প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য আবেদন চলছে।আগ্ৰহীদের জ্ঞাতার্থে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট (২০২২)পদে আবেদনের বিস্তারিত তথ্য এখানে তুলে ধরছি।
পদ : অফিসার ক্যাডেট
পদসংখ্যা : অনির্দিষ্ট
বয়স : ১ জানুয়ারি,২০২৩ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেএে বয়স ১৮ থেকে ২৩ বছর।
শারীরিক যোগ্যতা :
পুরুষ :
উচ্চতা - (৫' - ৪")
ওজন - ৫০ কেজি ;
বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেমি ,সম্প্রসারিত ৮১ সেমি ।
নারী :
উচ্চতা - (৫'-২")
ওজন : ৪৭ কেজি
বুকের মাপ : স্বাভাবিক ৭১ সেমি , সম্প্রসারিত ৭৬ সেমি ।
শিক্ষাগত যোগ্যতা :
১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) /সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উওীর্ণ।উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে।
২.ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেএে 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে এ-গ্ৰেড , ৩টিতে বি-গ্ৰেড থাকতে হবে। এছাড়া 'এ' লেভেলের প্রার্থীদের ক্ষেএে ন্যূনতম ২টি বিষয়ে বি-গ্ৰেড পেয়ে উওীর্ণ (উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানসহ)।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
জাতীয়তা : বাংলাদেশী
প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার :
ঢাকা, চট্রগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার আগামী ২২-২৬ মে,২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উওীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা (বুদ্ধিমওা, ইংরেজি ও সাধারণ জ্ঞান) ২৭ মে,২০২২ তারিখে উল্লিখিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
যোগদান
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আইএসএসবি কর্তৃক পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্যপরীক্ষা, চূড়ান্ত মনোনয়ন পর্ষদের পর ২০২৩ সালের প্রথম সপ্তাহে চট্রগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।
সুযোগ সুবিধা
বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগপ্রাপ্তরা নিম্নোক্ত সুযোগ সুবিধা পাবেন।
সশস্ত্রবাহিনীর বেতনস্কেল অনুযায়ী বেতন-ভাতা। এছাড়া রয়েছে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনে যোগদানের সুযোগ, চিকিৎসা ও বাসস্থান সুবিধা ইত্যাদি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন