প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি আন্তর্জাতিক টিটুয়েন্টির' হ্যাটট্রিক ও ডাবলহ্যাটট্রিক ক্লাবে' নিজের নাম যুক্ত করলেন উইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি হোল্ডার নিজের প্রথম আন্তর্জাতিক টিটুয়েন্টি হ্যাটট্রিক (ডাবল হ্যাটট্রিকও ৪বলে ৪ উইকেটে))করেন। হোল্ডারের হ্যাটট্রিকটি ছিল আন্তর্জাতিক টিটুয়েন্টির ইতিহাসে সাতাশতম হ্যাটট্রিক ও চতুর্থ ডাবলহ্যাটট্রিক (উইন্ডিজ বোলার হিসেবে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক ও ডাবল হ্যাটট্রিক)। উল্লেখ্য ২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে রেকর্ড ১৩টি হ্যাটট্রিকের ঘটনা ঘটেছে। আসুন দেখে নিই আন্তর্জাতিক টিটুয়েন্টির হ্যাটট্রিক বৃওান্ত।
আন্তর্জাতিক টিটুয়েন্টির হ্যাটট্রিক বৃওান্ত
১.ব্রেট লির(অষ্ট্রেলিয়া) হ্যাটট্রিক - প্রতিপক্ষ বাংলাদেশ (২০০৭)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন