প্রিয় ক্রিকেট ডটকমঃ সম্প্রতি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের বিবেচনায় ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটার (নারী, পুরুষ), আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে। আসুন ২০২১ সালের ক্রিকেটের বর্ষসেরাদের তালিকা দেখে নিই।
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)
পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি আইসিসির ২০২১ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার মনোনিত হয়েছেন ।
বর্ষসেরা ক্রিকেটার (নারী)
ভারতের স্মৃতি মান্ধানা আইসিসির ২০২১ সালের বর্ষসেরা নারী ক্রিকেটার মনোনিত হয়েছেন ।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার (পুরুষ)
আইসিসির বর্ষসেরা (২০২১) টেস্ট ক্রিকেটার (পুরুষ) মনোনিত হয়েছেন ইংল্যান্ডের জে রুট। উল্লেখ্য আইসিসির বর্ষসেরা(২০২১) নারী ক্রিকেটার হিসেবে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার (পুরুষ)
আইসিসির (২০২১) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার মনোনিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার (নারী)
আইসিসির (২০২১) সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার (নারী) মনোনিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজলি লি ।
বর্ষসেরা টিটুয়েন্টি ক্রিকেটার (পুরুষ)
পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান আইসিসির ২০২১ সালের বর্ষসেরা পুরুষ টিটুয়েন্টি ক্রিকেটার মনোনিত হয়েছেন ।
বর্ষসেরা টিটুয়েন্টি ক্রিকেটার ( নারী)
আইসিসির ২০২১ সালের বর্ষসেরা নারী টিটুয়েন্টি ক্রিকেটার মনোনিত হয়েছেন ইংল্যান্ডের জাম্মি বিউমন্ট ।
বর্ষসেরা আম্পায়ার
আইসিসির ২০২১ সালের বর্ষসেরা আম্পায়ার মনোনিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারায়াস এরাসমাস । উল্লেখ্য মারায়াস এরাসমাস ইতিপূর্বে আরও দুবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পেয়েছেন।
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (পুরুষ)
দক্ষিণ আফ্রিকার ব্যাটার জানেমান মালান আইসিসির ২০২১ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার( পুরুষ )মনোনিত হয়েছেন ।
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (নারী)
আইসিসির ২০২১ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (নারী) মনোনিত হয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন