প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আপডেট (২০২২)প্লেয়ার তালিকা প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ২০২২ সিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে টিমগুলো কোন প্লেয়ারদের ধরে রেখেছে ও কোন প্লেয়ারদের আগাম চুক্তিবদ্ধ করেছে সেটি জানিয়ে দেয়া হলো। উল্লেখ্য এবারের(২০২২) সিপিএল শুরু হবে ৩০ আগষ্ট ও সিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। আসুন ২০২২ সিপিএলের টিমগুলোর আপডেট প্লেয়ার তালিকা দেখে নিই।
২০২২ সিপিএলের আপডেট প্লেয়ার তালিকা
সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২২ আসরের আপডেট প্লেয়ার তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ড্রাফটের আগে টিমগুলো কোন প্লেয়ারদের ধরে রেখেছে (রিটেইনড) ও কোন প্লেয়ারদের আগাম চুক্তিবদ্ধ করেছে সেটি জানিয়ে দেয়া হলো। এখানে ২০২২ সিপিএলের আপডেট প্লেয়ার তালিকা তুলে ধরছি।
ত্রিনবাগো নাইট রাইডার্স
রিটেইনড : কিয়েরন পোলার্ড, সুনীল নারাইন,আকিল হোসেন,জেইডেন সিলস,টিওন ওয়েবস্টার।
আগাম চুক্তিবদ্ধ : আন্দ্রে রাসেল, নিকোলাস পুরাণ ।
সেন্ট লুসিয়া কিংস
রিটেইনড : রুষ্টন চেজ,কেসরিক উইলিয়ামস,আলজারি জোসেফ,জেভর রয়াল।
আগাম চুক্তিবদ্ধ : জনসন চার্লস, মার্ক ডেয়াল ।
জামাইকা তালাওয়াশ
রিটেইনড : রবম্যান পাওয়েল, কেনার লুইস,সামারাহ ব্রুকস।
আগাম চুক্তিবদ্ধ : ফেবিয়ান এলেন,ব্রেন্ডন কিংস ।
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স
রিটেইনড : ডোয়াইন ব্রাভো,এভিন লুইস,শেরফানে রাদারফোর্ড,শেলডন কটরেল,ডমিনিক ড্রেকস।
আগাম চুক্তিবদ্ধ : আন্দ্রে ফ্লেচার,ডারেন ব্রাভো।
বার্বাডোজ রয়ালস
রিটেইনড : জেসন হোল্ডার, কাইল মায়ের্স,হেইডেন ওয়ালস,ওশানে থমাস,নাহেম ইয়ং।
চুক্তিবদ্ধ : ওবেদ ম্যাকয়,ডেভন থমাস ।
গায়ানা আমাজন ওয়ারিয়র্স
রিটেইনড : শিমরন হেটমায়ার,ওডিয়ান স্মিথ, রোমারিও শেফার্ড,চন্দ্রপল হেমরাজ।
চুক্তিবদ্ধ : কিমো পল,গোদাকেস মটি ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন