ছবি: রিপন মন্ডল
প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের যুব বিশ্বকাপে (অনুর্ধ্ব ১৯) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় যুব টিম। ফাইনালে ইংল্যান্ডের যুব টিমকে ৪ উইকেটে পরাজিত করে ভারতীয় যুব টিম চ্যাম্পিয়ন হয়। এবারের যুব বিশ্বকাপে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেয়াল্ড ব্রেভিস (৫০৬ রান) । এছাড়া বল হাতে এবারের যুব বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেন শ্রীলঙ্কার দুনিথ ওয়ালেলাগে (১৭ উইকেট)। উল্লেখ্য এবারের যুব বিশ্বকাপের শীর্ষ পাঁচ বোলারের তালিকায় বাংলাদেশের পেসার রিপন মন্ডলের (১৪ উইকেট) নাম রয়েছে।২০২২ যুব বিশ্বকাপের শীর্ষ দশ পারফরমারের(ব্যাটার ও বোলার) পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
২০২২ যুব বিশ্বকাপের শীর্ষ পাঁচ ব্যাটার
২০২২ যুব বিশ্বকাপে সর্বাধিক রানকারী শীর্ষ পাঁচ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।
১. ডেয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা) - ৬ ম্যাচে ৫০৬ রান (২সেঞ্চুরি/৩ফিফটি)
২.হাসিবুল্লাহ খান (পাকিস্তান) - ৬ ম্যাচে ৩৮০ রান (২সেঞ্চুরি/১ফিফটি)
৩.টম প্রিষ্ট (ইংল্যান্ড) - ৬ ম্যাচে ২৯২ রান (১সেঞ্চুরি/১ফিফটি)
৪.অংক্রিস রঘুভানসি (ভারত) - ৬ ম্যাচে ২৭৮ রান (১সেঞ্চুরি/১ফিফটি)
৫.টিগু উইলি (অষ্ট্রেলিয়া) - ৬ ম্যাচে ২৭৮ রান(১সেঞ্চুরি/২ফিফটি)
২০২২ যুব বিশ্বকাপের শীর্ষ পাঁচ বোলার
২০২২ যুব বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি পাঁচ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন