ছবি: এলান ডোনাল্ড
প্রিয় ক্রিকেট ডটকমঃ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন পেসবোলিং কোচ ও ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসবোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক জনপ্রিয় পেসার এলান ডোনাল্ড। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে অষ্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে নিয়োগ দেয়া হয়েছে।
এলান ডোনাল্ডের ক্যারিয়ার ও অন্যান্য
দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা পেসার এলান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন বিখ্যাত ক্লাবের হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন। এর আগে বাংলাদেশের পেসবোলিং কোচ ওটিস গিবসন দায়িত্ব ছেড়ে দেয়ায় এলান ডোনাল্ডকে আগামী টিটুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হলো।এলান ডোনাল্ডের ক্যারিয়ারচিএ এখানে তুলে ধরছি।
টেস্ট ক্যারিয়ার
মোট টেস্ট খেলেছেন - ৭২টি
উইকেট নিয়েছেন - ৩৩০টি
ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩বার।
ওয়ানডে ক্যারিয়ার
মোট ওয়ানডে খেলেছেন -১৬৪টি
উইকেট নিয়েছেন - ২৭২টি
সেরা ওয়ানডে বোলিং -৬/২৩।
কোচিং ক্যারিয়ার
এলান ডোনাল্ড নিম্নোক্ত টিমগুলোর কোচ ছিলেন।
দক্ষিণ আফ্রিকা জাতীয় দল।
নিউজিল্যান্ড জাতীয় দল।
ইংল্যান্ড জাতীয় দল ।
কাউন্টি দল ক্যান্ট।
আইপিএল দল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শেন ম্যাকডারমটের ক্যারিয়ার ও অন্যান্য
শেন ম্যাকডারমট মূলত অষ্ট্রেলিয়ান কোচ।শেন ম্যাকডারমটকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে।শেন ম্যাকডারমট এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। শেন ম্যাকডারমট এর আগে যেসব দলের সাথে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন সেগুলোর নাম এখানে তুলে ধরছি।
২০০৬-২০০৮ বাংলাদেশ জাতীয় একাডেমির হেডকোচ
বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ
বাংলাদেশ এইচপি দলের ফিটনেস সমন্বয়কারী
শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচ
অষ্ট্রেলিয়ার সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচ
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন