প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।প্রিয় ক্রিকেট ডটকম'এর সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেইসাথে সকল ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরিশেষে এখানে মহান ভাষা আন্দোলন ও বাংলা ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি।
ভাষা আন্দোলন ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ তথ্যাবলি
এখানে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি।
১. ভাষা আন্দোলনের সময়কাল - ১৯৪৭-১৯৫৬ খ্রিষ্টাব্দ ।
২. বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম গঠিত সংগঠন - তমদ্দুন মজলিস।
৩.তমদ্দুন মজলিস যার নেতৃত্বে গঠিত হয়- অধ্যাপক আবুল কাশেম।
৪.বাংলাদেশ সংবিধানের যে অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে- তৃতীয় অনুচ্ছেদে।
৫.সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার 'বাংলা ভাষা প্রচলন আইন ' জারি করে -১৯৮৭ সালে।
৬.ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে - ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
৭.বর্তমানে পৃথিবীতে যত মানুষ বাংলা ভাষায় কথা বলে- ৩০ কোটির বেশি।
৮.পৃথিবীতে মাতৃভাষীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষার অবস্থান -পঞ্চম ।
৯.যে তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভাষা আন্দোলনকে বেগবান করার সভায় সভাপতিত্ব করেন - ১৬ মার্চ,১৯৪৮ ।
১০.বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায়-২৯ ফেব্রুয়ারি, ১৯৫৬ (চূড়ান্ত সাংবিধানিক স্বীকৃতি ২৩ মার্চ,১৯৫৬)।
১১.ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন - মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন ।
১২. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন- খাজা নাজিমুদ্দিন ।
১৩.ভাষা আন্দোলনের মুখপত্র ছিল - সাপ্তাহিক সৈনিক ।
১৪.সাপ্তাহিক সৈনিক প্রথম প্রকাশিত হয় - ১৪ নভেম্বর ,১৯৪৮ ।
১৫.ভাষা আন্দোলনে প্রথম শহীদ - রফিকউদ্দিন আহমদ ।
১৬. বর্তমানে বিশ্বের যে কয়টি দেশে বাংলা সরকারি ভাষা - তিনটি দেশে (বাংলাদেশ, ভারত ও সিয়েরালিওন)।
১৭. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা- আবদুল গাফফার চৌধুরী।
১৮. বাংলাদেশের বাইরে প্রথম শহীদমিনার নির্মিত হয়- লন্ডন,যুক্তরাজ্য।
১৯. মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহীদমিনার নির্মিত হয় - ওমান ।
২০. বাংলাদেশের বাইরে যেদেশে প্রথম সরকারি অর্থায়নে শহীদমিনার নির্মিত হয় - টোকিও, জাপান ।
২১. ভাষা আন্দোলনের ফলে যে প্রতিষ্ঠান সৃষ্টি হয় - বাংলা একাডেমি।
২২. ভারতের পশ্চিমবঙ্গ,আসাম ও ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা- বাংলা ।
২৩. ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান ভাষা - বাংলা ।
২৪. ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা - বাংলা ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন