WHAT'S NEW?
Loading...

২০২১ এর শীর্ষ পাঁচ ওয়ানডে পারফরমার

                                                             


প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২১ সালে করোনা মহামারীর মধ্যে ক্রিকেটে বেশ কিছুটা ছন্দপতন ঘটলেও স্বাস্থ্যবিধি মেনে কিছু ওয়ানডে ক্রিকেট চলেছে। আসুন দেখে নিই ২০২১ সালের ওয়ানডে ক্রিকেটের শীর্ষ পাঁচ (ব্যাটার ও বোলার)  পারফরমারের পরিসংখ্যান। উল্লেখ্য ২০২১ সালের শীর্ষ ৫ ওয়ানডে পারফরমারের তালিকায় বাংলাদেশের একাধিক প্লেয়ার রয়েছেন।


শীর্ষ পাঁচ ব্যাটার 

২০২১ সালের ওয়ানডে ক্রিকেটে শীর্ষ ৫ ব্যাটারের (সর্বাধিক রান) পরিসংখ্যান দেখে নিন।

১. ২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন আয়ারল্যান্ডের পল স্টারলিং ।স্টারলিং ২০২১ এ ১৪টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৭০৫ রান (বছরের সর্বোচ্চ) সংগ্রহ করেন।

২.২০২১ এর ওয়ানডে ক্রিকেটে শীর্ষ ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার জানেমান মালানের নামটিও রয়েছে।এই ব্যাটার ২০২১ সালে ৮ ম্যাচ খেলে ৫০৯ রান করেন।

৩.২০২১ সালের শীর্ষ পাঁচ ওয়ানডে ব্যাটারের তালিকায় বাংলাদেশের তামিম ইকবাল অন্যতম।এই বাঁহাতি ওপেনার ২০২১ এ ১২টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৪৬৪ রান সংগ্রহ করেন।

৪.২০২১ সালের ওয়ানডে ক্রিকেটে শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে আইরিশ ব্যাটার হ্যারি ট্যাক্টর অন্যতম।এই ব্যাটার ২০২১ এ ১৪টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৪৫৪ রান করেন।

৫.২০২১ সালের শীর্ষ পাঁচ ওয়ানডে ব্যাটারের তালিকায় আয়ারল্যান্ডের এন্ডু বালবির্নির নামটিও রয়েছে।এই ব্যাটার ২০২১ সালে ১৪ ম্যাচ খেলে মোট ৪২১ রান করেন ।


শীর্ষ পাঁচ বোলার 

২০২১ সালের ওয়ানডে ক্রিকেটে  শীর্ষ ৫  বোলারের (ব্যাটার ও বোলার) পরিসংখ্যান দেখে নিন।

১.২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা ।চামিরা ২০২১ সালে  ১৪ ম্যাচ খেলে ২০টি উইকেট শিকার করেন।

২.২০২১ সালের ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের সিমি সিং ছিলেন অন্যতম সফল বোলার।এই বোলার গত বছর ১৩ ম্যাচ খেলে ১৯টি উইকেট নেন।

৩.২০২১ সালে  ওয়ানডে ক্রিকেটে শীর্ষ বোলারদের তালিকায় নেপালের সন্দিপ লামিসানের নাম রয়েছে।এই বোলার গত বছর ৬ ম্যাচ খেলে মোট ১৮ উইকেট শিকার করেন।

৪.২০২১ সালে ওয়ানডে ক্রিকেটের সেরা পাঁচ বোলারের তালিকায়  বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নামটি রয়েছে।এই বাঁহাতি পেসার গত বছর ১০টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ১৮টি উইকেট নেন।

৫.২০২১ সালের শীর্ষ পাঁচ ওয়ানডে বোলারের তালিকায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের নামটিও রয়েছে।এই অলরাউন্ডার গত বছর ৯টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ১৭ উইকেট শিকার করেন।