিশেষজ্ঞ পেসার হিসেবে টেস্ট স্কোয়াডে রয়েছেন মুস্তাফিজুর রহমান,ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা ও শহিদুল ইসলাম। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। উইন্ডিজ সফরের টাইগার টেস্ট স্কোয়াড দেখে নিন।

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত,লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ,ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।


ওয়েস্ট ইন্ডিজ সফরের টাইগার ওয়ানডে স্কোয়াড 


ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এনামুল হক বিজয় ও মোঃ সাইফুদ্দিন ওয়ানডে দলে ফিরেছেন ।এই সফরের ওয়ানডে দলে বিশেষজ্ঞ ব্যাটার রয়েছেন ১০জন ।বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন ৩জন।বিশেষজ্ঞ পেসার হিসেবে রয়েছেন ৫জন। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ২জন।উইন্ডিজ সফরের ওয়ানডে স্কোয়াড দেখে নিন।


তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী, মাহমুদুল্লাহ রিয়াদ,আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসেন,কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান,ইবাদত হোসেন,নাসুম আহমেদ, মোঃ সাইফুদ্দিন, এনামুল হক বিজয়।


ওয়েস্ট ইন্ডিজ সফরের টাইগার টিটুয়েন্টি স্কোয়াড 


আসন্ন ওয়েষ্ট ইন্ডিজ সফরের জন্য টাইগার টিটুয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। টিটুয়েন্টি স্কোয়াডে মোঃ সাইফুদ্দিন ও এনামুল  হক বিজয় যুক্ত হয়েছেন।তবে তামিম ইকবাল এই সফরের টিটুয়েন্টি স্কোয়াডেও নেই। এছাড়া তরুণ মুনিম শাহরিয়ার টিটুয়েন্টি স্কোয়াডে রয়েছেন।এই সফরের টিটুয়েন্টি স্কোয়াডে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রয়েছেন ৯জন।বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন ৩ জন।উইন্ডিজ সফরের টিটুয়েন্টি স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার হিসেবে রয়েছেন ৪জন।উইন্ডিজ সফরের টাইগার টিটুয়েন্টি স্কোয়াড দেখে নিন।

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক),মুনিম শাহরিয়ার,লিটন দাস, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়,আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী,শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম,নাসুম আহমেদ, মোঃ সাইফুদ্দিন।


টাইগার অনুর্ধ্ব ১৯ এর কোচ হচ্ছেন স্টুয়াট ল ও ওয়াসিম জাফর

                                                            


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন স্টুয়ার্ট ল ও ওয়াসিম জাফর(সূত্র:ঢাকাপোষ্ট)। স্টুয়ার্ট ল দুই বছরের চুক্তিতে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন। একই টিমের ব্যাটিংকোচের দায়িত্ব নিতে আসছেন ওয়াসিম জাফর। উল্লেখ্য স্টুয়ার্ট ল এর আগে একসময় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ল কোচ থাকাকালীন সময়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল। ওয়াসিম জাফর এর আগে বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।স্টুয়ার্ট লর ক্যারিয়ার 

স্টুয়ার্ট ল অষ্ট্রেলিয়ায় জন্মগ্ৰহনকারী সাবেক ক্রিকেটার। সাবেক এই অষ্ট্রেলিয়ান ক্রিকেটার  কোচ হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছেন।

ক্যারিয়ার 


স্টুয়ার্ট ল  ১টি টেস্ট,৫৪টি ওয়ানডে ও ৩৬৭টি ফাষ্টক্লাস ম্যাচ খেলেছেন যেখানে তাঁর রানসংখ্যা যথাক্রমে ৫৪,১,২৩৭ ও ২৭,০৮০। এছাড়া সাবেক এই অষ্ট্রেলিয়ান ক্রিকেটার বল হাতে ১২টি ওয়ানডে ও ৮৩টি ফাষ্টক্লাস উইকেট নিয়েছেন।

কোচিং ক্যারিয়ার 


স্টুয়ার্ট ল ২০০৯ সালে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। সাবেক এই অষ্ট্রেলিয়ান ক্রিকেটার ২০১১ সালে বাংলাদেশের হেডকোচ নিযুক্ত হন।২০১৭ সালে স্টুয়াট ল ওয়েস্ট ইন্ডিজের হেডকোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ল ইংল্যান্ডের কাউন্টি দল মিডলসেকসের কোচের দায়িত্ব পালন করেন।


ওয়াসিম জাফরের ক্যারিয়ার  


ওয়াসিম জাফর ভারতের সাবেক টপঅর্ডার ব্যাটার। এছাড়া কোচ হিসেবে তাঁর বেশ সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে।

 ক্যারিয়ার 

ওয়াসিম জাফর ভারতের সাবেক টেস্ট ওপেনার  । তিনি ভারতের হয়ে ৩১টি টেস্ট ,২টি ওয়ানডে খেলে মোট ১,৯৫৪ রান করেন। এছাড়া এই সাবেক ওপেনার ২৬০টি ফাষ্টক্লাস ম্যাচ খেলে মোট ১৯,৪১০ রান সংগ্রহ করেন।এই ওপেনার বর্তমানে ভারতের রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বাধিক রানের মালিক ।


কোচিং ক্যারিয়ার 


অবসরের পর ওয়াসিম জাফর কোচিংয়ের সাথে যুক্ত হন। সাবেক এই ওপেনার একসময় বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের ব্যাটিং কোচ ছিলেন। এছাড়া ওয়াসিম জাফর ভারতের উওরাখন্ড ক্রিকেট টিম ও ওড়িশা ক্রিকেট টিমের হেডকোচের দায়িত্ব পালন করেন। ওয়াসিম জাফর একসময়  আইপিএল টিম কিংস ইলিভেন পাঞ্জাবের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন।


এবারের আইপিএলের প্লেঅফের চার টিম দেখে নিন

                                                              


প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের আইপিএলের প্লেঅফের চারটিম চূড়ান্ত হয়ে গেল।লিগপর্বের খেলা শেষ হওয়ার আগেই চারটি টিম (গুজরাট টাইটানস, লক্ষ্মৌ সুপার জায়ান্টস,আরসিবি, রাজস্থান রয়্যালস) প্লেঅফ নিশ্চিত করেছে।।আর এই চারটিমের যেকোন দুটি টিম এবারের (২০২২) আইপিএলের ফাইনালে অংশ নেবে। আসুন ২০২২ আইপিএলের প্লেঅফের চারটিমের সামগ্ৰিক পারফরম্যান্সচিএ দেখে নিই।


২০২২ আইপিএলের প্লেঅফের চার টিম 


এবারের আইপিএলে শেষপর্যন্ত ব্যাটবলের লড়াই বেশ জমেছে।যদিও এবার নতুন দুই টিম গুজরাট টাইটানস ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস কিছুটা চমক দেখাতে সক্ষম হয়েছে। এছাড়া গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবার খুব বেশি সুবিধা করতে পারেনি।এর বাইরে ফেবারিট টিমগুলোর মধ্যে দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস শেষপর্যন্ত প্লেঅফে উঠতে ব্যর্থ হয়েছে।২০২২ আইপিএলের প্লেঅফের চার টিমের সামগ্ৰিক পারফরম্যান্স ও অন্যান্য এখানে তুলে ধরছি।


গুজরাট টাইটানস 


এবারের আইপিএলের নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস নিজেদের প্রথম আসরেই চমক সৃষ্টি করেছে।পুরো আইপিএলজুড়ে চমৎকার ক্রিকেট উপহার দিতে সক্ষম হয়েছে দলটি। গুজরাট টাইটানসের সর্বশেষ পারফরম্যান্সচিএ দেখে নিন।

মোট ম্যাচ - ১৪ 

জয় - ১০

পরাজয় - ৪ 

পয়েন্ট - ২০

সেরা ব্যাটার - হ্নাদিক পান্ডিয়া (১৩ ম্যাচে ৪১৩ রান)
সেরা বোলার - রশিদ খান (১৪ ম্যাচে ১৮ উইকেট)।


রাজস্থান রয়্যালস 


রাজস্থান রয়্যালস এবার দারুণ ক্রিকেট উপহার দিতে সক্ষম হয়েছে।জস বাটলার,যুজবেন্দ্র চাহালরা এবার রাজস্থান রয়্যালসকে চমৎকার সাপোর্ট দিচ্ছেন। রাজস্থান রয়্যালসের সর্বশেষ পারফরম্যান্সচিত্র দেখে নিন।

মোট ম্যাচ - ১৪ ম্যাচ 

জয় - ৯ 

পরাজয় - ৫ 

পয়েন্ট - ১৮ 

সেরা ব্যাটার - জস বাটলার (১৪ ম্যাচে ৬২৯ রান)
সেরা বোলার - যুজবেন্দ্র চাহাল (১৪ ম্যাচে ২৬ উইকেট)।


লক্ষ্মৌ সুপার জায়ান্টস 


এবারের আইপিএলের অন্যতম বড় চমক হচ্ছে নবাগত টিম লক্ষ্মৌ সুপার জায়ান্টসের প্লেঅফে উঠতে পারা।লক্ষ্মৌ সুপার জায়ান্টস এবারের আইপিএলের শুরু থেকেই চমৎকার ক্রিকেট খেলছে।লক্ষ্মৌ সুপার জায়ান্টসের সর্বশেষ পারফরম্যান্সচিত্র দেখে নিন।

মোট ম্যাচ - ১৪ 

জয় - ৯ 

পরাজয় - ৫ 

পয়েন্ট - ১৮

সেরা ব্যাটার - কে এল রাহুল (১৪ ম্যাচে ৫৩৭ রান)
সেরা বোলার - আভিস খান (১২ ম্যাচে ১৭ উইকেট)।


আরসিবি 


আরসিবি (রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)এবারের আইপিএলে যথারীতি চমৎকার ক্রিকেট উপহার দিতে সক্ষম হয়েছে।ডু প্লেসিস,বিরাট কোহলি,ওয়ানিন্দু হাসারাঙ্গাদের দারুণ পারফরম্যান্স এই  দলটিকে প্লেঅফে উঠতে সহায়তা করেছে।আরসিবির সর্বশেষ পারফরম্যান্সচিত্র দেখে নিন।

মোট ম্যাচ - ১৪ 

জয় -৮ 

পরাজয় - ৬ 

পয়েন্ট -১৬


সেরা ব্যাটার - ফাফ ডু প্লেসিস (১৪ ম্যাচে ৪৪৩ রান)
সেরা বোলার - ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৪ ম্যাচে ২৪ উইকেট)।


৪৪তম বিসিএস প্রিলিমিনারি মডেল সাজেশন

                                                       

প্রিয় ক্রিকেট ডটকমঃ ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আর খুব বেশি দূরে নয়। এখানে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটি মডেল সাজেশন (উওরসহ) তুলে ধরা হলো।


বাংলা 


১. 'সখ্যতা' শব্দটি যে কারণে অশুদ্ধ - প্রত্যয় দ্বিত্ব দোষ।
২. শুদ্ধ বানান - অভ্যন্তরীণ,বিদ্বজ্জন, উল্লিখিত,ন্যূনাধিক।
৩. Census ও Delegate এর বাংলা অর্থ যথাক্রমে - আদমশুমারি ও প্রতিনিধি।
৪.Goods ও Hygiene এর বাংলা অর্থ যথাক্রমে - পণ্য ও স্বাস্থ্যবিদ্যা।
৫. আকাশ শব্দের সমার্থক  - গগণ,নভঃ,অন্ত্যরীক্ষ,অম্বর।
৬. বৃক্ষ শব্দের সমার্থক - পাদপ,তরু,বিটপী,শাখী,গাছ।
৭. উদ্ধত এর বিপরীত বিনীত।হরণ এর বিপরীত পূরণ।
৮. কোনগুলো পরাশ্রয়ী ধ্বনি -ং,ঃ, ঁঁ 
৯.  কোনগুলো অন্তঃস্থ ধ্বনি - য,র,ল,ব।
১০. কোনগুলো স্বরসঙ্গতির উদাহরণ - দেশি>দিশি,বিলাতি>বিলিতি।
১১. কোনটি অভিশ্রুতির উদাহরণ - বলিয়া>বলে।
১২. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি - ৭টি।
১৩. বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ - ৮টি।
১৪. বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা - ৫টি।
১৫. স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি - ৬টি।
১৬. কোনগুলো অর্ধতৎসম শব্দ - সুরুজ,পরাণ, জোছনা,যতন।
১৭. বাংলা ভাষায় শব্দ সাধন হয়না যে উপায়ে - লিঙ্গ পরিবর্তন দ্বারা।
১৮. কোনগুলো যোগরূঢ় শব্দ - পঙ্কজ,সরোজ,মহাযাত্রা,জলদ।
১৯. কোনগুলো ফারসি শব্দ - আইন,সালিশ,রসিদ,রাস্তা,সাজা, সরকার।
২০. কোনগুলো পর্তুগিজ শব্দ - আনারস,আলপিন,চাবি,বালতি,পেয়ারা।
২১. নিশা ও সর্বজন শব্দদুটির বিশেষণ যথাক্রমে - নৈশ ও সর্বজনীন।
২২. একটি আদর্শ ব্যাকরণের কয়টি গুণ থাকা আবশ্যক - ৩টি।
২৩. তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি 'এটি কোন ধরনের বাক্য - যৌগিক বাক্য।
২৪. ডুবন্ত,উক্তি,কর্তব্য শব্দগুলোর প্রকৃতিপ্রত্যয় - ✓ডুব্+অন্ত,✓বচ্+ক্তি,✓কৃ+তব্য।
২৫. চর্যাপদের রচনাকাল - সপ্তম থেকে দ্বাদশ শতক।
২৬. মধ্যযুগের বাংলা সাহিত্যকে প্রধানত কত ধরনের - দুই ধরনের (মৌলিক ও অনুবাদমূলক)
২৭. বাংলা সাহিত্যের চৈতন্য যুগ - ১৫০১-১৬০০ খ্রিষ্টাব্দ।
২৮. কোনগুলো অন্ধকার যুগের বাংলা সাহিত্য - শূন্যপুরাণ,সেক শুভদয়া।
২৯. গীতগোবিন্দ কোন ভাষায় রচিত - ব্রজবুলি।
৩০. পদাবলী সাহিত্যের প্রথম কবি - চন্ডিদাস।
৩১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কয় খন্ডে বিভক্ত - ১৩ খন্ডে।
৩২. অন্নদামঙ্গল কাব্য কয় খন্ডে বিভক্ত - ৩খন্ডে।
৩৩. রামায়ণ কয় খন্ডে বিভক্ত - ৭ খন্ড।
৩৪. মহাভারত কয় খন্ডে বিভক্ত - ১৮ খন্ড।
৩৫. বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে - ফোর্ট উইলিয়াম কলেজ।
৩৬. কথোপকথন,ইতিহাসমালা কার রচনা - উইলিয়াম কেরি।
৩৭. বত্রিশ সিংহাসন কার রচনা - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
৩৮. ময়মনসিংহ গীতিকার সংগ্ৰাহক - ড. দিনেশচন্দ্র সেন।
৩৯. বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা - সংবাদ প্রভাকর।
৪০.দিকদর্শন ও সমাচার দর্পণ এর সম্পাদক ছিলেন - জেসি মার্শম্যান।
৪১. সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন - ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৪২. আলমনগরের উপকথা' কার লেখা - শামসুদ্দিন আবুল কালাম।
৪৩. অবিশ্বাস্য,শবনম ' কার লেখা উপন্যাস- সৈয়দ মুজতবা আলী।
৪৪. মীর মশাররফ হোসেনের গাজী মিয়াঁর বস্তানী কোন ধরনের উপন্যাস -আত্মজীবনীমূলক।
৪৫.মুনীর চৌধুরীর উল্লেখযোগ্য নাটক - রক্তাক্ত প্রান্তর,কবর,দন্ডকারণ্য।
৪৬.'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' ও 'বিলাতে সাড়ে সাতশ দিন' গ্ৰন্থের লেখক - মুহম্মদ আবদুল হাই।
৪৭. সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন - মোহাম্মদ নাসির উদ্দিন।
৪৮.' আমার দেশের মাটির গন্ধে ' ও ' অশ্রু দিয়ে লেখা এ গান' - এর গীতিকার- মোহাম্মদ মনিরুজ্জামান।
৪৯. উওম পুরুষ,প্রসন্ন পাষাণ উপন্যাসের লেখক - রশিদ করিম।
৫০. বেদান্ত গ্ৰন্থ,গৌড়ীয় ব্যাকরণ গ্ৰন্থদুটির লেখক - রাজা রামমোহন রায়।
৫১. পদ্মরাগ উপন্যাসের লেখক - রোকেয়া সাখাওয়াত হোসেন।
৫২. পিঙ্গল আকাশ,উত্তরের খেপ উপন্যাসের লেখক - শওকত আলী।
৫৩. ক্রিতদাসের হাসি,নেকড়ে অরণ্য,জলাংগী উপন্যাসের লেখক - শওকত ওসমান।
৫৪. 'উত্তরাধিকার' কার লেখা কাব্যগ্ৰন্থ - শহীদ কাদরী।
৫৫. পেশোয়ার থেকে তাসকন্দ ,রাজবন্দীর রোজনামচা কার লেখা গ্ৰন্থ - শহীদুল্লাহ কায়সার।
৫৬. রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন -২বার।
৫৭. রবীন্দ্রনাথ যেসব পত্রিকার সম্পাদক ছিলেন- সাধনা,ভারতী,বঙ্গদর্শন,তত্ত্ববোধিনী।
৫৮. নজরুলের কাব্যসংকলন - সঞ্চিতা।
৫৯. শামসুর রাহমানের উলেখ্যযোগ্য কাব্যগ্ৰন্থ - রৌদ্র করোটিতে,বন্দি শিবির থেকে,বিধ্বস্ত নীলিমা।
৬০. শামসুর রাহমানের আত্মস্মৃতি -স্মৃতির শহর,কালের ধুলোয় লেখা।
৬১. সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য কাব্যগ্ৰন্থ - ছাড়পত্র, হরতাল।
৬২. তন্বী,উত্তর ফাল্গুনী,অর্কেষ্ট্রা কার লেখা কাব্যগ্ৰন্থ - সুধীন্দ্রনাথ দত্ত।
৬৩. একাত্তরের ডায়েরী কার লেখা গ্ৰন্থ - সুফিয়া কামাল।
৬৪. সুফিয়া কামালের জন্ম - ১৯১১ সালের ২০জুন, শায়েস্তাবাদ , বরিশাল।
৬৫.একক সন্ধ্যায় বসন্ত কার লেখা কাব্যগ্ৰন্থ - সৈয়দ আলী আহসান।
৬৬. তরঙ্গভঙ্গ,সুড়ঙ্গ কার লেখা নাটক - সৈয়দ ওয়ালীউল্লাহ।
৬৭. সৈয়দ শামসুল হকের জন্ম - ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর,কুঁড়িগ্ৰামে।


ইংরেজি 


১. He is a better worker than I.Here 'better' is - Adjective.
২. What is the adjective of the word'heart'- heartfelt.
৩. _ research is needed to prove this to be true.(Huge)
৪. Plural of 'photo'- photos.
৫. Plural of'datum' -data.
৬. 'They have little money' means - They have almost no money.
৭. Example of feminine gender- Abbess, Duchess, Fisherman,Tutress, Seamstress.
৮. Muna can't type well,and her sister_.(can't either)
৯. I would tell you the answer if I _ what it was. (knew)
১০.' Take one to tasks ' means  rebuke.
১১. 'Fag end' means - the last part.
১২. ''A fish out of water' means - uneasy state.
১৩.' A red letter day' means - A memorable day.
১৪. 'To break the ice' means - to be the first to begin.
১৫. Instead of 'distribute' we can say - Give away.
১৬. The word'misogynist' means - one who hate women.
১৭. The term' lingua franka' is related to - language.
১৮. A Bangladeshi living in London is a/an - expatriate.
১৯. A short journey for pleasure - Jaunt.
২০. The Neoclassical period is - 1660-1798.
২১. Which is the Romantic period - 1798-1832.
২২. Writer of the book' The Outsider' is - Albert Camus.
২৩. Who wrote'The Adventures of Tom Sawyer' - Mark Twain.
২৪. 'A  Passage to India ' is written by - E.M.Forster.
২৫. Who wrote 'Riders to the Sea' - J.M.Synge.
২৬. Earnest Hemingway is a famous - American Novelist.
২৭. ' Our sweetest songs are those that tell of a sadest thought' - is a quotation from Shelley's - Ode to a Skylark.
২৮. Brutus is a famous character of Shakespeare in - Julius Caesar.
২৯. 'Canto' means - a part of a long poem.
৩০. 'Dirge ' means - a funeral hymn,a song expressing grief.
৩১.' Epilogue' means - A poem or speech at the end of a play.
৩২. 'Hymn' means - Song in praise of God.
৩৩. 'Rumel is as brave as a tiger.' It is  an example of - Simile.
৩৪. 'Stanza' means - a division of a poem.
৩৫. 'Malvolia' is a great clown in - Twelfth night.
৩৬. 'Man is by nature a political animal' - is stated by - Aristotle.
৩৭. 'Nineteen Eighty Four' is written by - George Orwell.
৩৮.'Arms and the man' and  'Man and Superman' is written by - G.B.Shaw.
৩৯. Who wrote ' Human Knowledge' - Bertrand Russell.
৪০. Who wrote the book 'Education and the social order' - Bertrand Russell.
৪১. 'Reading maketh a full man, conference a ready man,and writing an exact man' is stated by - Francis Bacon.
৪২. The people are the masters' is stated by - Edmund Burke.
৪৩. 'Heard melodies are sweet ,but those unheard are sweeter' is written by - John Keats.
৪৪. 'If winter comes,can Spring be far behind' is written by - P.B.Shelley.
৪৫. They think too little who talk much ' is stated by - Dryden.
৪৬. William Wordsworth is pre-eminently - a poet of nature.
৪৭. 'History of the II world war' is written by - Winston Churchill.
৪৮. Who wrote the poem 'The Hollow men' - T.S.Eliot.
৪৯. Virginia Woolf was a - 20th century Novelist.
৫০. Tooth:Gum::Eye:? - Socket.
৫১. Forest:Trees:Lawn:? - Grass.
৫২. Study of snakes - serpentology.
৫৩. Written by light - Photograph.
৫৪. Study of nerves - Neurology.
৫৫. When a person writes the story of his/her own life it is called - an autobiography.
৫৬. Who wrote the Introduction to Rabindranath Tagore's Songs offerings - W.B.Yeats.
৫৭. Ballad is - a kind of short narrative poem.
৫৮. Large scale departure of people - Exodus.
৫৯. 'To be ,or not to be , that is the question' is a famous dialogue from - Hamlet.
৬০. 'Gerontion' is a poem by - T.S.Eliot.
৬১. Funny poem of five lines is called - Limerick.
৬২. P.B.Shelley's 'Adonais' is an elegy on the death of - John Keats.
৬৩. Who wrote the novel 'The stranger ' - Albert Camus.
৬৪. Who wrote the novel ' Around the world in eighty days' - Jules Verne.
৬৫. Who wrote the novel 'Beloved' - Toni Morrison.
বাংলাদেশ বিষয় 


১. বাংলাদেশের সর্বমোট সীমারেখা - ৫১৩৮কিমি।
২.বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য - ৭১৬ কিমি।
৩. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল।
৪. আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান - ৯৩তম।
৫. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য - ৪৪৫মাইল।
৬. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই - বান্দরবান।
৭. দহগ্ৰাম ও আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত - লালমনিরহাট।
৮. বাংলাদেশ গার্মেন্টস ও ঔষধ শিল্পপার্ক কোথায় অবস্থিত - গজারিয়া, মুন্সীগঞ্জ।
৯. বাংলাদেশ মুদ্রণ ও প্লাষ্টিক শিল্পনগরী কোথায় অবস্থিত - সিরাজদিখান।
১০.বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু - সিলেট।
১১. তিতাস নদী কোথায় অবস্থিত - ব্রাম্মণবাড়িয়া।
১২. মুক্তিযুদ্ধের সময় রংপুর, দিনাজপুর ছিল - ৬নং সেক্টরে।
১৩. মুক্তিযুদ্ধের সময় চট্টগ্ৰাম ছিল - ১নং সেক্টরে।
১৪. বাংলাদেশের মৎস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত- ময়মনসিংহে।
১৫.পদ্মার উৎপত্তি - হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে।
১৬. বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি - ৭টি।
১৭. বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে - সুপ্রীম কোর্টকে।
১৮.সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ কে করেন - রাষ্ট্রপতি।
১৯. রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির মেয়াদ পালন করবেন - স্পিকার।
২০. মূলনীতিসমূহ সংবিধানের কোন অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে - ৮ নং অনুচ্ছেদে।
২১. 'গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার' সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে- ১১নং অনুচ্ছেদে।
২২. 'আইনের আশ্রয় লাভের অধিকার' সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে- ৩১নং অনুচ্ছেদে।
২৩. 'সমাবেশের স্বাধীনতা' সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে - ৩৭ নং অনুচ্ছেদে।
২৪. 'পেশা ও বৃত্তির স্বাধীনতা' সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে- ৪০ নং অনুচ্ছেদে।
২৫.বাংলাদেশ সংবিধানের 'অর্থবিল' এর উল্লেখ্য আছে - ৮১নং অনুচ্ছেদে।
২৬. সরকারী কর্মকমিশন প্রতিষ্ঠার উল্লেখ আছে - সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে।
২৭.নারী ও পুরুষের সমান অধিকারের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে- ২৮নং অনুচ্ছেদের ২ধারা।
২৮. উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু করেন - লর্ড ক্যানিং।
২৯. উপমহাদেশের প্রথম গভর্নর ছিলেন - লর্ড ক্লাইভ।
৩০. বঙ্গভঙ্গ রদ করেন - লর্ড হার্ডিঞ্জ।
৩১. দি ব্লাড টেলিগ্ৰাম গ্ৰন্থের লেখক - গ্যারি জে ব্যাস।
৩২. বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত - কুষ্টিয়া গ্ৰেড।
৩৩. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড কোথায় অবস্থিত - সিলেটের ফেঞ্চুগঞ্জে।
৩৪. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডে উৎপাদিত সারের নাম - ইউরিয়া ও এএসপি।
৩৫. বাংলাদেশের দীর্ঘতম নদী - মেঘনা।
৩৬. সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত দ্বীপ - সোনাদিয়া দ্বীপ।
৩৭. দক্ষিণ তালপট্টি দ্বীপ  অবস্থিত - সাতক্ষীরায়।
৩৮. নির্মল চর অবস্থিত - রাজশাহীতে।
৩৯. চর আলেকজান্ডার,চর গজারিয়া অবস্থিত - লক্ষীপুরে।
৪০. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী - নাফ।
৪১. বাংলাদেশের যে নদীতে সবচেয়ে বেশি চর রয়েছে - যমুনা।
৪২. সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী - হাড়িয়াডাঙ্গা।
৪৩. মনু নদীর উৎপত্তি - মিজোরামের পাহাড় থেকে।
৪৪. পদ্মা ও মেঘনার মিলনস্থল - চাঁদপুর।
৪৫.গোপালগঞ্জ যে নদীর তীরে অবস্থিত - মধুমতি।
৪৬. নারায়ণগঞ্জ ও ব্রাম্মণবাড়িয়া যথাক্রমে যে নদীর তীরে অবস্থিত - শীতলক্ষ্যা ও তিতাস।
৪৭.চলনবিল বাংলাদেশের যে অঞ্চলে অবস্থিত - রাজশাহী-পাবনা।
৪৮. বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ - পুন্ড্র।
৪৯. কৌটিল্য কার নাম - প্রাচীন অর্থশাস্ত্রবিদ।
৫০. অশোক যে বংশের সম্রাট ছিলেন - মৌর্য।
৫১. যে তুই প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত- গুপ্তযুগ।
৫২. শশাঙ্কের রাজধানী ছিল - কর্ণসুবর্ণ।
৫৩. মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন - আলাউদ্দিন খলজি।
৫৪. ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা - বাবর।
৫৫. গ্ৰ্যান্ডট্রাঙ্ক রোডের নির্মাতা - শেরশাহ।
৫৬. যে শাসনামলে সমগ্ৰ বাংলাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে অভিহিত হয় - মুসলিম শাসনামলে।
৫৭. ইউরোপ থেকে জলপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় - ১৪৯৮ খ্রিষ্টাব্দে।
৫৮. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম আসে - পর্তুগীজরা।
৫৯. ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬০. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় - মেহেরপুরে।
৬১. বাংলাদেশ যে সংস্থাগুলোর সদস্য নয় - নাফটা, আশিয়ান,ওপেক,ন্যাটো।
৬২. 'তিনাম ঝর্ণা' অবস্থিত - বান্দরবান।
৬৩. আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা - স্যার সৈয়দ আহমেদ।
৬৪. বাংলাদেশের সিলেট অঞ্চলের বিখ্যাত বাউল ও লোককবি - হাসনরাজা,শাহ আব্দুল করিম।
৬৫. পাঁচ বিবির মাজার অবস্থিত - সোনারগাঁও।
৬৬. দোয়েল চত্বর ও শিশুপার্কের স্থপতি যথাক্রমে  -আজিজুল জলিল পাশা ও শামসুল ওয়ারেস।
৬৭. গম মূলত - শীতকালীন ফসল।
৬৮. বাংলাদেশের প্রথম জিআই পণ্য - জামদানি।
৬৯. বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোর মধ্যে কোন খাতগুলোতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় - কৃষি ও সেবাখাত।

 


আন্তর্জাতিক বিষয় ১. শ্রীলঙ্কার মুদ্রার নাম - রুপি।
২. ইসলামী উন্নয়ন ব্যাংক গঠিত হয় - ১৯৭৫ সালের ,২০ অক্টোবর।
৩. ফারাক্কা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত - পঞ্চিমবঙ্গ।
৪. যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ - সিনেট।
৫.ইন্টারপোল প্রতিষ্ঠা ও সদরদপ্তর - ১৯২৩ সালে , সদরদপ্তর ফান্সের লিও।
৬. রো (RAW) কোন দেশের গোয়েন্দা সংস্থা - ভারত।
৭. সিআইএ কোন দেশের গোয়েন্দা সংস্থা - যুক্তরাষ্ট্র।
৮. অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের সদরদপ্তর - লন্ডন।
৯. নাফটাভুক্ত দেশ কোনগুলো - মেক্সিকো,কানাডা ও যুক্তরাষ্ট্র।
১০. আফটাভুক্ত দেশ কয়টি - আশিয়ানভুক্ত ১০টি দেশ।
১১. এডিবির প্রধান কার্যালয় - ম্যানিলা।
১২. আইডিবি (IDB) এর সদরদপ্তর - জেদ্দা, সৌদিআরব।
 ১৩. ন্যাটোর বর্তমান সদস্যসংখ্যা ও সদরদপ্তর - ৩০ ও সদরদপ্তর ব্রাসেলস, বেলজিয়াম।
১৪. ন্যাটোর অফিসিয়াল ভাষা - ইংরেজি ও ফ্রেন্স।
১৫. ইউরোপের বাইরে ন্যাটোর প্রথম মিশন - ২০০৩ সালে আফগানিস্তানে।
১৬. বিমসটেকের সদস্যসংখ্যা - ৭।
১৭. বিমসটেক প্রধানত কতগুলো উন্নয়ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দেয় - ১৪টি।
১৮. সার্ক জ্বালানি কেন্দ্র কোথায় অবস্থিত - পাকিস্তান।
১৯. বর্তমানে শীর্ষ দুর্নীতিগ্ৰস্ত দেশ - দক্ষিণ সুদান ও সোমালিয়া।
২০. ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (IPU) এর বর্তমান প্রেসিডেন্ট - দুয়ার্তে পাচেকো।
২১. আন্তর্জাতিক ভ্যাকসিন ইনষ্টিটিউট - সিউল, দক্ষিণ কোরিয়া।
২২. সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া ইউক্রেনকে কয়টি শর্ত দিয়েছে - ৪টি।
২৩. বর্তমানে স্বল্পোন্নত দেশ কয়টি - ৪৬টি।
২৪. শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী - আলি সাবরি।
২৫. আন্তর্জাতিক ওজনস্তর রক্ষণ দিবস - ১৬ সেপ্টেম্বর।
২৬. আন্তর্জাতিক নারী দিবস - ৮ মার্চ।
২৭. কোন আন্তর্জাতিক সংস্থাগুলোর সদরদপ্তর নেই - জি-৮,জি-৭৭,ন্যাম।
২৮. বিশ্ব ধরিত্রী দিবস - ২২ এপ্রিল।
২৯. সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত - প্রশান্ত মহাসাগরে।
৩০. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায় - উইঘুর।
৩১. সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কতশতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে - ২৫%।
৩২. World development report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা - World Bank.
৩৩.সামন্তবাদ যে ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় - ইতালি।
৩৪. সুয়েজ খাল চালু হয় - ১৮৬৯ সালে।
৩৫.প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14-points এর কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জ সৃষ্টির কথা বলা হয়েছে- ১৪ নম্বর।
৩৬. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির(UNDP) শীর্ষ পদ - প্রশাসক।
৩৭. ইয়াল্টা কনফারেন্সের উদ্দেশ্য ছিল - জাতিসংঘ প্রতিষ্ঠা।
৩৮. ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে - ৩৫০ নটিক্যাল মাইল।
৩৯. প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদরদপ্তর হচ্ছে - ইউকোসুক।
৪০. 'ডমিনো' তত্ত্ব কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল - দক্ষিণ-পূর্ব এশিয়া।
৪১. ডি-৮ ভুক্ত উল্লেখযোগ্য দেশ - নাইজেরিয়া, মালয়েশিয়া, তুরস্ক।
৪২. ভারত মহাসাগরের যে দ্বীপটি আয়তনে সর্ববৃহৎ - মাদাগাস্কার।
৪৩.মুদ্রাস্ফীতি কি - অর্থের মূল্য কমে আসা।
৪৪. শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক দুরবস্থার জন্য প্রধানত কয়টি কারণকে চিহ্নিত করা হয়- ৬টি ।
৪৫. সম্প্রতি চরম আর্থিক সংকটের কারণে  দক্ষিণ এশিয়ার যে দেশে অর্থনৈতিক জরুরী অবস্থা জারি করা হয়- শ্রীলঙ্কা।
৪৬. শ্রীলঙ্কার সরকারী নাম - গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা।
৪৭.শ্রীলঙ্কার রাজধানী - শ্রীজয়াবর্ধনেপুরে ।
৪৮. বর্তমানে স্বল্পোন্নত দেশ - ৪৬টি।
৪৯.জো বাইডেন আমেরিকার কততম প্রেসিডেন্ট - ৪৫তম।
৫০. বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার - চীন।
৫১.বৈদেশিক মুদ্রা মজুদে বর্তমানে শীর্ষ দেশ - চীন।
৫২.WHO ইতিমধ্যে কতগুলো করোনা টিকার অনুমোদন দিয়েছে - ১০টি।
৫৩.বায়ুদূষণে বিশ্বে ঢাকার অবস্থান - দ্বিতীয়।
৫৪.মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে যে দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে - ফ্রান্স।
৫৫. মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে - ১৩টি।
৫৬.ব্রিটেনের প্রশাসনিক সদরদপ্তরকে বলা হয় - হোয়াইট হল।
৫৭. ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলে উপমহাদেশের যে শিল্প ধ্বংস হয় - কুটির শিল্প।
৫৮.ফান্সের বর্তমান প্রেসিডেন্ট (পুনঃনির্বাচিত) -ইমানুয়েল ম্যাখো।
৫৯. এলডিসি সূচক কয়টি -৩টি।
৬০. ষষ্ঠ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে - মরক্কো।
৬১. ২০২১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন - আর্জেন্টিনা।
৬২. ধান উৎপাদনে বর্তমানে শীর্ষ দেশ - চীন।


গাণিতিক যুক্তি 


গাণিতিক যুক্তির জন্য নিম্নোক্ত ধরনের গণিতগুলো প্র্যাকটিস করতে পারেন। এছাড়া নিম্নোক্ত গণিতগুলো দেখতে পারেন।


১.x-y = 2 এবং XY=24 হলে xএর ধনাত্মক মানটি হবে - (6)
২.দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700।একটি সংখ্যা 275 হলে ,অপরটি - (308)।
৩.১২ এর কত শতাংশ ১৮ হবে - (১৫০)।
৪..০৩×.০০৬×.০০৭=? (.০০০০০১২৬)
৫.১+৫+৯+...+৮১=কত ? (৮৬১)।
৬.২৬১টি আম তিন ভাইয়ের মধ্যে ১/৩:১/৫:১/৯ অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে ? (১৩৫)
৭.(✓3×✓5)⁴ এর মান কত হবে- (225)।
৮.log2✓5⁴⁰⁰=x হলে x এর মান হবে - 4।
৯.U={1,2,3,4,5,6},A={1,2,3},B={2,4,6} হলে A'nB' হবে? {5}
১০.কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব - ৩:৪:৫।
১১. f(x) =x³+kx²-6x+9; kএর মান কত হলে f(3)=0 হবে? (-2)
১২.1²+2²+3²+....+x² এর মান কত - (x(x+1)(2x+1)/6)
১৩.কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে - ৩৬০°।
১৪. সেট A={x€N:x²>8,x²<30} হলে xএর সঠিক মান কোনটি - (৩)
১৫. আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5দিন।ঐ সপ্তাহের বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত ? (2/7)
১৬. 10% মুনাফায় 3000টাকা এবং 8% মুনাফায় 2000টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?(9.2%)।
১৭. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য15মি এবং প্রস্থ10মি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে- (50✓5 বর্গ মিটার)।
১৮.A:B=4:5,A:C=10:9,তাহলে A:B:C =? (20:25:18)
১৯. ৫০টি বলের মধ্যে ৩৫টির গায়ে লাল দাগ,২০টির গায়ে নীল দাগ এবং ১২টির গায়ে লাল ও নীল উভয় দাগ রয়েছে।কতটি বলের মধ্যে লাল বা নীল কোন দাগ নেই? (৭টি)
২০. ৯৯+৯৮+৯৭+...+৪০ ধারাটির সমষ্টি কত ? (৪১৭০)
২১. একজন পরীক্ষার্থীকে ১২টি প্রশ্ন থেকে ৬টি প্রশ্নের উত্তর করতে হবে।প্রথম ৫টি থেকে ঠিক ৪টি প্রশ্ন বাছাই করে কত প্রকারে ৬টি প্রশ্ন উত্তর করা যাবে? (১০৫)
২২. দুই অংক বিশিষ্ট সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ১০।সংখ্যাটি হতে ১৮ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে।সংখ্যাটি কত ? (৬৪)
২৩. কোন ব্যারাকে  ৪০০০ সৈন্যের ১৯০ দিনের খাদ্য মজুদ রয়েছে।যদি ৩০ দিন পরে ৮০০ জন সৈন্য চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে?(২০০দিন)
২৪.∆ABC এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল।<A=60° এবং <B= 90° হয় তাহলে <ACD= কত ? (150°)।
২৫.সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ১১৫° হলে ,অপরটি -(৬৫°)।
২৬. একটি ৪৮মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল ? (১৬ মিটার) ।

সাধারণ বিজ্ঞান 


১. শামুক, ঝিনুক কোন পর্বের প্রাণি - মলাস্কা।
২. আম ও কাঁঠালে থাকে - ভিটামিন এ।
৩. প্যাপিলোমা ভাইরাস কোন রোগের জন্য দায়ী - ক্যান্সার।
৪. রিকেটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে - ভিটামিন ডি।
৫. রক্তের ph মাত্রা গড়ে - ৭.২-৭.৪।
৬. কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কোনটি - মাইটোকন্ড্রিয়া।
৭. চুনাপাথর পরিবর্তিত হয়ে যে শিলায় পরিণত হয় - মার্বেল।
৮. তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা - বৃদ্ধি পায়।
৯. ডায়রিয়া হয় - রোটা ভাইরাসের অভাবে।
১০. রক্তে রক্তরসের পরিমাণ - ৫৫%।
১১. একজন মানুষের দৈনিক কতগ্লাস পানি পান করা উচিত - ৭-৮ গ্লাস।
১২. অ্যাক্সন ও ডেনড্রাইড কিসের অংশ - নিউরন।
১৩. জটিল টিস্যু কতপ্রকার - ২প্রকার।
১৪. কাজের ভিওিতে কোষ - ২প্রকার।
১৫. ট্রানজিষ্টরে সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় - জার্মেনিয়াম।
১৬. দুধের ঘনত্ব নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে - ল্যাক্টোমিটার।
১৭. গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র - ম্যানোমিটার।
১৮.SI পদ্ধতিতে দৈর্ঘ্য ও সময়ের একক - মিটার ও সেকেন্ড।
১৯. চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকেয় পড়েন - গতি জড়তার কারণে।
১৯.কোনগুলো ভেক্টররাশি - ওজন, বেগ, ত্বরণ।
২০.পৃথিবীর কেন্দ্র কোন বস্তুর ওজন - শূন্য।
২১.তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া - বিকিরণ।
২২.যে তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪°সে।
২৩.রেফ্রিজারেটরে ব্যবহ্নত হয় - অ্যামোনিয়া ও ফ্রেয়ন।
২৪.   হাইড্রোইলেকট্রিসিটি তৈরিতে দরকার হয় - পানি।
২৫.একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা সাধারণত ৯৮.৪°ফারেনহাইট।
২৬.রঙিন টেলিভিশন থেকে বের হয় ক্ষতিকর- গামা রশ্মি।
২৭. রূপচর্চা, স্টিমারের সার্চ লাইট, চিকিৎসক কর্তৃক নাক, কান, গলা পর্যবেক্ষণ ইত্যাদিতে ব্যবহ্নত হয় - অবতল দর্পণ।
২৮.স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব - ২৫ সেমি।
৩০. বার্ধক্যজনিত দৃষ্টিহীনতায় দেয়া হয় - বাইফোকাল লেন্স।
৩১.বর্ণালীর প্রান্তীয় বর্ণ - বেগুনি ও লাল।
৩২.রঙিন টেলিভিশনের ক্যামেরায় যে তিন মৌলিক রং ব্যবহ্নত হয় - লাল, আসমানী ও সবুজ।
৩৩. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে - লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল।
৩৪. কোনগুলো বিদ্যুৎ অপরিবাহী পদার্থ - কাচ,প্লাষ্টিক,চীনামাটি,কাগজ, রাবার মোম।
৩৫. থ্রিপিন প্লাগে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম - আর্থপিন।
৩৬.নিরাপত্তা ফিউজ বা ফিউজ তারে ব্যবহ্নত হয় - ২৫%টিন ও ৭৫%সিসা।
৩৭. বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো - ৫০ হার্জ।
৩৮. বৈদ্যুতিক জেনারেটর - যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে।
৩৯. লাউডস্পিকারে - তড়িৎশক্তি শব্দশক্তিতে রুপান্তরিত হয়।
৪০. টেলিভিশন ও এক্সরের আবিষ্কারক যথাক্রমে - জন এল বেয়ার্ড ও রন্টজেন।
৪১. ট্রানজিষ্টর কয় প্রকার - ২ প্রকার।
৪২. আসল ও নকল গহনা শনাক্ত করতে ব্যবহ্নত হয় - এক্সরে রশ্মি।
৪৩. শুষ্ককোষ আবিস্কারক - জর্জ লেকল্যান্স।
৪৪. সবচেয়ে ভারি পদার্থ ও সবচেয়ে শক্ত পদার্থ যথাক্রমে - পারদ ও হীরা।
৪৫. পরমাণুর স্থায়ী মূলকণিকা - ৩টি(ইলেকট্রন,প্রোটন ও নিউট্রন)।
৪৬. আইসোটপে - প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়।
৪৭. ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা - ৯২।
৪৮. যে ধাতু পানি অপেক্ষা হালকা - পটাসিয়াম।
৪৯. তামার সাথে কোনটি মেশালে পিতল হয় - দস্তা।
৫০. অগ্নিনির্বাপক সিলিন্ডারে থাকে - তরল কার্বন ডাই অক্সাইড।
৫১. কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহ্নত হয় - ক্লোরোপিক্রিন।
৫২. যক্ষার টীকা এবং কলেরা জীবাণু আবিষ্কারক যথাক্রমে - ক্যালসাট ও গুয়েচিন এবং রবার্ট কচ।
৫৩.এনাটমি ও উদ্ভিদবিজ্ঞানের জনক যথাক্রমে - ভেসালিয়াস ও থিওফ্রাষ্টাস।
৫৪. জীবের রাসায়নিক গঠন উপাদান হচ্ছে - ডিএনএ।
৫৫. পানিবাহিত রোগ কোনগুলো - প্যারাটাইফয়েড, ডিপথেরিয়া,কলেরা।কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি 

১. ৩জি প্রথম চালু হয় - ২০০১ সালে।
২. ৪জি এর প্রকৃত ব্যান্ডউইথ - ১০ এমবিপিএস।
৩. ন্যানো সেকেন্ড হল - এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
৪.কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ।
৫. প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কার করেন - হাওয়ার্ড আইকিন।
৬. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার - ENIAC.
৭. ট্রানজিষ্টর আবিস্কৃত হয় - ১৯৪৮ সালে।
৮. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় - সিলিকন দিয়ে।
৯. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্ৰগতির মূলে রয়েছে - ইন্টিগ্ৰেটেড সার্কিট।
১০. আইসি বা ইন্টিগ্ৰেটেড সার্কিট উদ্ভাবন করেন - জে এস কেলবি।
১১. আইসি দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার - আইবিএম সিষ্টেম 360।
১২. মাইক্রোসফটের বর্তমান সিইও - সত্য নাদেলা।
১৩. সম্প্রতি কোন ধনকুবের সামাজিক যোগাযোগ মাধ্যম'টুইটার' কিনে নেন - ইলন মাস্ক।
১৪. ইলন মাস্ক যে পরিমাণ অর্থ দিয়ে টুইটার কেনেন - ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।
১৫. ইন্টেল প্রতিষ্ঠিত হয় - ১৮ জুলাই,১৯৬৮ খ্রিষ্টাব্দে।
১৬. প্রথম ইলেকট্রনিক কম্পিউটার - মার্ক-১।
১৭. মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার - আলটেয়ার ৮৮০।
১৮. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় - হাইব্রিড কম্পিউটার।
১৯. ল্যাপটপের প্রধান সুবিধা - এটি ডেক্সটপ থেকে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।সহজে বহনযোগ্য।
২০. বাংলাদেশে তৈরি ল্যাপটপ - দোয়েল।
২১. কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহার করা হয় - তৃতীয় প্রজন্ম।
২২. কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ট্রানজিষ্টর ব্যবহ্নত হয় - দ্বিতীয় প্রজন্ম।
২৩.কম্পিউটার সিষ্টেমের প্রধান চারটি কাজ - ইনপুট, প্রসেসিং, আউটপুট ও স্টোরেজ।
২৪. যে যন্ত্রাংশটি কম্পিউটার বানানোর জন্য অত্যাবশ্যক - রেম।
২৫. যে যন্ত্রাংশটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে কাজ করে - প্রসেসর।
২৬. ইন্টেল পেন্টিয়াম কিসের উদাহরণ - প্রসেসর।
২৭. একটি পার্সোনাল কম্পিউটারের সিপিইউ-এর স্পিড - 100 kIps।
২৮. কোনটি ইনপুট ডিভাইস - কিবোর্ড,অসিআর।
২৯. অভ্র কিবোর্ডের জনক - মেহেদি হাসান খান।
৩০. অধিকাংশ কম্পিউটারে F1 কোন নির্দেশনা দেয় - Help।
৩১. কম্পিউটারের কোন যন্ত্রাংশের উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে - ভিজিএ কার্ড।
৩২. কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট দিতে পারে - লেজার প্রিন্টার।
৩৩. উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট দিতে ব্যবহ্নত শর্টকাট কী- Ctrl+p.
৩৪. কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস - টাসস্ত্রিন।
৩৫. কম্পিউটারে কোনটি বৃহত্তম ডেটা নির্দেশক একক - টেরাবাইট।
৩৬. জনপ্রিয় ওয়েব ব্রাউজিং সফটওয়্যার - গুগল ক্রোম,মজিলা ফায়ারফক্স,অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার।
৩৭. টিকটক আবিষ্কার ও আবিষ্কারক - ২০১৬ সালে, ঝাং ইয়েমিং।
৩৮. হোয়াটসঅ্যাপ আবিষ্কার ও আবিষ্কারক - ২০০৯ সালে,জ্যান কউম ও ব্রায়ান এক্টন।
৩৯. ডোমেইন সার্ভারের কাজ হচ্ছে - ডোমেইন নেম কে আইপি এড্রেসে পরিবর্তন করা।
৪০. কোনটি ওপেনসোর্স DBMS - MYSQL.
৪১. Push এবং pop  কোনটির সাথে সম্পর্কিত - Stack.
৪২. আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে - অ্যাপল।
৪৩. কিবোর্ড ও সিপিইউ এর মধ্যে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় - Simplex.ভূগোল ও অন্যান্য 


১. কোন তারিখে সূর্য পৃথিবীর  সবচেয়ে কাছে অবস্থান করে - ১ জানুয়ারি।
২.দিনরাত্রি হ্রাসবৃদ্ধি ও ঋতু পরিবর্তন হয় - বার্ষিক গতির ফলে।
৩. ঘূর্ণিঝড়ের স্থানীয় সতর্ক সংকেত - ৩নং সংকেত।
৪. হিরণ পয়েন্ট:সুন্দরবন :: এলিফ্যান্ট পয়েন্ট: ? - কক্সবাজার।
৫. বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ - ২০০০ মি.মি.
৬. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় - সিলেট জেলা।
৭. বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় - উওর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে।
৮. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা - ২৬° সে:
৯. চট্টগ্ৰাম ও কক্সবাজারের পুরাতন নাম যথাক্রমে - ইসলামাবাদ ও পালংকি।
১০. বাংলাদেশের পর্যটন রাজধানী হিসেবে খ্যাত  - কক্সবাজার।
১১. কোন উপজাতিগুলো হিন্দু ধর্মাবলম্বী - গারো,হাজং, ত্রিপুরা প্রভৃতি।
১২. কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী - পাঙন।
১৩. বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ - যুক্তরাষ্ট্র।
১৪. মেট্রোরেল প্রকল্প পরিচালক কোম্পানীর নাম - ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী।
১৫. মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে - ২২হাজার কোটি টাকা।
১৬. মেট্রোরেল প্রকল্পে কোন সংস্থা কত শতাংশ ঋণ দিচ্ছে - জাইকা,৭৫%।
১৭. মেট্রোরেলের দৈর্ঘ্য - ২০.১ কিমি।
১৮. গ্ৰিনপিসের সদরদপ্তর - আমষ্টারডাম, নেদারল্যান্ডস।
১৯. ব্ল্যাক লাইভস ম্যাটার কি- বর্ণবাদ বিরোধী আন্দোলন।
২০. কোন দেশটি সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত - চীন।
২১.মারিওপুল শহরটি অবস্থিত - ইউক্রেনে।
২২. মাদার তেরেসা জন্মগ্ৰহন করেন - যুগোস্লাভিয়ায়।
২৩. .গ্ৰিন ক্লাইমেট ফান্ডের সদরদপ্তর - ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
২৪. গাড়ীর সাথে পথের যেমন সম্বন্ধ থার্মোমিটারের সাথে কোনটির সেই সম্বন্ধ - উষ্ণতা।
২৫. কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ - অভিকর্ষ।
২৬. ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলন হবে - গ্লাসগো,স্কটল্যান্ড।
২৭. এমসিসির প্রথম নারী সভাপতি - ক্লেয়ার কনোর।
২৮. ২০২১ সালে শান্তিতে নোবেল পান - মারিয়া রেসা ও দিমিত্রি মোরাতেভ।
২৯. ম্যানগ্ৰোভ কী - উপকূলীয় বন।
৩০. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশ সমুদ্রের গভীরে মন্ত্রীসভার বৈঠক করেছে - মালদ্বীপ।
৩১. মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা - বাংলাদেশ-মায়ানমার।
৩১. কার্টাগেনা প্রটোকল হচ্ছে - জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
৩২. মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়েছে - ৪ বার।
৩৩. পূর্ব সতর্কতা ছাড়াই যে দুর্যোগ সংগঠিত হয় - ভূমিকম্প।
৩৪. বাংলাদেশের কৃষি কোন প্রকার - ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী।
৩৫. মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় - ঐচ্ছিক ক্রিয়া।
৩৬. এমডিজি অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে - অর্থনৈতিক দিক।
৩৭. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে - মত প্রকাশের স্বাধীনতা।
৩৮. জোহানেসবার্গ প্ল্যান অব ইমপ্লিমেন্টেশন সুশাসনের সাথে কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় - টেকসই উন্নয়ন।
৩৯. সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে - বিশ্বব্যাংক।
৪০. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায় - সুশাসনের।
৪১. যে বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় - ম্যানগ্ৰোভ বন।
৪২. যে উপজেলা সবচেয়ে বেশি নদীভাঙ্গন প্রবণ - নড়িয়া।
৪৩.ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন- ২৬.৫০ সে।
৪৪. কর্তব্যের জন্য কর্তব্য ' ধারণাটির প্রবর্তক - ইমানুয়েল কান্ট।
৪৫. On liberty গ্ৰন্থের লেখক - জন স্টুয়ার্ট মিল।
৪১. নৈতিক মূল্যবোধের উৎস - ধর্ম।
৪২. রিপাবলিক কার লেখা গ্ৰন্থ - প্লেটো।
৪৩. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে - স্বাধীনতার মূল্যবোধকে।
৪৪. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে - অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।
৪৫. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে - নৈতিকতা।
৪৬. আমাদের চিরন্তন মূল্যবোধ হচ্ছে - সত্য ও ন্যায়।
৪৭. 'সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়' উক্তিটি কার - ম্যাককরনী।
৪৮. জনগণ,রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো - সুশাসন।
৪৯. বাংলাদেশের যে জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি - কিশোরগঞ্জ।
৫০. বাংলাদেশের যে অঞ্চল বেশি খরাপ্রবণ - উওর-পঞ্চিম অঞ্চল।
৫১. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় - পুনর্বাসন পর্যায়ে।
৫২. বাংলাদেশের যে অঞ্চলে আকস্মিক বন্যা হয় - উত্তর-পূর্বাঞ্চল।
৫৩. যে দুর্যোগ 'hydro-meteorological'দুর্যোগ হিসেবে পরিচিত - বন্যা।
৫৪. এলমন্ড এন্ড পাওয়েল চাপসৃষ্টি কারী গোষ্ঠীকে ভাগ করেছেন - ৩ ভাগে।
৫৫. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহের যোগকারী রেখাকে বলে - আইসোহাইট।
৫৬. বাংলাদেশে কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় - ১৯৯৮ সালের।সাম্প্রতিক চাকরির খবর

                                                          প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারে বেশকিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সাম্প্রতিক চাকরির বাজারের কিছু নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য তুলে ধরছি।


বাংলাদেশ ব্যাংকে নিয়োগ 


বাংলাদেশ ব্যাংকে' সহকারী পরিচালক' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ : সহকারী পরিচালক 


পদসংখ্যা : ২২৫ 


যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্মাতকোত্তর ডিগ্ৰি অথবা ৪ বছর মেয়াদি স্মাতক ডিগ্রি।বেতনস্কেল : নবম গ্ৰেড।


বয়স : ১৮ থেকে ৩০ বছর । তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট erecruitment.bb.org.bd)।


আবেদন ফি : আবেদন ফি প্রযোজ্য নয়।


আবেদনের শেষ তারিখ : ১৫/০৬/২০২২ ।


সূত্র : প্রথমআলো অনলাইন।গাক(গ্ৰাম উন্নয়ন কেন্দ্র) এ নিয়োগ বিজ্ঞপ্তি 


বাংলাদেশের সুপরিচিত বেসরকারি উন্নয়ন সংস্থা গাক(গ্ৰাম উন্নয়ন কেন্দ্র) -এ ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ: ম্যানেজমেন্ট ট্রেইনি


পদসংখ্যা: অনির্দিষ্ট


যোগ্যতা : যেকোন বিষয়ে স্মাতকোওর ডিগ্ৰি।


বয়স : উল্লেখ করা হয়নি।


চাকরির ধরন : ফুলটাইম


বেতন : ৩৫হাজার টাকা।


কর্মস্থল : বগুড়া ও গাক-এর আঞ্চলিক কার্যালয়ে।আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট www.bdjobs.com)


আবেদনের শেষ তারিখ : ৩১/০৫/২০২২।


সূত্র : বিডিজবস ডটকম বাংলাদেশের শীর্ষ টেস্ট ব্যাটার এখন মুশফিক

                                                               
                                             ছবি: মুশফিকুর রহিমপ্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ ২০০০ সালে টেস্ট আঙিনায় প্রবেশের পর ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে দলীয় সাফল্য অর্জনে পিছিয়ে থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় বেশ ভালো অবস্থানে রয়েছে।  মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, হাবিবুল বাশার সুমন,মুমিনুল হক,মোঃ আশরাফুল,লিটন দাস, ইমরুল কায়েস,নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়রা টেস্ট ক্রিকেটে  বাংলাদেশের সেরা আবিষ্কার।এরই ধারাবাহিকতায় মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে চলমান চট্টগ্ৰাম টেষ্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। আসুন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক রানকারী শীর্ষ ব্যাটারদের পরিসংখ্যান দেখে নিই।


টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানকারী


টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফল ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম, তামিম ইকবাল,সাকিব আল হাসান, মুমিনুল হকের নাম বিশেষভাবে উচ্চারিত হয়। এবং এদের প্রত্যেককে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জীবন্ত লিজেন্ড বলা যায়।টেষ্টে বাংলাদেশের সর্বাধিক রানকারী ব্যাটারদের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো। মুশফিকুর রহিম 


টেকনিক, টাইমিং ও সবধরনের শট খেলার সামর্থ্য বিবেচনায় মুশফিকুর রহিমকে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার হিসেবে স্বীকৃতি দেয়া হয়। মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ৫ হাজার রানকারী ব্যাটার। এছাড়া এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। উল্লেখ্য মুশফিকুর রহিম ইতিমধ্যে ৮১টি টেস্ট খেলে ৫০৩৭ রান করেছেন।


তামিম ইকবাল 


দীর্ঘদিন ধরে বাংলাদেশের টেস্ট ওপেনিংয়ের এক আস্থার নাম তামিম ইকবাল।বলা হয় টেষ্টে একজন ধারাবাহিক ওপেনার যেকোন টিমের জন্য এক বড় পাওয়া। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য তামিম ইকবাল এমনই এক সফল আবিস্কার। উল্লেখ্য তামিম ইকবাল টেষ্টে বাংলাদেশের  শীর্ষ রানকারী ব্যাটারদের মধ্যেও অন্যতম। তামিম ইকবাল ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে ৬৬ ম্যাচ খেলে ৪৯৮১ রান করেছেন।সাকিব আল হাসান 


সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ ব্যাটারদের তালিকায় রয়েছেন। সাকিব দীর্ঘদিন ধরে টেষ্টে বাংলাদেশের টপঅর্ডারের এক আস্থার প্রতীক হয়ে আছেন। সাকিব আল হাসান ইতিমধ্যে ৬০টি টেস্ট ম্যাচ খেলে ৪০৫৫ রান করেছেন।


মুমিনুল হক 


বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক দীর্ঘদিন ধরে  বাংলাদেশের টেষ্টের মিডলঅর্ডারে সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন।এই ব্যাটার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ (রান সংগ্রাহক) ব্যাটারদের তালিকায় রয়েছেন। উল্লেখ্য মুমিনুল হক ইতিমধ্যে বাংলাদেশের হয়ে ৫২টি টেস্ট খেলেছেন যেখানে তাঁর মোট রানসংখ্যা ৩৫১৬।


হাবিবুল বাশার সুমন 


বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের তালিকায় হাবিবুল বাশার সুমনের নামটিও উচ্চারিত হয়। সাবেক এই মিডলঅর্ডার ব্যাটার দীর্ঘদিন যাবত বাংলাদেশের টেস্টের মিডলঅর্ডারে আস্থার প্রতীক হয়ে ছিলেন।সুমন ৫০টি টেস্ট খেলে মোট ৩০২৬ রান সংগ্রহ করেন।


মাহমুদুল্লাহ রিয়াদ 


টেস্ট ক্রিকেট থেকে অবসরের আগে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের টেষ্টের মিডলঅর্ডারে সফলতার স্বাক্ষর রেখেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলে মোট ২৯১৪ রান সংগ্রহ করেন।


মোঃ আশরাফুল 


একসময় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও টপক্লাস টেকনিকের ব্যাটার ছিলেন মোঃ আশরাফুল।তিনিও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দারুণ কিছু ইনিংস খেলেছেন। মোঃ আশরাফুল ৬১টি টেস্ট খেলে মোট ২৭৩৭ রান করেন।


লিটন দাস 


বাংলাদেশের বর্তমান টেস্ট দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটার লিটন দাস।কুল ও ক্যালকুলেটেড ব্যাটিংয়ের জন্য লিটন দাস ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। উল্লেখ্য লিটন দাস ইতিমধ্যে ৩২টি টেস্ট ম্যাচ খেলে ১৮১৮ রান সংগ্রহ করেছেন।


ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ ম্যাথু মট

                                                              
                                                 ছবি : ম্যাথু মট প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ম্যাথু মট ইংল্যান্ডের ওয়ানডে ও টিটুয়েন্টির প্রধান কোচ নিযুক্ত হয়েছেন।এর আগে মট অষ্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।ম্যাথু মটের অধীনে অষ্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল দুটি টিটুয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এছাড়া এই অষ্ট্রেলিয়ান কোচের অধীনে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল এবারের নারী ওয়ানডে বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে।


ম্যাথু মটের ক্যারিয়ার ও অন্যান্য 


ম্যাথু মট আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তবে ফাষ্টক্লাস ক্রিকেটে তাঁর বেশ সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে।খেলোয়াড়ী জীবনে মট ভিক্টোরিয়ান বোশরেঞ্জার্স, কুইন্সল্যান্ড বুলসের হয়ে খেলেছেন।ম্যাথু মট মূলত ব্যাটার ছিলেন তবে মিডিয়াম পেসও করতেন।

ফাষ্টক্লাস ক্যারিয়ার 


ম্যাথু মট ৬৬টি ফাষ্টক্লাস ম্যাচ ও ২৪টি লিষ্ট'এ' ম্যাচ খেলেছেন। ফাস্টক্লাস ক্রিকেটে মট ব্যাট হাতে  ৩৭২৩ রান ও লিষ্ট'এ' ক্রিকেটে ৪৫২ রান সংগ্রহ করেন।


কোচিং ক্যারিয়ার 

ম্যাথু মট আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর অধীনে অষ্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল দুটি টিটুয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে।এর ফলেই মূলত  তাকে ইংল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্ব দেয়া হয়েছে।ম্যাথু মটের কোচিং ক্যারিয়ারের বিস্তারিত দেখে নিন।

নিউ সাউথ ওয়েলসের এসিস্ট্যান্ট কোচ - ২০০৭-০৮।
তাঁর কোচিংয়ে নিউ সাউথ ওয়েলস পোরা কাপ জয় করে।

গ্লামারগন কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ - ২০১১-১৩।

অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের কোচ - ২০১৫-২০২২।

তাঁর অধীনে অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল দুটি টিটুয়েন্টি বিশ্বকাপ শিরোপা ও একটি ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতে।

সর্বশেষ ইংল্যান্ডের ওয়ানডে ও টিটুয়েন্টি প্রধান কোচ -২০২২।টেস্টে যারা ১৯৯ এর ঘরে আউট হয়েছেন

                                                          
                                       ছবি:এঞ্জেলো ম্যাথুসপ্রিয় ক্রিকেট ডটকমঃ প্রত্যেক ব্যাটারের  টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির স্বপ্ন থাকে। যদিও কাজটি খুব সহজ নয়। টেস্ট ক্রিকেটে বড় ইনিংস যেমন ডাবল  সেঞ্চুরির জন্য উন্নত টেকনিক, টাইমিং ও অসীম ধৈর্য্য ইত্যাদি থাকতে হয়। এছাড়া টেস্ট ক্রিকেটে প্রতিটি বল ভালোভাবে মোকাবেলা করার দক্ষতা থাকতে হয় তা নাহলে এখানে বড় ইনিংস খেলা কঠিন। আবার অনেক ক্ষেত্রে ব্যতিক্রম আছে যেমন টেস্ট ক্রিকেটে  অনেক ব্যাটার দারুণ ব্যাটিং করেও ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন (১৯৯ রানে আউট হয়েছেন)।এরফলে ১ রানের জন্য ক্যারিয়ারের এক সুবর্ণ রেকর্ড(ডাবল সেঞ্চুরি) থেকে অনেক ব্যাটার বঞ্চিত হয়েছেন। উল্লেখ্য চলমান বাংলাদেশ - শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটার এঞ্জেলো ম্যাথুস ১৯৯ রান করে আউট হয়েছেন। আসুন টেস্ট ক্রিকেটে ১৯৯ রানে আউটের শিকার ব্যাটারদের তালিকাটি দেখে নিই।


মুদাসসর নজর ১৯৯ প্রতিপক্ষ ভারত 


টেস্ট ক্রিকেটে প্রথমবার ১৯৯ রান করে আউট হন পাকিস্তানের মুদাসসর নজর।১৯৮৪ সালে ভারতের বিপক্ষে ফয়সালাবাদে  মুদাসসর নজর ১৯৯ রানে আউটের শিকার হন।

মোঃ আজহারউদ্দিন ১৯৯ প্রতিপক্ষ শ্রীলঙ্কা 


টেস্ট ক্রিকেটে ১৯৯ রান করে আউট হওয়া দ্বিতীয় ব্যাটার ভারতের মোঃ আজহারউদ্দিন।১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কানপুর টেষ্টে আজহারউদ্দিন ১৯৯ রান করে আউট হন।

ম্যাথু ইলিয়ট ১৯৯ প্রতিপক্ষ ইংল্যান্ড 


১৯৯৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে অষ্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথু ইলিয়ট ১৯৯ রান করে আউটের শিকার হন।


সনাৎ জয়াসুরিয়া ১৯৯ প্রতিপক্ষ ভারত 


শ্রীলঙ্কার সাবেক ওপেনার সনাৎ জয়াসুরিয়া ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে ১৯৯ রানে থাকা অবস্থায় আউট হয়ে যান।


স্টিভ ওয়াহ ১৯৯ প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজ 


অষ্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহও টেস্ট ক্রিকেটে ১৯৯ রানের ঘরে আউট হয়েছেন।১৯৯৯ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউনে স্টিভ ওয়াহ ১৯৯ রান করে আউট হয়ে যান।


ইউনুস খান ১৯৯ প্রতিপক্ষ ভারত 


২০০৬ সালে ভারতের বিপক্ষে লাহোর টেষ্টে পাকিস্তানের ব্যাটার ইউনুস খান ১৯৯ রানে আউট হয়ে যান।

ইয়ান বেল ১৯৯ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা


ইংল্যান্ডের সাবেক ব্যাটার ইয়ান বেল একবার টেষ্টে ১৯৯ রানের ঘরে আউট হয়েছেন।
২০০৮ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেল ১৯৯ রানে থাকা অবস্থায় আউট হন।

স্টিভ স্মিথ ১৯৯ প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজ


অষ্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে ১৯৯ রান করে আউটের শিকার হন।


কে এল রাহুল ১৯৯ প্রতিপক্ষ ইংল্যান্ড


ভারতের ব্যাটার কে এল রাহুল টেস্ট ক্রিকেটে ১৯৯ রানে আউট হয়েছেন।২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেষ্টে কে এল রাহুল ১৯৯ রান করে আউট হন।


এঞ্জেলো ম্যাথুস ১৯৯ প্রতিপক্ষ বাংলাদেশ 


টেস্ট ক্রিকেটে সর্বশেষ শ্রীলঙ্কার ব্যাটার এঞ্জেলো ম্যাথুস বাংলাদেশের বিপক্ষে (চলমান চট্টগ্ৰাম টেষ্টে)  ১৯৯ রানে আউট হলেন ।


এন্ডু সাইমন্ডসের ক্যারিয়ারের সেরা পাঁচ ম্যাচ

                                                        
                                           ছবি: এন্ডু সাইমন্ডসপ্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি প্রয়াত হয়েছেন অষ্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার এন্ডু সাইমন্ডস।একসময় অষ্ট্রেলিয়ার  সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন সাইমন্ডস।২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে অষ্ট্রেলিয়ার শিরোপা জয়ে সাইমন্ডসের বিশেষ অবদান ছিল। এছাড়া এই অলরাউন্ডার টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে লেট মিডল অর্ডারে দাঁড়িয়ে দারুণ ব্যাট করতেন এবং সেইসাথে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর মিডিয়াম পেসার হিসেবেও অসাধারণ সাফল্য পান সাইমন্ডস । এখানে এন্ডু সাইমন্ডসের ক্যারিয়ারের সেরা পাঁচ ম্যাচের পরিসংখ্যান তুলে ধরছি(তথ্যসূত্র: জিনিউজ)।


এন্ডু সাইমন্ডসের সেরা পাঁচ ম্যাচ 


এন্ডু সাইমন্ডস অসংখ্য ম্যাচে অষ্ট্রেলিয়ার ত্রাণকর্তা হিসেবে আর্বিভূত হয়েছেন। কখনো মারকুটে ব্যাটিং , কখনো কার্যকর মিডিয়াম পেস আবার কখনো দারুণ ফিল্ডিং দিয়ে দলকে সাফল্য এনে দিয়েছেন এই অলরাউন্ডার। আসুন এন্ডু সাইমন্ডসের ক্যারিয়ারের সেরা পাঁচ ম্যাচের পরিসংখ্যান দেখে নিই।


২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ 


২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এন্ডু সাইমন্ডসের ক্যারিয়ারের এক অনন্য অর্জন হিসেবে স্বীকৃত।সাইমন্ডস তাঁর ক্যারিয়ারের সেরা একটি ম্যাচ ২০০৩ বিশ্বকাপে খেলেন। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৮৬ রানে অষ্ট্রেলিয়ার ৪ উইকেট পড়ে যায়  তারপর সাইমন্ডস মাঠে নামেন এবং শেষপর্যন্ত তাঁর দারুণ ব্যাটিংয়ের উপর ভর করে অজিরা  ৩১০/৮ করতে সক্ষম হয়।


শ্রীলঙ্কার বিপক্ষে ভিবি সিরিজে ১৫১


লেট মিডল অর্ডারে এন্ডু সাইমন্ডসের মত সফল ফিনিশার ওয়ানডে ক্রিকেটে খুব বেশি দেখা যায় না।সাইমন্ডসের সেরা ম্যাচগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ২০০৬ সালে ভিবি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ১৫১ রান ও বল হাতে দুই উইকেট শিকার।সেইম্যাচে অষ্ট্রেলিয়া ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারপর সাইমন্ডস মাঠে নামেন এবং ১২৭ বলে ১৫১ রানের এক টর্নেডো ইনিংস খেলে দলকে শক্তিশালী টোটাল এনে দেন।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৫ এর এমসিজি টেস্ট


২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমসিজি টেস্ট সাইমন্ডসের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ হিসেবে স্বীকৃত।সেই টেষ্টে সাইমন্ডস ব্যাট হাতে ৭২ রান(২য় ইনিংসে) ও বল ৩টি মূল্যবান উইকেট নেন যা অজিদের জয়ের পথ তৈরি করে দেয়।


ভারতের বিপক্ষে ২০০৮ এর সিডনি টেস্ট 


২০০৮ সালের ভারতের বিপক্ষে সিডনি টেস্ট সাইমন্ডসের ক্যারিয়ারের এক সেরা ম্যাচ হিসেবে স্বীকৃত।সেই টেষ্টে সাইমন্ডস ১৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন যার উপর ভর করে অজিরা সেই টেষ্টে জয়লাভ করে।২০০৬ সালের অ্যাশেজ সিরিজ 


সাইমন্ডস ২০০৬ সালের অ্যাশেজ সিরিজে এমসিজি টেষ্টে দারুণ এক সেঞ্চুরি করেন যা তাঁর অভিষেক টেস্ট সেঞ্চুরি ছিল। এছাড়া সেই ম্যাচে সাইমন্ডস ম্যাথু হেইডেনের সাথে ২৭৯ রানের অসাধারণ এক পার্টনারশিপ গড়েন ।সেই ম্যাচটি সাইমন্ডসের ক্যারিয়ারের এক সেরা ম্যাচ হিসেবে বিবেচিত।প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সাজেশন ২০২২

                                                         


প্রিয় ক্রিকেট ডটকমঃপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার(২০২২) দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২০মে অনুষ্ঠিত হবে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে এখানে একটি সম্ভাব্য সাজেশন তুলে ধরছি।


বাংলা 


১.' অসীমের স্থান সর্বশীর্ষে ' এ বাক্যে 'সর্বশীর্ষে' শব্দটি যে কারণে অশুদ্ধ- বাহুল্যজনিত।
২. অপেক্ষমান, উল্লেখিত শব্দদুটির শুদ্ধ বানান - অপেক্ষমাণ, উল্লিখিত।
৩. 'তিনি আরোগ্য হলেন 'এই বাক্যটির শুদ্ধরূপ - তিনি আরোগ্য লাভ করলেন।
৪. শুদ্ধ বানান - পরাঙ্মুখ,ন্যূনাধিক,দুর্নিরীক্ষ, প্রতিযোগিতা, মুমূর্ষু,প্রতিদ্বন্দ্বী।
৫. পরিভাষা : Auction - নিলাম,Deed - দলিল,Manifesto- ইশতেহার।
৬. কোকিল এর সমার্থক শব্দ - অনপুষ্ট,পরভৃত,পিক,কলকন্ঠ,বসন্তদূত,মধুসখ।
৭. মেঘ এর সমার্থক শব্দ - ঘন,বারিদ,জলদ,নীরদ,জলধর,তোয়দ।
৮. সর্প এর সমার্থক শব্দ - অহি,নাগ,ফণী,আশীবিষ,পন্নগ,উরগ,ভুজঙ্গম।
৯.বাংলা উষ্মধ্বনি - শ,ষ,স,হ।
১০. কোনটি পাশ্বিকধ্বনি - ল।
১১. বাংলা অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো - বর্গের ১ম, ৩য় ও ৫ম ধ্বনি।
১২.ধ্বনি বিপর্যয়ের উদাহরণ - লাফ>ফাল।
১৩. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি - ৭টি।
১৪. ফলাযুক্ত বর্ণ - ৬টি।
১৫. স্বরবর্ণে অর্ধমাত্রার একমাত্র বর্ণ - ঋ।
১৬. বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে - সংস্কৃত ভাষা থেকে।
১৭. চীনা শব্দ - চা,চিনি,লিচু,এলাচি।
১৮. পর্তুগিজ শব্দ - আনারস,আলপিন,চাবি,কফি,বালতি,সাবান,জানালা।
১৯. সার্থক বাক্যের গুণ - তিনটি।
২০. গঠন অনুসারে বাক্য - ৩ প্রকার।
২১. সঠিক সন্ধি বিচ্ছেদ : ইত্যাদি - ইতি+আদি,জনৈক- জন+এক,মরূদ্যান- মরু+উদ্যান,কৃষ্টি- কৃষ+তি,তন্ময়- তখন+ময়।
২২. দ্বন্দ্ব সমাসের উদাহরণ - হাট-বাজার,সাদা-কালো,আমরা,অহিনকুল।
২৩. তৎপুরুষ সমাসের উদাহরণ - বইপড়া,জলদ,অনাদর, প্রাগৈতিহাসিক।
২৪. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ - ৬০০-১২০০ খ্রিষ্টাব্দ।
২৫. বাংলা সাহিত্যের আদি নিদর্শন - চর্যাপদ।
২৬. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি - চন্দ্রাবতী।
২৭. অন্নদামঙ্গল কাব্য রচনা করেন - ভারতচন্দ্র রায়গুণাকর।
২৮.ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল - 'শিখা' পত্রিকা।
২৯. কপালকুণ্ডলা কার লেখা উপন্যাস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩০. শেষের কবিতা কার লেখা উপন্যাস - রবীন্দ্রনাথ ঠাকুর।
৩১. সংশপ্তক' এর রচয়িতা - শহীদুল্লা কায়সার।
৩২. নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার কার লেখা উপন্যাস - হুমায়ূন আহমেদ।
৩৩. শর্মিষ্টা নাটকের রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
৩৪. শাশ্বত বঙ্গ কার লেখা গ্ৰন্থ - কাজী আবদুল ওদুদ।
৩৫. বীরবলের হালখাতা কার লেখা গ্ৰন্থ - প্রমথ চৌধুরী।
৩৬. নজরুলের কাব্যসংকলন - সঞ্চিতা।
৩৭. বনলতা সেন কার বিখ্যাত কবিতা - জীবনানন্দ দাশ।
৩৮. নীলদর্পণ নাটকের রচয়িতা - দীনবন্ধু মিত্র।
৩৯. রাখালী কাব্যগ্ৰন্থের লেখক - জসীমউদ্দীন।
৪০. সোনালী কাবিন কাব্যগ্ৰন্থের রচয়িতা - আল মাহমুদ।
৪১. বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক - মাইকেল মধুসূদন দত্ত।
৪২. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক - কবর।
৪৩. 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত 'এ উক্তিটি - প্রমথ চৌধুরীর।
৪৪. আপনারে লয়ে বিব্রত রহিতে ,আসে নাই কেহ অবনী পরে' চরণদুটির লেখক - কামিনী রায়।
৪৫. বাংলা সাহিত্যের পল্লীকবি - জসীমউদ্দীন।
৪৬. আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি' কার লেখা গান - আব্দুল গাফফার চৌধুরী।
৪৭.বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণের কবি - ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৪৮.রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিনিবাস - খুলনা জেলার রূপসা উপজেলায়।
৪৯. হুলিয়া কার লেখা কবিতা - নির্মলেন্দু গুণ।
৫০. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক - কৃষ্ণকুমারী।


ইংরেজি


১. The word'beautiful' is - an adjective.
২. Please look above.Here 'above' is - Adverb.
৩. Oil your own machine.Here 'oil' is - verb.
৪. This is the fashion of the day.Here'fashion' is - a noun.
৫. Which of the following is an uncountable noun - food.
৬. I am going to buy _ bread and butter.(some)
৭. The masculine gender of 'lady' is - lord.
৮. Give me_ one taka note.(a)
৯. _ honesty of Suma is enviable.(The)
১০. _ should pay more taxes.(The rich)
১১. Choose the correct sentence - My pen is costly than yours.
১২. What is the superlative degree of 'Bad' - worst.
১৩. I _ a picture .Do you like it? (have just drawn)
১৪. Smoke fills the room.Which is the passive form of this sentence- The room is filled with smoke.
১৫. Which one is an imperative sentence- Open the door.
১৬. Who wrote the play 'Caesar and Cleopatra'- G.B.Shaw.
১৭. Who wrote the play 'Tempest' - William Shakespeare.
১৮. I know her birth place.Make it complex- I know where she was born.
১৯. Who wrote 'Gulliver's Travels' - Jonathan Swift.
২০. Synonym: Antonym - Nebulous:Clear; Minimize:Expand;Oppose: Support.
২১. Right spelling - Campaign, catalogue, colleague, diarrhea, lieutenant.
২২. I count _ your help.(upon)
২৩. Government has been entrusted_ elected politicians.(to)
২৪.He advised us to desist_ that attempt.(from)
২৫. The customer gets what he pays _ .(for)
২৬. Students learn better in an environment which is _ pressure.(free from)
২৭. While going to the class ___ . (I was bitten by a dog)
২৮. It is high time we __ our attitude.(changed)
২৯. Though he tried hard ,he failed.(compound) - He tried hard but failed.
৩০. Which is the correct sentence - The ship sunk in the Ocean.
৩১. The sentence'Actions speak louder than words' means - It is what we do that matters and not just what we say.
৩২. 'অন্যের দোষ ধরা সহজ' এর ইংরেজি - It is easy to find fault with others.
৩৩. Synonym: synonym, Degradation: Dishonour,Embellish:Adorn.
৩৪. Peace meaning - harmony.
৩৫. Mouth watering means - delicious.
৩৬. The antonym of 'chaos' is  - order.
৩৭. The antonym of 'popular' is - classical.
৩৮. What is the adjective of the word'village' - rural.
৩৯. Paradise lost is an - epic poem.
৪০. Which one is in sigular number- index.
৪১. 'A tale of  two cities' is written by - Charles Dickens.
৪২. 'Odds and ends' means - small things.
৪৩. Verb of number is - number.
৪৪. Plethora means - a large or excessive of something.
৪৫. 'A bolt from the blue' means - an unexpected calamity.
৪৬. Verb of the word'ability' is - enable.
৪৭. Which is a common noun - Infant.
৪৮. What is the noun form of the word'retard' - retardation.
৪৯. I know you .(complex).- I know who you are.
৫০. The verb of the word'poor' is - impoverish.


সাধারণ জ্ঞান 


১. ২০২২ সালে দুটি দেশ নিজেদের দেউলিয়া ঘোষণা করে - শ্রীলঙ্কা ও লেবানন।
২. ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের মাসকট - লায়েব।
৩. বাংলাদেশের প্রথম করোনা টিকা - কোভিশিল্ড।
৪. জাতীয় পাট দিবস - ৬ মার্চ।
৫. বঙ্গবন্ধুর দ্বিতীয় বই - কারাগারের রোজনামচা।
৬. ৩জি প্রথম চালু হয় - ২০০১ খ্রিষ্টাব্দে।
৭. মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা - ৩টি।
৮. বাংলাদেশের উপকূলীয় জেলা - ১৯টি।
৯. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা - বিশ্বব্যাংক।
১০.তাহরির স্কয়ার অবস্থিত - কায়রোতে।
১১. অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়েছে - ১৩টি (সর্বশেষ কোরিয়ান)।
১২. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ - ভ্যাটিক্যান সিটি।
১৩. ২০২২ সালে একুশে পদক লাভ করেন - ২৪ জন।
১৪.বাংলাদেশের জাতীয় স্লোগান - জয় বাংলা।
১৫. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় - ২৫৯১ মা:ড:।
১৬. বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্র - ২৮টি।
১৭. বর্তমানে দেশে উপজেলা - ৪৯৫টি।
১৮. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা - ১৬.৮২কোটি।
১৯. দেশে বর্তমানে স্বাক্ষরতার হার - ৭৫.২%।
২০. স্বাক্ষরতার হারে দেশের শীর্ষ জেলা - পিরোজপুর।
২১. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান - অষ্টম।
২২. বর্তমানে দেশে করমুক্ত আয়সীমা - ৩ লক্ষ টাকা।
২৩. এশিয়ার ক্ষুদ্রতম দেশ - মালদ্বীপ।
২৪. জাতীয় গণহত্যা দিবস - ২৫ মার্চ।
২৫. বাংলাদেশ শততম টেস্ট খেলে - শ্রীলঙ্কার বিপক্ষে।
২৬. সোয়াচ অব নোগ্ৰাউন্ড অবস্থিত - বঙ্গোপসাগরে।
২৭. অলিভ টারটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় - সেন্টমার্টিন।
২৮. ভারতীয় উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু করেন - লর্ড ক্যানিং।
২৯. ভবদহ বিল যে জেলায় অবস্থিত - যশোর।
৩০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩১. ডমিনো তত্ত্ব যে অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল - দক্ষিণ-পূর্ব এশিয়া।
৩২. কোন দেশের সংবিধানকে 'শান্তি সংবিধান' বলা হয় - জাপান।
৩৩. বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয় - প্রাক মৌসুমী বায়ু ঋতুতে।
৩৪. বিশ্ব প্রাণীদিবস - ৪ অক্টোবর।
৩৫. বাংলার সর্বপ্রাচীন জনপদ - পুন্ড্র।
৩৬. ছয়দফা দাবি উত্থাপন করা হয় - ১৯৬৬ সালে।
৩৭. এমডিজির অন্যতম লক্ষ্য - ক্ষুধা ও দারিদ্র্য দূর করা।
৩৮. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় - সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে।
৩৯. বাংলাদেশের জাতীয় সংসদ - এক কক্ষ বিশিষ্ট।
৪০. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় - ১৯৭৪ সালে।
৪১. বাংলাদেশের উষ্ণতম স্থান - নাটোরের লালপুর।
৪২. বর্তমানে ন্যামের সদস্যসংখ্যা - ১২০।
৪৩. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য - ৫টি।
৪৪. সার্ক প্রতিষ্ঠিত হয় - ১৯৮৫ সালে।
৪৫. জাতিসংঘ প্রতিষ্ঠা - ১৯৪৫ সালে।
৪৬. পদ্মা সেতুর দৈর্ঘ্য - ৬.১৫ কিমি।
৪৭. পদ্মাসেতু প্রকল্পে মোট জনবল - প্রায় ৪ হাজার।
৪৮. পদ্মাসেতু প্রকল্পে চুক্তিবদ্ধ চায়নিজ প্রতিষ্ঠান - চায়না রেলওয়ে গ্ৰুপ লিমিটেড।
৪৯. নিশীথ সূর্যের দেশ - নরওয়ে।
৫০. পৃথিবীর দীর্ঘতম নদী - নীলনদ।
৫১. পৃথিবীতে প্রথম ইন্টারনেট চালু হয় - ১৯৬৯ সালে।
৫২. শূন্য মাধ্যমে শব্দের বেগ - ০।
৫৩. চাপাতায় থাকে - ভিটামিন বি-কমপ্লেক্স।
৫৪. প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে - ৮০-৯০%।
৫৫. গ্ৰীণহাউস হচ্ছে - কাঁচের তৈরি ঘর।
৫৬. কোনটি বিদ্যুৎ অপরিবাহী - রাবার।
৫৭. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ - স্নায়ুতন্ত্র।
৫৮. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলে - প্যাথজেনিক।
৫৯. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় - ডায়নামো।
৬০. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি - গামা রশ্মি।
৬১. সুনামীর কারণ - সমুদ্র তলদেশের ভূমিকম্প।
৬২. বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে - ৯৯.৯৭%।
৬৩. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ - আমিষ।
৬৪. pH হলো - এসিড,ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক।
৬৫. কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র - তড়িৎবীক্ষণ যন্ত্র।
৬৬. যে গ্ৰহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক - শুক্র।
৬৭. কম্পিউটারের স্ক্যানার কোন ধরনের ডিভাইস - ইনপুট।
৬৮. ফেসবুকের জনক - মার্ক জুকারবার্গ।
৬৯. টুইটার চালু হয় কখন ও উদ্ভাবক কে - ২০০৬ সালে,উদ্ভাবক জ্যাক ডর্সি।
৭০. সুষম খাদ্যের উপাদান - ৬টি।
৭১. যে খাদ্যে প্রোটিন বেশি - মসুর ডাল।
৭২. জন্ডিসে আক্রান্ত হয় - যকৃত।
৭৩. মনিটর কোন ধরনের ডিভাইস - আউটপুট ডিভাইস।
৭৪. ব্যাংকিং শিল্পে কোন ধরনের ডিভাইস ব্যবহ্নত হয় - এমআইসিআর।
৭৫. এমএস এক্সেল কোন ধরনের প্রোগ্ৰাম - ডাটাবেস প্রোগ্ৰাম।
৭৬. বিখ্যাত ই-কমার্স সাইট - দারাজ ডটকম,আমাজন ডটকম।গণিত 


গণিতের নিম্নোক্ত ধরনগুলো প্র্যাকটিস করতে পারেন। এছাড়া এই প্রকারের গণিতগুলো দেখতে পারেন - উৎপাদকে বিশ্লেষণ,সূচক,সেট,বীজ গণিতের সূত্র, অনুপাত-সমানুপাত,মিশ্রন,শতকরা, লাভক্ষতি,ঐকিক নিয়ম,পরিমিতি,ক্রিকোণোমিতি।


১. একটি পঞ্চভুজের সমষ্টি - ৬ সমকোণ।
২. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের পাঁচগুণ ;সংখ্যা তিনটির গড় - ৪।
৩. A={1,2,3} , B=∅ হলে AUB = কত ? - {1,2,3}
৪. ৫জন শ্রমিক ৫দিনে ৫টি কাপড় বুনতে পারে।একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭জন শ্রমিকের কতদিন লাগবে - ৫দিন।
৫. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি ।সংখ্যাটি কত - ৭০।
৬. যদি a+b =2 ,ab= 1 হয় তবে aওb এর মান হবে - 1,1।
৭. a-1/a=3 হলে a³+1/a³= কত ? ১৮।
৮. f(x) =x³+kx³-6x+9; k এর মান কত হলে f(3) =0 হবে- (-2)।
৯. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গ মিটার হলে এর দৈর্ঘ্য কত ?  ৫০।
১০. পিতা ,মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর।মাতার বয়স কত ?  ৪১ বছর।
১১. একটি মিনারের পাদদেশে থেকে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৩০° হলে মিনারটির উচ্চতা কত - ২০/✓৩ মিটার।
১২.  একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল ।ক্ষতির শতকরা হার কত - ৫%।
১৩. ৫+৮+১১+১৪+....ধারাটির কোন পদ ৩০২ হবে - ১০০তম পদ।
১৪. ২০টি পুরস্কার মোট প্রতিযোগীর ৫%কে দেয়া হয় ও কেউই একটির বেশি পুরস্কার পায়নি ।প্রতিযোগী কত জন - ৪০০জন।
১৫. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ,ক্ষেএফল হবে - ✓3/4 a²।