প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি প্রয়াত হয়েছেন অষ্ট্রেলিয়ান লেগস্পিন লিজেন্ড শেন ওয়ার্ন।সম্প্রতি থাইল্যান্ডের কো সামুই দ্বীপে নিজের ভিলাতে আকস্মিক হার্টঅ্যাটাকে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি লেগ স্পিনার। মৃত্যুকালে এই লেগস্পিন লিজেন্ডের বয়স হয়েছিল ৫২ বছর। ক্রিকেটের এক আলোচিত চরিত্র ছিলেন শেন ওয়ার্ন।বলা হয় লেগস্পিনকে জনপ্রিয় করার পেছনে তাঁর বিশেষ অবদান রয়েছে। এছাড়া ক্রিকেটের ইতিহাসে এরকম চৌকস লেগস্পিনার খুব বেশি দেখা যায়নি।এই স্টোরিতে শেন ওয়ার্নের বর্ণাঢ্য ক্যারিয়ারচিএ ও তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব।
শেন ওয়ার্নের ক্যারিয়ারচিএ
ক্রিকেটের এক বিচিত্র চরিত্র বলা হয় শেন ওয়ার্নকে। মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন সময় পাগলাটে আচরণ , নিষিদ্ধ ড্রাগ সেবন এবং সেইসাথে ক্রিকেট মাঠে চৌকস লেগস্পিন এসবকিছু মিলিয়ে শেন ওয়ার্ন সবসময়ই ছিলেন ক্রিকেটের এক আলোচিত চরিত্র । বিশেষত অষ্ট্রেলিয়ার ১৯৯৯ সালের বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওয়ার্ন।এই লেগস্পিন লিজেন্ড ২০১৩ সালে বিগব্যাশের পর সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন।শেন ওয়ার্নের ক্যারিয়ারচিএ এখানে তুলে ধরছি।
টেস্ট ক্যারিয়ার
টেস্ট অভিষেক - ১৯৯২ সালে (প্রতিপক্ষ ভারত)
১৪৫টি টেস্ট ম্যাচ খেলেছেন
মোট রান ৩১৫৪।
উইকেট - ৭০৮টি।
টেষ্টে ১০বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন।
ওয়ানডে ক্যারিয়ার
ওয়ানডে অভিষেক - ১৯৯৩ সালে (প্রতিপক্ষ নিউজিল্যান্ড)
১৯৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন
মোট রান ১০১৮।
উইকেট - ২৯৩টি।
ওয়ানডেতে ৫বার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।
ফাষ্টক্লাস ক্যারিয়ার
৩০১টি ফাষ্টক্লাস ম্যাচ খেলেছেন
মোট রান - ৬৯১৯ ।
২ সেঞ্চুরি ও ২৬টি ফিফটি।
মোট উইকেট - ১৩১৯ টি।
১২বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ।
শেন ওয়ার্ন যেসব ক্লাবে খেলেছেন
শেন ওয়ার্ন তাঁর খেলোয়াড়ি জীবনে ভিক্টোরিয়া,হ্যাম্পশায়ার, রাজস্থান রয়্যালস, মেলবোর্ন স্টারসের হয়ে ফাষ্টক্লাস ক্রিকেট খেলেছেন।
শেন ওয়ার্ন সম্পর্কে অজানা যা
শেন ওয়ার্ন শেষপর্যন্ত ক্রিকেটের ইতিহাসে এক বিশিষ্ট চরিত্র হিসেবে থাকবেন। তাঁর অদ্ভুত সব কান্ডকীর্তির সাথে একথাও বাস্তব যে তাঁর মত চৌকস লেগস্পিনার ক্রিকেট ইতিহাসে বিরল। আসুন শেন ওয়ার্ন সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই।
টেস্ট অভিষেকে চমৎকার ব্যাটিং করেছিলেন
শেন ওয়ার্ন যদিও ক্রিকেট ইতিহাসের সেরা এক লেগস্পিনার হিসেবে স্বীকৃত তবে একথা হয়তো অনেকের অজানা যে নিজের টেস্ট অভিষেকে এই লেগস্পিনার বল হাতে খুব বেশি সফলতা পাননি কিন্তু ব্যাট হাতে বেশ কার্যকর একটি ইনিংস খেলেছিলেন।
অভিষেক টেস্টে বল হাতে ব্যর্থতা
শেন ওয়ার্ন নিজের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ৪৫ ওভার বল করে ১৫০ রান দিয়ে মাএ ১টি উইকেট পেয়েছিলেন।
ছোটবেলায় লেগস্পিনের সাথে ভালো ব্যাটিং করতেন
শেন ওয়ার্ন ছোটবেলায় লেগস্পিনের পাশাপাশি ব্যাট হাতেও বেশ দক্ষতার পরিচয় দেন।অবশ্য পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটেও এই লেগস্পিন লিজেন্ডের ব্যাট হাতে সফলতা রয়েছে। উল্লেখ্য ওয়ার্ন টেষ্টে ব্যাট হাতে মোট ৩১৫৪ রান ও ওয়ানডেতে ১০১৮ রান করেছেন। তাঁর ১২টি টেস্ট ফিফটি ও ১টি ওয়ানডে ফিফটি রয়েছে।
একসময় ফুটবলও খেলেছেন
শেন ওয়ার্ন একসময় অষ্ট্রেলিয়ার সেন্ট কিলডা ফুটবল ক্লাবের অনুর্ধ্ব ১৯ টিমে খেলেছেন।
শেন ওয়ার্ন ফিটনেস সচেতন ছিলেন না
শেন ওয়ার্ন তাঁর ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ফিটনেস সচেতন ছিলেন না। উল্লেখ্য নিজের অভিষেক টেস্টে ওয়ার্নের ওজন ছিল ৯৭ কেজি ।
আইপিএলে প্রথম সফল ক্যাপ্টেন
আইপিএলের প্রথম আসরে শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়।
টেস্ট ক্রিকেটের সর্বকালের দ্বিতীয় সেরা বোলার
শেন ওয়ার্ন টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক (৭০৮উইকেট)। উল্লেখ্য টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুওিয়া মুরালিধরন (৮০০উইকেট)
ক্যারিয়ারের কাল অধ্যায়
শেন ওয়ার্ন ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় ডোপটেষ্টে পজিটিভ হন এবং বিশ্বকাপের মাঝপথে তাকে অষ্ট্রেলিয়ায় ফিরে যেতে হয়। পরবর্তীতে ডোপটেষ্টে পজিটিভ হওয়ার কারণে তাকে ১ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।
শেন ওয়ার্নের বিখ্যাত উক্তি
শেন ওয়ার্নের কিছু বিখ্যাত উক্তি এখানে তুলে ধরছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন