প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী ২৬ মার্চ,২০২২ তারিখে শুরু হতে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল)।এটি হবে আইপিএলের পঞ্চদশ আসর। ইতিমধ্যে সবগুলো ফ্রাঞ্চাইজি নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এবারের আইপিএলে দুটি নতুন ফ্রাঞ্চাইজি যুক্ত হয়েছে ( গুজরাট টাইটানস ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস)। এখানে ২০২২ আইপিএলের ফ্রাঞ্চাইজি ও ম্যাচসিডিউলের বিস্তারিত তুলে ধরছি।
ফ্রাঞ্চাইজি
২০২২ সালের আইপিএলে মোট ফ্রাঞ্চাইজি হচ্ছে ১০টি।গত আইপিএলে ৮টি ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করেছিল তবে এবার নতুন দুই ফ্রাঞ্চাইজি যুক্ত হয়েছে। এবারের আইপিএলের ফ্রাঞ্চাইজিতালিকা এখানে তুলে ধরছি।
১.দিল্লি ক্যাপিটালস
২.রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৩.চেন্নাই সুপার কিংস
৪.মুম্বাই ইন্ডিয়ান্স
৫.কেকেআর
৬.সানরাইজার্স হায়দরাবাদ
৭.পাঞ্জাব কিংস
৮.রাজস্থান রয়ালস
৯.লক্ষ্মৌ সুপার জায়ান্টস
১০.গুজরাট টাইটানস
ভেন্যু
২০২২ সালের আইপিএলের সবগুলো ম্যাচ ৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।এবারের আইপিএলের ম্যাচগুলো যেসব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেগুলোর নাম এখানে তুলে ধরছি।
১. ওয়াংখেড়ে স্টেডিয়াম - মুম্বাই
২.এম এ চিদাম্বরম চিপাউক স্টেডিয়াম - চেন্নাই
৩.নরেন্দ্র মোদি স্টেডিয়াম - আহমেদাবাদ
৪. এম চিন্নাস্বামী স্টেডিয়াম - বেঙ্গালুরু
৫.ইডেন গার্ডেনস স্টেডিয়াম - কলকাতা
৬. ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়াম - লক্ষ্মৌ
ম্যাচসিডিউল
২০২২ সালের আইপিএলের মাঠের লড়াই শুরু হবে আগামী ২৬ মার্চ,২০২২ তারিখে। এবারের আইপিএলের সিডিউল এখানে তুলে ধরছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন