WHAT'S NEW?
Loading...

ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ড

                                                              

                                             ছবি: কেনসিংটন ওভাল 

প্রিয় ক্রিকেট ডটকমঃ ক্রিকেটের জনপ্রিয় টিমগুলোর একটি ওয়েষ্ট ইন্ডিজ। ক্রিকেটের জনপ্রিয়তার পেছনে ওয়েস্ট ইন্ডিজের  বিখ্যাত প্লেয়ারদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ওয়েস্ট ইন্ডিজে জন্মগ্ৰহন করেছেন গ্যারফিল সোবার্স,ভিভ রিচার্ডস,এন্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং,ব্রায়ান লারা,কোটনি ওয়ালশ, শিবনারায়ণ চন্দরপল,ক্রিস গেইল,ডোয়াইন ব্রাভোর মত বিখ্যাত সব ক্রিকেটার। ক্রিকেটের সবচেয়ে পুরনো টিমগুলোর মধ্যেও ওয়েস্ট ইন্ডিজ অন্যতম। এছাড়া এসবের সাথে ওয়েস্ট ইন্ডিজের সুদৃশ্য ক্রিকেটগ্ৰাউন্ডগুলোর কথাও বিশেষভাবে বলতে হয়।  এখানে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেটগ্ৰাউন্ডগুলোর পরিচিতি তুলে ধরছি(সূত্র: উইকিপিডিয়া)।ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ড ‌


ক্রিকেটের জন্য ওয়েষ্ট ইন্ডিজে গড়ে উঠেছে বেশকিছু সুদৃশ্য স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ডগুলোর মধ্যে কেনসিংটন ওভাল,বহুরডা(গায়ানা),কুইন্সপার্ক ওভাল, সাবিনা পার্ক,প্রভিডেন্স স্টেডিয়াম প্রভৃতি অন্যতম।কেনসিংটন ওভাল 


ক্রিকেটের জন্য যতগুলো মাঠ ওয়েস্ট ইন্ডিজে গড়ে উঠেছে এরমধ্যে  কেনসিংটন ওভাল অন্যতম। কেনসিংটন ওভাল স্টেডিয়াম বারবাডোসে অবস্থিত। দর্শকধারণক্ষমতা বিবেচনায় কেনসিংটন ওভাল ওয়েষ্ট ইন্ডিজের বৃহত্তম ক্রিকেট গ্ৰাউন্ড।এই মাঠের দর্শকধারণক্ষমতা ২৮ হাজার। অর্থাৎ কেনসিংটন ওভালে একসাথে ২৮,০০০ দর্শকের খেলা দেখার সুবিধা রয়েছে।


বহুরডা (গায়ানা) 


ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ডগুলোর মধ্যে বহুরডা (গায়ানা) অন্যতম। দর্শকধারণক্ষমতা বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের অন্যতম বৃহৎ ক্রিকেট গ্ৰাউন্ডও এটি।বহুরডা (গায়ানা) স্টেডিয়ামের দর্শকধারণক্ষমতা ২৫,০০০। অর্থাৎ এই স্টেডিয়ামে একসাথে ২৫ হাজার দর্শকের খেলা দেখার সুবিধা রয়েছে।


কুইন্সপার্ক ওভাল 


কুইন্সপার্ক ওভাল ওয়েষ্ট ইন্ডিজের অন্যতম বৃহৎ ক্রিকেট গ্ৰাউন্ড।কুইন্সপার্ক ওভাল ক্রিনিদাদ এন্ড টোবাগোতে অবস্থিত।কুইন্সপার্ক ওভালের দর্শকআসন সংখ্যা ২০,০০০। অর্থাৎ কুইন্সপার্ক ওভালে একসাথে ২০ হাজার দর্শকের খেলা দেখার সুবিধা রয়েছে।


ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (গ্ৰানাডা) 


দর্শকধারণক্ষমতা বিবেচনায় ওয়েষ্ট ইন্ডিজের অন্যতম বৃহৎ ক্রিকেট গ্ৰাউন্ড হচ্ছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ( গ্ৰানাডা)।এই স্টেডিয়ামের দর্শকধারণক্ষমতা ২০,০০০। অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (গ্ৰানাডা) এ একসাথে ২০হাজার দর্শক ক্রিকেট উপভোগ করতে পারেন। 


আর্নস ভেইল স্টেডিয়াম 


ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ডগুলোর মধ্যে আর্নস ভেইল স্টেডিয়াম অন্যতম।এই ক্রিকেট গ্ৰাউন্ডটি ওয়েস্ট ইন্ডিজের 'সেন্ট ভিনসেন্ট এন্ড দ্য গ্ৰেনাডাইনস' এ অবস্থিত।আর্নস ভেইল স্টেডিয়ামের দর্শকধারণক্ষমতা ১৮,০০০। অর্থাৎ আর্নস ভেইল স্টেডিয়ামে একসাথে ১৮ হাজার দর্শকের খেলা দেখার সুবিধা রয়েছে।


সাবিনা পার্ক 


দর্শকআসন বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের অন্যতম বৃহৎ ক্রিকেট গ্ৰাউন্ড জামাইকার সাবিনা পার্ক।এ মাঠের দর্শকধারণক্ষমতা ১৫,৬০০। অর্থাৎ সাবিনা পার্কে একসাথে ১৫,৬০০ দর্শক ক্রিকেট উপভোগ করতে পারেন।


ডারেন সামি ক্রিকেট গ্ৰাউন্ড 


ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ডগুলোর মধ্যে ডারেন সামি ক্রিকেট গ্ৰাউন্ড অন্যতম।ডারেন সামি ক্রিকেট গ্ৰাউন্ড সেন্ট লুসিয়ায় অবস্থিত।এ মাঠের দর্শকধারণক্ষমতা ১৫,০০০। অর্থাৎ ডারেন সামি ক্রিকেট গ্ৰাউন্ডে একসাথে ১৫ হাজার দর্শকের খেলা দেখার সুবিধা রয়েছে।


প্রভিডেন্স স্টেডিয়াম 


গায়ানায় অবস্থিত প্রভিডেন্স স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজের অন্যতম শীর্ষ ক্রিকেট গ্ৰাউন্ড।এই মাঠের দর্শকধারণক্ষমতা ১৫,০০০। অর্থাৎ প্রভিডেন্স স্টেডিয়ামে একসাথে ১৫ হাজার দর্শক ক্রিকেট উপভোগ করতে পারেন।