প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ সেনাবাহিনীতে (সৈনিক) নিয়োগের (৮৯ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অন্যান্য যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারবেন। সৈনিক পদে নারী ও পুরুষ উভয় ধরনের প্রার্থীই আবেদন করতে পারবেন।এই আবেদন প্রক্রিয়া আগামী ৩০ এপ্রিল,২০২২ তারিখ পর্যন্ত চলবে। নিম্নে বাংলাদেশ সেনাবাহিনীর (সৈনিক) পদে (৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স) আবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
পদ : সৈনিক (৮৯ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স)
পদসংখ্যা : অনির্দিষ্ট
কোর্স : ৮৯ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
প্রার্থীর ধরন : নারী ও পুরুষ
যোগ্যতা : এইচএসসি পাস।তবে বাংলা মিডিয়ামের ক্ষেএে এসএসসি ও এইচএসসি পরীক্ষার যেকোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে। এছাড়া ইংরেজি মিডিয়ামের ক্ষেএে ও-লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ'গ্ৰেড ও ৩টিতে 'বি'গ্ৰেড থাকতে হবে এবং এ-লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম 'বি'গ্ৰেডে উওীর্ণ হতে হবে। উল্লেখ্য ২০২২ সালের এইচএসসি/এ-লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে এসএসসিতে জিপিএ ৫.০০ অথবা ও-লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ'গ্ৰেড ও ৩টি 'বি' গ্ৰেড থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ : উচ্চতা - ৫ফুট ৪ ইঞ্চি
পুরুষ : ওজন - ৫৪কেজি
পুরুষ : বুক - স্বাভাবিক ৩০ ইঞ্চি,সম্প্রসারিত ৩২ ইঞ্চি।
নারী : উচ্চতা - ৫ফুট ২ইঞ্চি
নারী : ওজন - ৪৭ কেজি
নারী : বুক - স্বাভাবিক ২৮ ইঞ্চি,সম্প্রসারিত ৩০ ইঞ্চি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন