ছবি : বাংলাদেশ ওয়ানডে দল
প্রিয় ক্রিকেট ডটকমঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।এর মধ্যদিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে কোন সিরিজ জিতল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই সিরিজ জয়ের ফলে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের শক্তিমত্তা নতুন করে প্রমাণিত হয়েছে। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যসমাপ্ত ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়লাভ করে। এখানে বিদেশের মাটিতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডগুলো তুলে ধরছি।
বিদেশে বাংলাদেশের যত (ওয়ানডে) সিরিজ জয়
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ক্রমশ শক্তিশালী এক টিম হিসেবে নিজেদের সামর্থ্যের পরিচয় তুলে ধরছে। এর সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশের ২-১ ব্যবধানে জয়লাভ। আসুন বিদেশের মাটিতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডগুলো দেখে নিই।
বিদেশে প্রথম ওয়ানডে সিরিজ
বাংলাদেশ বিদেশের মাটিতে প্রথম একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলে ১৯৮৫/৮৬ সালে শ্রীলঙ্কায়।সেটি ছিল একটি এিদেশীয় সিরিজ (বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা)।সেই সিরিজে অবশ্য শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়।
কেনিয়ায় সিরিজ জয় ২০০৬
বিদেশের মাটিতে বাংলাদেশ প্রথম কোন ওয়ানডে সিরিজ জয় করে ২০০৬ সালে।২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে (কেনিয়ায় অনুষ্ঠিত) একটি ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয়লাভ করে।
জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়
বাংলাদেশ বিদেশের মাটিতে দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জেতে জিম্বাবুয়েতে (২০০৬/০৭) এবং প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়
বাংলাদেশ ২০০৬/০৭ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এক এিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়।সেই ওয়ানডে সিরিজের অংশগ্রহণকারী তিন দেশ ছিল যথাক্রমে বাংলাদেশ, বারমুডা ও কানাডা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়
বাংলাদেশ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়লাভ করে।এটি ছিল বিদেশের মাটিতে বড় কোন টিমের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড।
জিম্বাবুয়ের মাটিতে দ্বিতীয় সিরিজ জয়
২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে একটি ওয়ানডে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয়বার বাংলাদেশ দল সিরিজ জয় করে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয়বার সিরিজ জয়
২০১৮ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জয় করে।
আয়ারল্যান্ডে সিরিজ জয়
২০১৯ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত এক এিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।সেই ওয়ানডে সিরিজে বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ অংশগ্রহণ করে।
জিম্বাবুয়ের মাটিতে তৃতীয় সিরিজ জয়
বাংলাদেশ ২০২১ সালে জিম্বাবুয়ের মাটিতে একটি ওয়ানডে সিরিজে জয়লাভ করে। উল্লেখ্য এটি ছিল জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড।
দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়লাভ করল বাংলাদেশ দল। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম কোন সিরিজ জয়ের রেকর্ড।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন