প্রিয় ক্রিকেট ডটকমঃ করোনা মহামারীর প্রার্দুভাব কমার ফলে বিভিন্ন চাকরির পরীক্ষা আবার শুরু হয়েছে। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হচ্ছে।তাই চাকুরিপ্রার্থীদের জ্ঞাতার্থে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলি এখানে তুলে ধরা হলো।
১. রাশিয়ার SWIFT এর বিকল্প ব্যাংক - SPFS।
২. ২০২২ সালে ২টি রাষ্ট্র নিজেদের দেউলিয়া ঘোষণা করে - লেবানন ও শ্রীলঙ্কা।
৩.শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের নাম - Central bank of Sri Lanka।
৪.পাকিস্তানের বর্তমান ক্ষমতাশীল দল - পাকিস্তান মুসলিম লীগ।
৫. ২০২২ কাতার বিশ্বকাপের মাসকট - লায়েব ।
৬. ২০২২ কাতার বিশ্বকাপের বলের নাম - আল-রিহলা
৭. ২০২২ কাতার বিশ্বকাপ কয়টি মাঠে অনুষ্ঠিত হবে - ৮টি।
৮. সোজন বাদিয়ার ঘাট কোন জাতীয় গ্ৰন্থ - কাব্যগ্ৰন্থ।
৯.কোনটি উপন্যাস নয় - বলাকা।
১০.ভারতচন্দ্র রায়গুণাকর যে কাব্য রচনা করেন - অন্নদামঙ্গল।
১১.তিলোত্তমা কোন উপন্যাসের চরিত্র - দুর্গেশনন্দিনী।
১২. নবীণমাধব কোন নাটকের চরিত্র - নীলদর্পণ।
১৩. মোদের গরব, মোদের আশা,আ মরি বাংলা ভাষা' কার লেখা - অতুলপ্রসাদ সেন।
১৪. রেইনকোট গল্পের প্রধান চরিত্র - নুরুল হুদা।
১৫. দি ওল্ড ম্যান এন্ড দি সি' কার লেখা - আর্নেষ্ট হেমিংওয়ে।
১৬. ওয়ার এন্ড পিস' কার লেখা - লিও টলস্টয়।
১৭.হ্যামলেট' এর লেখক - উইলিয়াম শেক্সপিয়ার।
১৮.সম্প্রতি বিদেশের মাটিতে কোন দেশের বিপক্ষে বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জেতে - দক্ষিণ আফ্রিকা।
১৯.২০২২ সালে একুশে পদক লাভ করেন কতজন - ২৪ জন।
২০.বর্তমানে দেশের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র কোনটি - পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
২১. বাংলাদেশ কোন নারী/মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্ৰহন করে - দ্বাদশ।
২২.বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি - জয় বাংলা।
২৩.বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় -২৫৯১ মার্কিন ডলার।
২৪.বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার - ৬.৯৪%।
২৫. বর্তমানে কৃষিখাতে প্রবৃদ্ধির হার - ৩.১৭%।
২৬. বর্তমানে শিল্পখাতে প্রবৃদ্ধির হার - ১০.২৯%।
২৭. বর্তমানে সেবাখাতের প্রবৃদ্ধির হার - ৫.৭৩%।
২৮.দেশের প্রথম নৌকা জাদুঘরের নাম - বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।
২৯.কত বর্গকিলোমিটার এলাকাকে 'সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া' ঘোষণা করা হয়- ১৭৪৩ ব:কি:।
৩০. প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ন্যূনতম বয়স কত হতে হবে- ৫০ বছর।
৩১.বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেএ - ২৮টি।
৩২. বর্তমানে দেশে উপজেলা - ৪৯৫টি।
৩৩. বর্তমানে প্রবাসী আয়ের শীর্ষ দেশ - ভারত।
৩৪.দেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে - কর্ণফুলি।
৩৫.দেশে চরম দারিদ্র্যে শীর্ষ জেলা - কুড়িগ্রাম।
৩৬.বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা - ৪৩৮জন।
৩৭. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা -১৬.৮২ কোটি।
৩৮.দেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩৭%।
৩৯. বর্তমানে দেশে দারিদ্রের হার - ২০.৫%।
৪০. বর্তমানে দেশে স্বাক্ষরতার হার - ৭৫.২%।
৪১.বাংলাদেশে স্বাক্ষরতার হারে শীর্ষ জেলা - পিরোজপুর।
৪২.বাংলাদেশে স্বাক্ষরতার হারে শীর্ষ বিভাগ - বরিশাল।
৪৩.সালাম সালাম হাজার সালাম' গানের গীতিকার - ফজল-এ-খোদা।
৪৪.বাংলাদেশের ২০২১-২২ অর্থবছরের বাজেট কততম বাজেট - ৫১তম।
৪৫.২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের পরিমাণ - ৬,০৩,৬৮১ কোটি টাকা।
৪৬. বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি - ৯টি।
৪৭.বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা - ৮১টি।
৪৮.জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশ - অষ্টম।
৪৯. এশিয়ার বৃহত্তম দেশ - চীন।
৫০. এশিয়ার ক্ষুদ্রতম দেশ - মালদ্বীপ।
৫১. বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল - ৩৯টি।
৫২. বর্তমানে সাধারণ মুক্ত আয়সীমা - ৩ লক্ষ টাকা।
৫৩. কত বছর পরপর জনশুমারী ও গৃহগণনা হয় - ১০ বছর।
৫৪. অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল - ২০২১-২০২৫।
৫৫.দেশে বর্তমানে সম্প্রচারিত টিভি চ্যানেল -৩৫টি।
৫৬.মোবাইল কোর্ট কোন অপরাধে সর্বোচ্চ কত বছর সাজা দিতে পারে - ২ বছর।
৫৭.এভারেষ্ট শৃঙ্গের নেপালি নাম - সাগরমাতা।
৫৮.তিন নেতার মাজার' এর স্থপতি - শিল্পী মাসুদ আহমেদ।
৫৯. আসিয়ানের সদরদপ্তর - ম্যানিলা।
৬০. থাইল্যান্ডের মুদ্রার নাম - বাথ।
৬১. জাতীয় গণহত্যা দিবস - ২৫ মার্চ।
৬২.বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে - শ্রীলঙ্কা।
৬৩.মুক্তিযুদ্ধভিওিক চলচ্চিত্র 'ভূবনমাঝি' র পরিচালক - ফাখরুল আরেফিন খান।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন