ছবি: স্টিভ স্মিথ
প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি অষ্ট্রেলিয়ার জনপ্রিয় ব্যাটার স্টিভ স্মিথ পাকিস্তানের বিপক্ষে লাহোর টেষ্টে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন।লাহোর টেষ্টে ব্যাট করতে নেমে এই ব্যাটার নিজের ৮০০০ টেস্ট রানের (টেষ্টে সবচেয়ে দ্রুততম ৮হাজার রান) মাইলফলক স্পর্শ করেন। ।স্মিথ এখন টেস্ট ক্রিকেটে (১৫১ ইনিংসে) সবচেয়ে দ্রুততম ৮ হাজার রানের রূপকার ।এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কা সাবেক ব্যাটার কুমার সাঙ্গাকারার(১৫২ ইনিংস) নামের পাশে। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রানকারী ১০ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
টেস্ট ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রানকারী ১০ ব্যাটার
ক্রিকেটের বেসিক ও অভিজাত ফরম্যাট হচ্ছে টেস্ট ক্রিকেট।সব ব্যাটারই টেস্ট ক্রিকেটে ভালো করতে চান।যদিও ক্রিকেটের এই ফরম্যাটে সব ব্যাটার সমানভাবে সফলতা পান না এবং এর পেছনে বহু কারণ থাকে। রেকর্ডবুকে তাকালে দেখা যায় ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে (টেস্ট) ব্যাট হাতে ৮ হাজার রানকারী ব্যাটারের সংখ্যা খুব বেশি নেই।এক্ষেএে উল্লেখযোগ্য তথ্য হলো অষ্ট্রেলিয়ার মাএ ৬জন ব্যাটার ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে ৮ হাজার বা এর বেশি রান করতে পেরেছেন।তাই স্বাভাবিকভাবেই বলা যায় টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান করা সহজ বিষয় নয়। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রানকারী শীর্ষ ১০ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন