প্রিয় ক্রিকেট ডটকমঃ আইপিএলকে ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি ক্রিকেটের সেরা আসর হিসেবে অভিহিত করা হয়।কারণ আইপিএলের মতো তারকাবহুল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টিটুয়েন্টি লিগ খুব বেশি নেই। আইপিএলের রেকর্ডগুলো নিয়েও তাই দর্শক ও সাপোর্টারদের মধ্যে বিশেষ আগ্ৰহ দেখা যায়। আসুন টিটুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই লিগের সর্বাধিক রানচেজের ১০ রেকর্ড দেখে নিই(সূত্র: ক্রিকেটোয়া)।
আইপিএলের শীর্ষ ১০ রানচেজ
আইপিএলের শীর্ষ ১০ রানচেজের রেকর্ডচিএ এখানে তুলে ধরছি।
১.রাজস্থান রয়্যালস ২২৬/৬ ,
প্রতিপক্ষ পাঞ্জাব কিংস
২০২০ আইপিএল ।
২.মুম্বাই ইন্ডিয়ান্স ২১৯/৬,
প্রতিপক্ষ সিএসকে
২০২১ আইপিএল ।
৩.রাজস্থান রয়ালস ২১৭/৭ ,
প্রতিপক্ষ ডেকান চার্জার্স
২০০৮ আইপিএল ।
৪.দিল্লি ক্যাপিটালস ২১৪/৩ ,
প্রতিপক্ষ গুজরাট লায়ন্স
২০১৭ আইপিএল ।
৫.কিংস ইলিভেন পাঞ্জাব ২১১/৪,
প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ
২০১৪ আইপিএল।
৬.লক্ষ্মৌ সুপার জায়ান্টস ২১১/৪,
প্রতিপক্ষ সিএসকে
২০২২ আইপিএল ।
৭.পাঞ্জাব কিংস ২০৮/৫,
প্রতিপক্ষ আরসিবি
২০২২ আইপিএল ।
৮. সিএসকে ২০৮/৫,
প্রতিপক্ষ আরসিবি
২০১২ আইপিএল ।
৯.সিএসকে ২০৭/৫,
প্রতিপক্ষ আরসিবি
২০১৮ আইপিএল ।
১০.কিংস ইলিভেন পাঞ্জাব ২০৬/৪,
প্রতিপক্ষ সিএসকে
২০১৪ আইপিএল ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন