WHAT'S NEW?
Loading...

ক্রিকইনফোর বর্ষসেরা (২০২১) টিটুয়েন্টি একাদশ

                                                            



প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ক্রিকেট ভিওিক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের বিবেচনায় ২০২১ সালের বর্ষসেরা টিটুয়েন্টি একাদশ ঘোষণা করেছে। ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে সবচেয়ে বড় চমক ছিল সেখানে বৃহৎ দুই টিম ওয়েষ্টইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার কোন প্লেয়ারের জায়গা হয়নি। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কোন প্লেয়ারও ২০২১ এর ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে জায়গা পাননি। উল্লেখ্য ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে অধিনায়ক হিসেবে পাকিস্তানের বাবর আজমের নাম রয়েছে। আসুন ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশের বিস্তারিত দেখে নিই।


কোন দেশের কোন প্লেয়ার রয়েছেন


ক্রিকইনফোর বর্ষসেরা (২০২১) টিটুয়েন্টি একাদশে বিভিন্ন দেশের মোট ১১জন ক্রিকেটারের নাম রয়েছে।

বাংলাদেশ : মোস্তাফিজুর রহমান 

ভারত : হার্শাল প্যাটেল

অষ্ট্রেলিয়া : গ্লেন ম্যাক্সওয়েল

ইংল্যান্ড : লিয়াম লিভিংস্টোন,মঈন আলী 

পাকিস্তান : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি

শ্রীলঙ্কা : ওয়ানিন্দু হাসারাঙ্গা 

নিউজিল্যান্ড : গ্লেন ফিলিপস 

আফগানিস্তান : রশিদ খান 


টিম বিশ্লেষণ 


ক্রিকইনফোর বর্ষসেরা (২০২১)  টিটুয়েন্টি একাদশের টিম কম্বিনেশন বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে ব্যাটার হিসেবে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান,মঈন আলী,গ্লেন ম্যাক্সওয়েল,গ্লেন ফিলিপস ও লিয়াম লিভিংস্টোন। এছাড়া ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে অলরাউন্ডার হিসেবে রয়েছেন মঈন আলী,গ্লেন ম্যাক্সওয়েল। বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে স্পিনার হিসেবে রয়েছেন মঈন আলী,গ্লেন ম্যাক্সওয়েল,ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রশিদ খান। জেনুইন পেসার রয়েছেন তিনজন (মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি,হার্শাল প্যাটেল)।




যেসব বৃহৎ টিমের প্লেয়ার স্থান পাননি 


ক্রিকইনফোর বর্ষসেরা টিটুয়েন্টি একাদশে বৃহৎ টিমগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটারকে রাখা হয়নি।