প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের বিগব্যাশের শিরোপা জিতল পার্থ স্কোচার্স। ২০২১-২২ বিগব্যাশের ফাইনালে পার্থ স্কোচার্স সিডনি সিক্সার্সকে ৭৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এবারের (২০২১-২২) বিগব্যাশে ব্যাটেবলে সেরা পাঁচ পারফরমারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
২০২১-২২ বিগব্যাশের সেরা পাঁচ ব্যাটার
এবারের বিগব্যাশে সর্বাধিক রান করেছেন হোবার্ট হ্যারিক্যান্সের বেন ম্যাকডারমট।বেন ম্যাকডারমট এবারের বিগব্যাশে ১৩ ম্যাচ খেলে মোট ৫৭৭ রান করেন। এছাড়া এবারের বিগব্যাশে সর্বাধিক দুটি করে সেঞ্চুরি করেছেন বেন ম্যাকডারমট এবং গ্লেন ম্যাক্সওয়েল। ২০২১-২২ বিগব্যাশের সেরা পাঁচ ব্যাটারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
১.বেন ম্যাকডারমট (হোবার্ট হ্যারিক্যান্স) - ১৩ ম্যাচে ৫৭৭ রান ।
২.জোনাথন ওয়েলস (এডিলেড স্টাইকার্স) - ১৭ ম্যাচে ৫০১ রান।
৩.ম্যাথু সর্ট (এডিলেড স্টাইকার্স) - ১৬ ম্যাচে ৪৯৩ রান।
৪.গ্লেন ম্যাক্সওয়েল (মেলবোর্ন স্টারস) -১৩ ম্যাচে ৪৬৮ রান।
৫. জেসন সাঙ্গা (সিডনি থান্ডার্স) - ১২ ম্যাচে ৪৪৫ রান ।
২০২১-২২ বিগব্যাশের সেরা পাঁচ বোলার
এবারের বিগব্যাশের সর্বাধিক উইকেটশিকারি এডিলেড স্টাইকার্সের পিটার সিডলি (৩০ উইকেট)।২০২১-২২ বিগব্যাশের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন