WHAT'S NEW?
Loading...

২০২১ এর সেরা স্মার্টফোন

                                                             


প্রিয় ক্রিকেট ডটকমঃ এ সময়ে আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ স্মার্টফোন। যোগাযোগ,ব্যবসা, বিনোদন থেকে পড়াশোনা, গবেষণা সব কাজেই এখন স্মার্টফোন প্রয়োজন।আসুন দেখে নিই ২০২১ সালের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোনগুলো (সূত্র:দি ন্যাশনাল)।


অ্যাপল আইফোন ১২


২০২১ সালে দি ন্যাশনাল'এর তথ্যমতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাপল আইফোন ১২ ।এই ৫জি  ফোনটি গতবছর সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন ছিল।



গ্যালাক্সি এ ১২ 


২০২১ সালে বিশ্বব্যাপী যথারীতি স্যামসাংয়ের এ ১২ স্মার্টফোনটির ব্যাপক চাহিদা ছিল।২০২১ সালে বিক্রির হিসেবে দ্বিতীয় শীর্ষ স্মার্টফোন ছিল স্যামসাং এ ১২।আর এই ফোনটি অধিক বিক্রির পেছনে মূল কারণ ছিল এর উচ্চক্ষমতার (৫০০০ এমএএইস)।



অ্যাপল আইফোন ১১ 



২০২১ এর সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল অ্যাপল আইফোন ১১।এই স্মার্টফোনটি ২০১৯ সালে বাজারে এলেও পরবর্তী দুই বছরও বাজারে এটির ব্যাপক চাহিদা ছিল।



অ্যাপল আইফোন ১২ প্রো ম্যাক্স 



অ্যাপল আইফোন ১২ প্রো ম্যাক্স ফোনটি ২০২১ সালে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে। বিশেষত এই স্মার্টফোনটির ডিসপ্লে(১৭ সেমি) ও হাই রিজোলিউশন গ্ৰাহকদের বেশি আকৃষ্ট করে।আর এসব কারণে ২০২১সালে অ্যাপল আইফোন ১২ প্রো ম্যাক্স প্রচুর পরিমাণে বিক্রি হয়।



অ্যাপল আইফোন ১২ প্রো 


২০২১ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে সর্বাধিক বিক্রিত ফোনের তালিকায় পঞ্চম অবস্থানে ছিল অ্যাপল আইফোন ১২ প্রো ।এই ফোনটি গত বছর গ্ৰাহকদের কাছে বিপুল জনপ্রিয়তা পায়।



শাওমী রেভমি ৯ এ 


২০২১ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে শাওমী রেভমি ৯এ ফোনটির ব্যাপক চাহিদা ছিল।এই ফোনটি গত বছর সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় ষষ্ঠ অবস্থানে ছিল।আর এই ফোনটি অধিক বিক্রির পেছনে মূল কারণ ছিল এর উচ্চক্ষমতার ব্যাটারী (৫০০০ এমএএইস)।



শাওমী রেভমি নোট ৯


গত বছর বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে ব্যাপক চাহিদা ছিল শাওমী রেভমি নোট ৯ ফোনটির।২০২১ সালে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় সপ্তম অবস্থানে ছিল শাওমী রেভমি নোট ৯ ফোনটি।এই স্মার্টফোনটি অধিক পরিমাণে বিক্রির পেছনে মূল কারণ ছিল এর উচ্চগতির প্রসেসর ও উচ্চক্ষমতার ক্যামেরা।