প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২১-২২ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে এক রাউন্ড বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উল্লেখ্য ডিপিএলের এর আগের দুই আসরে আবাহনী লিমিটেড চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষ পারফরমারদের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।
২০২১-২২ ডিপিএলের শীর্ষ ব্যাটার
এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষ ব্যাটার ছিলেন এনামুল হক বিজয়। এখানে এবারের ডিপিএলের শীর্ষ ব্যাটারদের পরিসংখ্যান তুলে ধরছি।
১. এনামুল হক বিজয় - ১৪ ইনিংসে - ১০৪২ রান।
২. নাঈম ইসলাম। - ১৪ ইনিংসে - ৮৩৬ রান।
৩. মোসাদ্দেক হোসেন - ১৪ ইনিংসে - ৬৫৮ রান।
২০২১-২২ ডিপিএলের শীর্ষ বোলার
এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষ বোলার ছিলেন রাকিবুল হাসান। এখানে এবারের ডিপিএলের শীর্ষ বোলারদের পরিসংখ্যান তুলে ধরছি।
১. রাকিবুল হাসান - ১৪ ইনিংসে ২৭ উইকেট।
২. পারভেজ রসুল - ১৪ ইনিংসে ২৬ উইকেট।
৩. চিরাগ জেনি - ১৪ ইনিংসে ২৫ উইকেট।
ডিপিএলের চ্যাম্পিয়ন তালিকা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০১৩-১৪ আসর থেকে লিষ্ট'এ' এর মর্যাদা লাভ করে। এখানে ডিপিএলের ২০১৩-১৪ আসরসহ পরবর্তী আসরগুলোর চ্যাম্পিয়ন তালিকা তুলে ধরা হলো।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন