প্রিয় ক্রিকেট ডটকমঃ২০২২ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো অষ্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ফাইনালে অষ্ট্রেলিয়া নারী দল ইংল্যান্ড নারী ক্রিকেট দলকে ৭১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। উল্লেখ্য অষ্ট্রেলিয়া নারী ক্রিকেট দল এই নিয়ে সপ্তমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল। এবারের(২০২২) আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা দশ পারফরমারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
আইসিসি নারী বিশ্বকাপের সেরা পারফরমার
এবারের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ছিল নিউজিল্যান্ড। যদিও ফাইনালে উঠে অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ড নারী ক্রিকেট দল। ফাইনালে অষ্ট্রেলিয়ার ব্যাটার আলিসা হিলি ১৭০ রানের এক রেকর্ডগড়া ইনিংস খেলেন ( যা ওয়ানডের যেকোন টুর্নামেন্ট ফাইনালের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস)। আসুন এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা দশ (পাঁচ ব্যাটার ও পাঁচ বোলার) পারফরমারের পরিসংখ্যান দেখে নিই।
সেরা পাঁচ ব্যাটার
এবারের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা পাঁচ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।
আলিসা হিলি (অষ্ট্রেলিয়া) - ৯ ম্যাচে ৫০৯ রান।
রাচাল হাইনিস (অষ্ট্রেলিয়া ) - ৯ ম্যাচে ৪৯৭ রান।
নাতালি স্কাইবার ( ইংল্যান্ড) - ৯ ম্যাচে ৪৩৬ রান।
লাউরা উলবার্ট (দক্ষিণ আফ্রিকা) - ৮ ম্যাচে ৪৩৩ রান।
ম্যাঘ ল্যানিং (অষ্ট্রেলিয়া) - ৯ ম্যাচে ৩৯৪ রান।
সেরা পাঁচ বোলার
এবারের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান দেখে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন