প্রিয় ক্রিকেট ডটকমঃ আগামী ৪ মার্চ,২০২২ তারিখে শুরু হতে যাচ্ছে এবারের আইসিসি নারী ক্রিকেট (ওয়ানডে) বিশ্বকাপ। এবারের নারী ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ নিউজিল্যান্ড।২০২২ নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড নারী দলের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের নারী দল।প্রথম ম্যাচটি টরাঙ্গার বে ওভালে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এবারের নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো অংশগ্রহণ করবে। আসুন দেখে নিই এবারের নারী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচসূচি ও অন্যান্য।
২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি ও অন্যান্য
এবারের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের আয়োজক নিউজিল্যান্ড। আগামী ৪ মার্চ মাঠে গড়াবে এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ।২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি ও ভেন্যুর তালিকা এখানে তুলে ধরছি।
ভেন্যু
২০২২ সালের নারী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো নিউজিল্যান্ডের ৬টি শহরে অনুষ্ঠিত হবে। এবারের নারী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো যেসব শহরে অনুষ্ঠিত হবে সেগুলো যথাক্রমে ওকল্যান্ড,ক্রাইষ্টচার্চ,হ্যামিল্টন,ডুনেডিন, ওয়েলিংটন ও টরাঙ্গা।
অংশগ্রহণকারী দল
এবারের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে মোট ৮ টি দেশের নারী ক্রিকেট দল অংশ নেবে এবং দেশগুলো যথাক্রমে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড,ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ,অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ সূচি
২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপের সূচি দেখে নিন।
নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল পরিসংখ্যান
আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল পরিসংখ্যান দেখে নিন।
প্রথম (১৯৭৩) নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - ইংল্যান্ড
রানার্সআপ - অষ্ট্রেলিয়া
দ্বিতীয়(১৯৭৮) নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া
রানার্সআপ - ইংল্যান্ড
তৃতীয় (১৯৮২) নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া
রানার্সআপ। - ইংল্যান্ড
চতুর্থ (১৯৮৮) নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া
রানার্সআপ - ইংল্যান্ড
পঞ্চম(১৯৯৩ )নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - ইংল্যান্ড
রানার্সআপ - নিউজিল্যান্ড
ষষ্ট (১৯৯৭ )নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া
রানার্সআপ - নিউজিল্যান্ড
সপ্তম (২০০০) নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - নিউজিল্যান্ড
রানার্সআপ - অষ্ট্রেলিয়া
অষ্টম( ২০০৫ )নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া
রানার্সআপ - ভারত
নবম (২০০৯) নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - ইংল্যান্ড
রানার্সআপ - নিউজিল্যান্ড
দশম (২০১৩) নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - অষ্ট্রেলিয়া
রানার্সআপ - ওয়েস্ট ইন্ডিজ
একাদশ (২০১৭) নারী ক্রিকেট বিশ্বকাপ
চ্যাম্পিয়ন - ইংল্যান্ড
রানার্সআপ - ভারত
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন