WHAT'S NEW?
Loading...

হেলথ চেকআপ : কোথায় কত খরচ

                                                            


প্রিয় ক্রিকেট ডটকমঃ সুস্বাস্থ্যের জন্য যেমন  নিয়মিত কিছু নিয়ম কানুন মেনে চলা জরুরি তেমনি বছরে অন্তত একবার হেলথ চেকআপও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও দৈনন্দিন বিবিধ ব্যস্ততায় অনেকের পক্ষে নিয়মিত হেলথ চেকআপ সম্ভব হয়ে ওঠে না।তবে বছরে অন্তত একবার হেলথ চেকআপ করা উচিত বলেই স্বাস্থ্যবিদরা বলে থাকেন। আসুন  বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় মেডিকেল সার্ভিসেস প্রতিষ্ঠানের হেলথ চেকআপ চার্জ সম্পর্কে জেনে নিই।


ইউনাইটেড হসপিটাল 


বাংলাদেশের জনপ্রিয় ও বিশ্বস্ত মেডিকেল সার্ভিসেস প্রতিষ্ঠানের মধ্যে ইউনাইটেড হসপিটাল অন্যতম। ইউনাইটেড হসপিটালের বিভিন্ন ধরণের হেলথ চেকআপ সার্ভিস রয়েছে যেমন এক্সিকিউটিভ বেসিক চেকআপ, এক্সিকিউটিভ প্রিমিয়ার চেকআপ, হোল বডি চেকআপ এর মধ্যে অন্যতম। ইউনাইটেড হসপিটালের বেসিক চেকআপ চার্জ ৯,০০০ টাকা। তাদের এক্সিকিউটিভ প্রিমিয়ার চেকআপ চার্জ ১২,০০০ টাকা (পুরুষ) ও নারী (১৫,০০০টাকা)। এছাড়া ইউনাইটেড হসপিটালের হোল বডি চেকআপ চার্জ সর্বনিম্ন ২০,০০০টাকা থেকে সর্বোচ্চ ২৮,০০০ টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন (www.uhlbd.com)।


বারডেম জেনারেল হসপিটাল 


বাংলাদেশের সুপরিচিত ও বিশ্বস্ত মেডিকেল সার্ভিসেস প্রতিষ্ঠানের মধ্যে বারডেম জেনারেল হসপিটাল অন্যতম।বারডেম জেনারেল হসপিটালে বিভিন্ন ধরণের হেলথ চেকআপ প্যাকেজ রয়েছে।তাদের এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজের আওতায় জেনারেল হেলথ চেকআপ চার্জ ৬,১৮০ টাকা। এছাড়া রয়েছে এনুয়াল কার্ডিয়াক হেলথ চেকআপ যার চার্জ ৯,৬৬০ টাকা । বিস্তারিত জানতে ভিজিট করুন (www.birdembd.org)।


স্কয়ার হসপিটাল 


বাংলাদেশের বর্তমান সময়ের শীর্ষ মেডিকেল সার্ভিসেস প্রতিষ্ঠানের মধ্যে স্কয়ার হসপিটাল লিমিটেড অন্যতম।স্কয়ার হসপিটালে বিভিন্ন ধরণের হেলথ চেকআপ প্যাকেজ রয়েছে। এখানে এক্সিকিউটিভ হেলথ চেক (বেসিক) চার্জ ৪,৯৯০ টাকা। এছাড়া এক্সিকিউটিভ হেলথ চেক (মডারেট) চার্জ ১২,০০০ টাকা।স্কয়ার হসপিটালের এক্সিকিউটিভ হেলথ চেক (প্রিমিয়াম )প্যাকেজের চার্জ ১৪,৫০০ টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন (www.squarehospital.com)।


ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল 


বাংলাদেশের শীর্ষ ও বিশ্বস্ত মেডিকেল সার্ভিসেস প্রতিষ্ঠানের মধ্যে ল্যাবএইড স্পেশালাইজড হসপিটাল অন্যতম।ল্যাবএইড স্পেশালাইজড হসপিটালে বিভিন্ন ধরণের হেলথ চেকআপ প্যাকেজ রয়েছে। এখানে জেনারেল হেলথ চেকআপ চার্জ হচ্ছে ৫,০০০ টাকা। এছাড়া স্ট্যান্ডার্ড হেলথ স্ক্রিনিং প্যাকেজ চার্জ ৭,৫০০ টাকা। তাদের প্রিমিয়ার হেলথ স্ক্রিনিং প্যাকেজ চার্জ ১০,০০০ টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন (www.labaidhospital.com)।


পপুলার ডায়াগনস্টিক সেন্টার 


বাংলাদেশের বর্তমান সময়ের শীর্ষ মেডিকেল সার্ভিসেস প্রতিষ্ঠানের মধ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অন্যতম। এখানে বিভিন্ন ধরণের হেলথ চেকআপ প্যাকেজ রয়েছে। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রাইমারি হেলথ চেকআপ চার্জ (প্যাকেজ-২) ৪,২০০ টাকা। এছাড়া তাদের প্রাইমারি হেলথ চেকআপ চার্জ (প্যাকেজ-১) ৫,২০০টাকা। এখানে কম্প্রিহেনসিভ হেলথ চেকআপ (পুরুষ) চার্জ ৮,০০০টাকা ও (নারী) ৯,৮০০টাকা।