প্রিয় ক্রিকেট ডটকমঃ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজের দ্বিতীয় অংশে অনুষ্ঠিত হবে দুটি টিটুয়েন্টি ম্যাচ। এবং আফগানদের বিপক্ষে টিটুয়েন্টি সিরিজের জন্য সম্প্রতি বাংলাদেশের টিটুয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের টিটুয়েন্টি স্কোয়াডে নতুন মুখ হিসেবে রয়েছেন মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী চৌধুরী। উল্লেখ্য আগামী ৩ ও ৫ মার্চ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দুটি টিটুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ - আফগানিস্তান টিটুয়েন্টি রেকর্ড
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ইতিপূর্বে ৭টি টিটুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ ২টি ম্যাচে জয়ী হয়েছে এবং আফগানিস্তান ৪টি ম্যাচে জয়লাভ করেছে। এছাড়া বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ১টি টিটুয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টিটুয়েন্টি রেকর্ড এখানে তুলে ধরছি।
১ম টিটুয়েন্টি ম্যাচ,২০১৪
ভেন্যু - মিরপুর
ফলাফল - বাংলাদেশ ৯ উইকেটে জয়ী হয়।
২য় টিটুয়েন্টি ম্যাচ,২০১৮
ভেন্যু - দেরাদুন
ফলাফল - আফগানিস্তান ৪৫রানে জয়ী হয়।
৩য় টিটুয়েন্টি ,২০১৮
ভেন্যু - দেরাদুন
ফলাফল - আফগানিস্তান ৬ উইকেটে জয়ী হয়।
৪র্থ টিটুয়েন্টি,২০১৮
ভেন্যু - দেরাদুন
ফলাফল - আফগানিস্তান ১ রানে জয়ী হয়।
৫ম টিটুয়েন্টি ,২০১৯
ভেন্যু - মিরপুর
ফলাফল - আফগানিস্তান ২৫ রানে জয়ী হয়।
৬ষ্ঠ টিটুয়েন্টি ,২০১৯
ভেন্যু - চট্রগ্রাম
ফলাফল - বাংলাদেশ ৪ উইকেটে জয়ী হয়।
৭ম টিটুয়েন্টি,২০১৯
ভেন্যু - মিরপুর
ফলাফল - ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ টিটুয়েন্টি স্কোয়াড
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,লিটন দাস,আফিফ হোসেন,শেখ মেহেদি হাসান, মোহাম্মদ নাঈম শেখ,ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন