WHAT'S NEW?
Loading...

২০২১ এর শীর্ষ পাঁচ টিটুয়েন্টি পারফরমার

                                                           



প্রিয় ক্রিকেট ডটকমঃ ২০২১ সালে আন্তর্জাতিক  টিটুয়েন্টি ক্রিকেটও যথারীতি করোনাকালিন স্বাস্থ্যবিধি মেনে চলেছে।২০২১ এ ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছে।২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের শীর্ষ পাঁচ পারফরমারের (ব্যাটার ও বোলার)  পরিসংখ্যান এখানে তুলে ধরছি। উল্লেখ্য ২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি পারফরমারের মধ্যে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও রয়েছেন।


শীর্ষ পাঁচ ব্যাটার

২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে শীর্ষ পাঁচ ব্যাটারের পরিসংখ্যান দেখে নিন।

১.২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান করেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।এই ব্যাটার ২০২১ এ ২৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৩২৬ রান করেন।


২.২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি ব্যাটারের মধ্যে পাকিস্তানের বাবর আজম অন্যতম।বাবর আজম ২০২১ এ ২৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৯৩৯ রান সংগ্রহ করেন।


৩. ২০২১ সালের সবচেয়ে সফল টিটুয়েন্টি ব্যাটারদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। গাপটিল ২০২১ সালে ১৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৬৭৮ রান করেন।


৪. ২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ পাঁরচ ব্যাটারের তালিকায় অসি ব্যাটার মিশেল মার্শের নামটি রয়েছে।মার্শ ২০২১ সালে ২১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৬২৭ রান সংগ্রহ করেন।


৫.২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি ব্যাটারের তালিকায় ইংল্যান্ডের ব্যাটার জস বাটলারের নামটি রয়েছে। বাটলার ২০২১ সালে ১৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৫৮৯ রান করেন।


শীর্ষ পাঁচ বোলার

২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি বোলারের পরিসংখ্যান দেখে নিন।

১.২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।এই তারকা স্পিনার ২০২১ সালে ২০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৬টি উইকেট শিকার করেন।


২.২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ পাঁচ বোলারের তালিকায় দক্ষিণ আফ্রিকার স্পিনার টিম সামসির নামটি রয়েছে।সামসি গত বছর ২২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৬টি উইকেট নেন।


৩.২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি বোলারের তালিকায় উগান্ডার দিনেশ নাকরানির নামটি রয়েছে। উগান্ডার এই বোলার গত বছর ২২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৫টি উইকেট নেন।


৪.২০২১ সালে আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ পাঁচ বোলারের তালিকায় মাল্টার ওয়াসিম আব্বাসের নামটি রয়েছে।এই বোলার ২০২১ এ ১৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৯ উইকেট শিকার করেন।


৫.২০২১ সালের শীর্ষ পাঁচ টিটুয়েন্টি বোলারের তালিকায় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নামটি রয়েছে।এই পেসার ২০২১ সালে ২০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৮টি উইকেট নেন।