প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২২ বিপিএলের শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশালকে ১ রানে পরাজিত করে। এবারের বিপিএল ফাইনালে দুদলই নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করে যদিও শেষপর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয়লাভ করে। তবে শিরোপা জিততে না পারলেও ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান এবারের বিপিএলের সেরা প্লেয়ার মনোনিত হন। উল্লেখ্য এ নিয়ে সাকিব আল হাসান চতুর্থবারের মত বিপিএলের 'টুর্নামেন্ট সেরা' প্লেয়ারের পুরস্কার পেলেন।২০২২ বিপিএলের সেরা পারফরমারদের রেকর্ডচিএ এখানে তুলে ধরছি।
২০২২ বিপিএলের সেরা পারফরমার
এবারের বিপিএলে ব্যাট বলের লড়াই শেষপর্যন্ত বেশ জমে উঠেছিল বলা যায়। এবারের বিপিএলে ব্যাট হাতে সবচেয়ে সফল ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইলি জ্যাকস (১১ ম্যাচে ৪১৪ রান) এবং বল হাতে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুস্তাফিজুর রহমান (১১ ম্যাচে ১৯ উইকেট ) । আসুন এবারের বিপিএলের সেরা পাঁচ পারফরমারের ( ব্যাটার ও বোলার) পরিসংখ্যান দেখে নিই।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন