WHAT'S NEW?
Loading...

সাম্প্রতিক চাকরির খবর

                                                          


প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের বিভিন্ন সরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একাধিক (অফিসার-জেনারেল, অফিসার-ক্যাশ, সিনিয়র অফিসার-জেনারেল) পদে জনবল নিয়োগের জন্য আবেদন চলছে। বিভিন্ন সরকারী ব্যাংকে জনবল নিয়োগের আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন।


১.পদ : অফিসার (জেনারেল)


পদসংখ্যা : ১৭৬৩ 


যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্মাতকোওর ডিগ্ৰি বা চার বছর মেয়াদি স্মাতক(সম্মান) ডিগ্ৰি। এছাড়া যেকোন ১টি একাডেমিক পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।


বয়স : মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ছাড়া সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর।তবে ২৫/০৩/২০২০ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর তারাও আবেদন করতে পারবেন। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতন-স্কেল : ১৬,০০০টাকা - ৩৮,৬৪০ টাকা ।


আবেদন ফি : ২০০ টাকা।


আবেদন প্রক্রিয়া :  অনলাইন (ভিজিট https://erecruitment.bb.org.bd) 


আবেদনের শেষ তারিখ : ২০/০১/২০২২ রাত ১১:৫৯ মিনিট।




২. পদ : অফিসার (ক্যাশ) 


পদসংখ্যা : ১৭২০ 


যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্মাতকোওর ডিগ্ৰি বা চার বছর মেয়াদি স্মাতক (সম্মান) ডিগ্ৰি । এছাড়া যেকোন ১টি একাডেমিক পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।


বয়স : মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ছাড়া সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর।তবে ২৫/০৩/২০২০ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর তারাও আবেদন করতে পারবেন। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতন-স্কেল : ১৬,০০০টাকা - ৩৮,৬৪০ টাকা।



আবেদন ফি : ২০০ টাকা ।



আবেদন প্রক্রিয়া : অনলাইন (https://erecruitment.bb.org.bd) 


আবেদনের শেষ তারিখ : ৩০/০১/২০২২ রাত ১১:৫৯ মিনিট।



৩. পদ : সিনিয়র অফিসার (জেনারেল) 


পদসংখ্যা : ১০৬৯ 


যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্মাতকোওর ডিগ্ৰি বা চার বছর মেয়াদি স্মাতক (সম্মান) ডিগ্ৰি। এছাড়া যেকোন ২টি একাডেমিক পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।


বয়স : মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ছাড়া সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর।তবে ২৫/০৩/২০২০ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর তারাও আবেদন করতে পারবেন। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।


বেতন-স্কেল : ২২,০০০টাকা - ৫৩,০৬০ টাকা।


আবেদন ফি : ২০০ টাকা।


আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট https:erecruitment.bb.org.bd)


আবেদনের শেষ তারিখ : ১৬/০১/২০২২ রাত ১১:৫৯ মিনিট।


সূত্র : প্রথম আলো অনলাইন