WHAT'S NEW?
Loading...

শ্রীলঙ্কার পাঁচ সফল কোচের রেকর্ড

                                                               

                                              ছবি : ক্রিস সিলভারউড

                             


প্রিয় ক্রিকেট ডটকমঃ শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের হেডকোচ হিসেবে অনেকেই সাফল্য পেয়েছেন এক্ষেএে ডেভ হোয়াটমোর,ট্রেভর বেলিস,পল ফ্রাব্রেস,টম মুভির নাম বিশেষভাবে উচ্চারিত হয়।সম্প্রতি ক্রিস সিলভারউডকে(ইংল্যান্ডের সদ্যসাবেক কোচ) শ্রীলঙ্কার হেডকোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য এর ফলে এই ইংলিশ কোচ শ্রীলঙ্কার হেডকোচ হিসেবে মিকি আর্থারের স্থলাভিষিক্ত হলেন। শ্রীলঙ্কার পাঁচ সফল কোচের রেকর্ড এখানে তুলে ধরছি। 


শ্রীলঙ্কার পাঁচ সফল কোচ 


আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কা পুরনো টিমগুলোর একটি। এছাড়া ক্রিকেটে শ্রীলঙ্কার দীর্ঘ সাফল্যের রেকর্ড রয়েছে।এর ফলে শ্রীলঙ্কার কোচদের নিয়েও ক্রিকেটের সাপোর্টারদের মধ্যে বিশেষ আগ্ৰহ থাকে। শ্রীলঙ্কার কোচ হিসেবে যারা সাফল্য পেয়েছেন তাদের মধ্যে ডেভ হোয়াটমোর,ট্রেভর বেলিস,পল ফ্রাব্রেস,টম মুডি অন্যতম। এখানে শ্রীলঙ্কার পাঁচ সফল কোচের রেকর্ড তুলে ধরছি।ডেভ হোয়াটমোর 


শ্রীলঙ্কার প্রথম সফল কোচ হিসেবে ডেভ হোয়াটমোরের নাম উচ্চারিত হয়।শ্রীলঙ্কার ক্রিকেটে প্রথম  বড় সাফল্য আসে ডেভ হোয়াটমোরের হাত ধরে।ডেভ হোয়াটমোরের অধীনে শ্রীলঙ্কা ১৯৯৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়।


পল ফ্রাব্রেস 


শ্রীলঙ্কার সবচেয়ে সফল কোচদের মধ্যে পল ফ্রাব্রেস অন্যতম।এই কোচের অধীনে শ্রীলঙ্কা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন (২০১৪ টি২০ বিশ্বকাপ)হয়। এছাড়া ফ্রাব্রেসের অধীনে শ্রীলঙ্কা ২০১৪ সালে এশিয়া কাপের শিরোপা জয় করে।


টম মুডি 


শ্রীলঙ্কার সফল কোচদের মধ্যে টম মুডি অন্যতম।এই অষ্ট্রেলিয়ান কোচের অধীনে শ্রীলঙ্কার সামগ্ৰিক সাফল্যের হার একেবারে খারাপ ছিল না।টম মুডির অধীনে শ্রীলঙ্কা ২০০৭ ওডিআই বিশ্বকাপে রানার্সআপ হয়।


ট্রেভর বেলিস 


শ্রীলঙ্কার সফল কোচদের মধ্যে ট্রেভর বেলিসের নামটিও উচ্চারিত হয়।এই কোচের অধীনে শ্রীলঙ্কার সবচেয়ে বড় সাফল্য ছিল ২০১১ ওডিআই বিশ্বকাপে রানার্সআপ হওয়া। এছাড়াও শ্রীলঙ্কার কোচ হিসেবে ট্রেভর বেলিসের সামগ্ৰিক সাফল্যের হার একেবারে খারাপ ছিল না।জন ডাইসন শ্রীলঙ্কার সফল কোচদের তালিকায় জন ডাইসনের নামটিও উচ্চারিত হয়।এই কোচের অধীনে শ্রীলঙ্কা ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে সেমিফাইনাল খেলে। এছাড়াও ডাইসনের অধীনে শ্রীলঙ্কার সামগ্ৰিক সাফল্যের হার ভালো ছিল।