WHAT'S NEW?
Loading...

এবারের আইপিএলে টিমগুলোর অবস্থান দেখে নিন

                                                               
প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের আইপিএলের মাঠের লড়াই বেশ জমে উঠেছে। এবার আইপিএলে প্রচুর রান হচ্ছে। এছাড়া প্রায় প্রতিটি ম্যাচে ভালো ক্রিকেট দেখা যাচ্ছে। আসুন ২০২২ আইপিএলের টিমগুলোর সর্বশেষ পয়েন্ট টেবিল, পারফরম্যান্স ইত্যাদি দেখে নিই।


চেন্নাই সুপার কিংস 

নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার অধীনে চেন্নাই সুপার কিংস এবার মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। যদিও এখনও দলটির পরাজয়ের পাল্লা ভারী। আসুন চেন্নাই সুপার কিংসের সর্বশেষ অবস্থান দেখে নিই।

মোট ম্যাচ - ৭ 

জয় -২ 

পরাজয় -৫ 

পয়েন্ট - ৪

মুম্বাই ইন্ডিয়ান্স

এবারের আইপিএলে সবচেয়ে বড় আপসেট হচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবার প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি এবং ইতিমধ্যে ৮ ম্যাচ খেলে সবগুলো হেরেছে। এছাড়া প্রায় প্রতিটি ম্যাচে মুম্বাইয়ের গেমপ্ল্যান ভুল প্রমাণিত হয়েছে। আসুন মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বশেষ অবস্থান দেখে নিই।


মোট ম্যাচ - ৮

জয় -০

পরাজয় - ৮

পয়েন্ট - ০

পাঞ্জাব কিংস 

পাঞ্জাব কিংস এবারের আইপিএলে এখনও মোটামুটি শক্ত অবস্থানে রয়েছে। যদিও এখনও দলটির জয়ের চেয়ে পরাজয়ের পাল্লা ভারী। আসুন পাঞ্জাব কিংসের সর্বশেষ অবস্থান দেখে নিই।

মোট ম্যাচ - ৭

জয় - ৩

পরাজয় - ৪

পয়েন্ট - ৬

দিল্লি ক্যাপিটালস

এবারের আইপিএলেও দিল্লি ক্যাপিটালস যথারীতি ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে।যদিও দিল্লির পরাজয়ের পাল্লা এখনও ভারী। আসুন দিল্লি ক্যাপিটালসের সর্বশেষ অবস্থান দেখে নিই।


মোট ম্যাচ - ৭

জয় - ৩

পরাজয় - ৪

পয়েন্ট - ৬

লক্ষ্মৌ সুপার জায়ান্টস 

আইপিএলের নতুন ফ্রাঞ্চাইজি লক্ষ্মৌ সুপার জায়ান্টস নিজেদের প্রথম আসরেই চমক দেখাতে সক্ষম হয়েছে।এখনপর্যন্ত লক্ষ্মৌর সার্বিক পারফরম্যান্স বেশ ভালো। আসুন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের সর্বশেষ অবস্থান দেখে নিই।

মোট ম্যাচ -৮

জয় - ৫

পরাজয় - ৩

পয়েন্ট - ১০

রাজস্থান রয়্যালস 

রাজস্থান রয়্যালস এই আইপিএলে এখনও বেশ ভালো অবস্থানে রয়েছে। এবার রাজস্থান রয়্যালস হাইস্কোরিং ম্যাচে জয়লাভ করছে। এছাড়া এই দলটি  এবার ব্যাটিং ,বোলিং ,ফিল্ডিং তিন ক্ষেএেই সফলতা দেখাতে সক্ষম হয়েছে। আসুন রাজস্থান রয়্যালসের সর্বশেষ অবস্থান দেখে নিই।

মোট ম্যাচ - ৭

জয় - ৫

পরাজয় -২

পয়েন্ট - ১০

কেকেআর

কেকেআর এবারের আইপিএলে এই মুহূর্তে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। যদিও দলটির পরাজয়ের পাল্লা এখনও ভারী। আসুন কেকেআরের সর্বশেষ অবস্থান দেখে নিই।

মোট ম্যাচ - ৮

জয়- ৩ 

পরাজয় - ৫ 

পয়েন্ট - ৬ 

আরসিবি

আরসিবি এবার নতুন অধিনায়কের(ডু প্লেসিস) নেতৃত্বে দারুণ ক্রিকেট খেলছে।এই দলটি এখনও বেশ ভালো অবস্থানে রয়েছে। আসুন আরসিবির সর্বশেষ অবস্থান দেখে নিই।

মোট ম্যাচ - ৮

জয় - ৫

পরাজয় - ৩

পয়েন্ট - ১০

সানরাইজার্স হায়দরাবাদ 

সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএলে দারুণ ক্রিকেট খেলছে। কেন উইলিয়ামসনের নেতৃত্বে এই দলটি এই মুহূর্তে বেশ ভালো অবস্থানে রয়েছে। আসুন সানরাইজার্স হায়দরাবাদের সর্বশেষ অবস্থান দেখে নিই।

 মোট ম্যাচ - ৭

জয় - ৫

পরাজয় - ২

পয়েন্ট - ১০ 

গুজরাট টাইটানস 

এবারের আইপিএলের নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানস চমৎকার ক্রিকেট উপহার দিতে সক্ষম হয়েছে।হ্নাদিক পান্ডিয়ার নেতৃত্বে এই দলটি এবারের আইপিএলে ইতিমধ্যে মাএ একটি ম্যাচে হেরেছে এবং বাকি সব ম্যাচ জিতেছে। আসুন গুজরাট টাইটানসের সর্বশেষ অবস্থান দেখে নিই।

মোট ম্যাচ - ৭ 

জয় - ৬

পরাজয় -১ 

পয়েন্ট - ১২