প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ পুলিশে কনষ্টেবল(ট্রেইনি রিক্রুট কনষ্টেবল- টিআরসি) পদে নিয়োগের জন্য আবেদন চলছে।সম্প্রতি বাংলাদেশ পুলিশে কনষ্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক কনষ্টেবল(টিআরসি) পদে নিয়োগের বিস্তারিত তথ্য এখানে তুলে ধরছি।
পদ : ট্রেইনি রিক্রুট কনষ্টেবল - টিআরসি
পদসংখ্যা : ৪,০০০ (পুরুষ :৩,৪০০ ও নারী: ৬০০)
যোগ্যতা : ন্যুনতম ২.৫ জিপিএসহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স ও অন্যান্য :২৮.০২.২০২২ তারিখে ১৮ থেকে ২০ বছর। বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে শারীরিক যোগ্যতা (পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি ও নারী ৫ফুট ২ ইঞ্চি) । পুরুষ প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
বেতনস্কেল : বর্তমান (২০১৫) জাতীয় বেতনস্কেল অনুযায়ী ১৭তম গ্ৰেড।
আবেদন শুরু : ০১/০২/২০২২
আবেদনের শেষ তারিখ : ২৮/০২/২০২২ রাত ১১.৫৯ ।
আবেদন ফি : ৩০টাকা ।
আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট police.teletalk.com.bd) এছাড়া বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.police.gov.bd।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন