প্রিয় ক্রিকেট ডটকমঃ নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। উল্লেখ্য এটিই নিউজিল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।২০০০ সালে টেস্ট আঙ্গিনায় প্রবেশ করলেও এর আগে নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদেরকে কোন ফরম্যাটেই হারাতে পারেনি বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় এক টেষ্ট-সাফল্য হিসেবে এটিকে দেখা হচ্ছে। তাছাড়া সাকিব,তামিম বিহীন বাংলাদেশ টিমের দেশের বাইরে এমন সাফল্য অবশ্যই প্রশংসনীয়। আসুন দেখে নিই বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট রেকর্ডগুলো কেমন ছিল।
বিদেশে যত টেস্ট ড্র
বিদেশের মাটিতে বাংলাদেশ প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪ সালে কুইঞ্চ স্পোটর্স ক্লাব মাঠে একটি টেস্ট ম্যাচ ড্র করে।
২০০৪ সালে বাংলাদেশ টিম ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ডারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ ড্র করে।
২০১৩ সালে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচ ড্র করে।
বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ ড্র করে ২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
বিদেশে যত টেস্ট জয়
বাংলাদেশ বিদেশের মাটিতে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করে ।
এর পর ২০০৯ সালে বাংলাদেশ ওয়েষ্ট ইন্ডিজকে আরেকটি টেস্ট ম্যাচে পরাজিত করে যে ম্যাচটি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম(গ্ৰানাডা) এ অনুষ্ঠিত হয়।
২০১৩ সালে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে একটি টেস্ট ম্যাচে জয়লাভ করে।
২০১৭ সালে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে একটি টেস্ট ম্যাচে জয়লাভ করে।
২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে একটি টেস্ট ম্যাচে জয়লাভ করে।
এবং সর্বশেষ বাংলাদেশ টিম ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে বে ওভালে টেস্ট ম্যাচ জয় করল।
বিদেশে বাংলাদেশের সেরা টেস্ট ইনিংস
বিদেশের মাটিতে বাংলাদেশের ব্যাটারদের সেরা কিছু টেস্ট ইনিংসের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন